Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Monday, March 4, 2013

Sue against nine police and prison officials alleging torture in custody and death due to negligence after torture

A petition case has been filed  against nine (9) police and prison officials including Jail Superintendent & Jailor of Naogaon district jail as well as former Officer in Charge (OC) and present second officer of Badalgachhi police Station under Naogaon district on March 21, 2012. The case has been filed with the Judicial Magistrate Court, Naogaon
alleging to take bribe torture in under section custody and death due to negligence 161/ 164/323/324/304 (KA) 34/506 of penal code . Mrs. Afroza Begum, wife of the victim Abdul Bari Dulu of village South Kanda (Mistripara) in Badalgachhi Police Station under Naogaon district filed the case with direct support of the human rights organization JusticeMakers Bangladesh.The accused were identified as Anwaruzzaman, Jail Superintendent; Faruk Ahmed, Jailer of Naogoan district jail;  Mahfuzul Haque, former Officer in Charge (OC) of Badalgachhi Police Station; District Jail Pharmacist Jahed Nurul Islam; Rafiqul Islam, Sub Inspector;  Touhidul Alam, Sub Inspector;  Karibul Hasan, Sub Inspector; Rabiul Islam, Assistant sub Inspector and  Abdul Razzak, constable of Badalgachhi police station under naogaon district.

The learned No-5 Naogaon Judicial Magistrate Court of Cognizance registered the case being number C.R 34(Badal)/2012. Later, the learned Judicial Magistrate of Mr. Abu Based Mohammad Bulu Miah recorded the statement of the complainant Mrs. Afroza Begum, wife of the victim and pleased to pass an order to submit the report about whether any unnatural death (UD) case had been registered or not previously to the Sodar police station of Naogaon district regarding the death of the victim by May 13, 2012.

According to complaint, the victim Abdul Barik Dulu and the wife of the victim as well as  the complainant of this case Mrs. Afroza Begum had gradually been compelled to give a lot of bribe to the police officer of Badalgachhi police station for not arresting the victim as well as not attaching the goods of their home in connection of an order passed by the Chief Metropolitan Magistrate Court connecting a fraud case filed with the Shahbag police station in Dhaka Metropolitan Police. Continuance of it, Mr. Rabiul Islam, Sub Inspector of Badalgachhi police station demanded 20,000/= BDT for not arresting the victim on December 16, 2011 as well as not attaching the goods of their house. Furthermore, he demanded more 50,000/= Taka for not arresting the victim ad also not attaching the goods of their home by next two months. According to his demand the complainant provided BDT 5000/-  to the accused sub inspector through Mr. Abdul Jalil, Member of Mithapur Union Parishad on December 18, 2011 and also promised to give more 20,000/=BDT by December 28, 2011.

Meanwhile, Touhidul Alam, sub inspector of Badalgachhi police station arrested the victim on December 20, 2011 morning and tortured in Badalgachhi police station using electric shock, kicking with boot, slapping, beating with baton on toe for whole night. Later, the victim was laid down at floor of the police custody while his physical condition was deteriorated feeding oral saline.

Getting news of the deteriorating condition of the victim on December 21, 2011 morning, the wife of the victim went to the police station where Karibul Hasan, sub inspector of the said police station asked her to give BDT 20,0000/= for the proper treatment of the victim. But the wife of the victim failed to meet up his demand due to unavailability of demeaned money. Then two police constables took the victim to the out door of Badlagachhi Upazila Health Complex and moved forward to Naogaon district Magitrate Court after primarity treatment. Then, the victim was handed over the court police of Naogaon district Judicial Magistrate court where the victim was laid down on the bench in to the court custody.

There after the victim was appeared to the Judicial Magistrate of Naogaon district with the help of court police and the learned magistrate pleased to pass an order to send him to jail custody with proper treatment on December 21, 2011. But the authority of Naogaon district jail failed to give adequate treatment of the victim providing eye washing treatment by a jail pharmacist. On night of the same date the physical condition of the victim was deteriorated, but the jail authority did not take any initiative to admit him immediately to a hospital with adequate medical facilities out side of the jailon that night, rather he was admitted to Naogaon general hospital on the following day December 22. 2011 morning, kept in bar fetters (danda beri) and hand cuff fastened with bed by thick rope with unhygienic environment.

Being informed about the deteriorating condition of the victim, the wife of the victim rushed the hospital around at noon and tried to be touch of the unconscious victim for clearing his cloth that was dirty with stool and urine left by the victim. But the jail police did not allow her to be touch with the victim, rather gave advice to bring permission from the jail authority. Finally around at 7.15 pm the victim was dead due to negligence of treatment and some unknown person came and open the bar fetters (danda beri) and hand cuff and escaped immediately.

A high level fact finding mission of Justice makers Bangladesh comprising three members, led by Advocate Shahanur Islam, founding secretary general of JusticeMakers Bangladesh had been conducted regarding the incident of this gross violation of human rights visiting the spot, taking statement of the witness, alleged perpetrators and concerned authorities. During the fact finding investigation, the Second officer of Badalgachhi police station confessed about taking bribe from the victim and proudly announced that they were entitled to take illegal money from accused person for the cost of fuel, tea and cigarette and also threatened to Mr. Shahanur Islam, chief of the fact finding team not to move forward about that matter in future. Furthermore, he made alert to Mr. Islam stating if Mr. Islam would not stop his activities connecting the incident gross violation, he would face more problems in future.

As Mrs. Afroza Begum, wife of the victim was a poor man with no ability to bear cost regarding legal battle to get justice bringing the perpetrators before the book, she sued the case with the direct assistant of human rights organization JusticeMakers Bangladesh.

Advocate Shahanur Islam, founding secretary general of JusticeMakers Bangladesh and Advocate Ashik Al Imran Hillol moved the case on behalf the complainant.


ঘুষ গ্রহন , থানা হাজতে নির্যাতন এবং নির্যাতন পরবর্তী অবহেলায় মৃত্যুর অভিযোগে ৯ কারা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে নওগাঁ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের । 

গ্রেফতারী ও বাড়ীর মালামাল ক্রোক পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার ও তার বাড়ীর মালামাল ক্রোক না করার শর্তে নওগাঁ জেলার বদলগাছী থানা কর্তৃক নিয়মিত ঘুষ গ্রহন, পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের চাপের মুখে গ্রেফতার করতঃ থানায় নিয়ে আসামীকে অমানবিক ও বর্বোরচিত নির্যাতন এবং নির্যাতন পরবর্তী মুমূর্ষু রোগীর পায়ে ডান্ডা বেরী, হাতে হ্যান্ড কাফ ও মাজায় মোটা রশি দিয়ে বেঁধে রেখে অবহেলায় মৃত্যুর অভিযোগে মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর সহযোগীতায় মৃত ভিক্টিমের স্ত্রী মোছাঃ আফরোজা খাতুন নওগাঁ জেলা কারাগারের সুপারিনটেডেন্ট মোঃ আনোয়ারুজ্জামান, জেলার মোঃ ফারুক আহমেদ, বদলগাছী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজুল হক ও বর্তমান সেকেন্ড অফিসার এস আই রফিকুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে আজ ২১মার্চ, ২০১২ ইং তারিখ রোজ বুধবার নওগাঁ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  আমলী আদালত-০৫ এ বাংলাদেশ দন্ড বিধির ১৬১/১৬৪/৩২৩/৩২৪/৩০৪ (ক)/৩৪/৫০৬ ধারায় সি আর ৩৪ (বদল)/২০১২ মামলা দায়ের করে।

মামলার অভিযোগে প্রকাশ, ঢাকা মহানগরীর শাহবাগ থানায় দায়েরকৃত একটি প্রতারনা মামলায় গ্রেফতার ও বাড়ীর মালামাল ক্রোক না করার শর্তে নওগাঁ জেলার বদলগাছী থানার এ এস আই রবিউল ইসলাম, সেকেন্ড অফিসার এস আই মোঃ রফিকুল ইললাম, এস আই তৌহিদুল আলম, এস আই কারিবুল হাসান, সিপাহী আব্দুর রাজ্জাকসহ অপরিচিত বেশ কয়েকজন পুলিশ সদস্য ভিক্টিম আব্দুল বারিক দুলু ও তার স্ত্রী মোছাম্মৎ আফরোজা বেগমের নিকট থেকে নিয়মিত ঘুষ গ্রহন করেন। অবশেষে, গত ১৬ ডিসেম্বর ২০১১ ইং তারিখে এ এস আই রবিউল ইসলাম ভিক্টিমকে গ্রেফতার ও বাড়ীর মালামাল ক্রোক না করার শর্তে অত্র মামলার বাদীনি মোছাম্মৎ আফরোজা খাতুনের নিকট থেকে ২০,০০০/-টাকা ঘুষ দাবী করলে গত ১৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখে বদল্গাছী থানাধীন মিঠাপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুল জলিলের মাধ্যমে বাদীনি ৫,০০০/- টাকা ঘুষ প্রদান করেন এবং পরবর্তী ২ মাস ভিক্টিমকে গ্রেফতার বা বাড়ীর মালামাল ক্রোক না করার শর্তে আসামী আরও ৫০,০০০/-টাকা ঘুষ দাবী করলে বাদীনি গত ২৮ /১২/১১ ইং তারিখে ২০,০০০/- ঘুষ প্রদানের কথা স্বীকার করেন।

ইতোমধ্যে উর্ধতন কর্তৃপক্ষের চাপে গত ২০/১২/১১ ইং তারিখ আনুমানিক সকাল ১১.০০ ঘটিকার সময় পুলিশ ভিক্টিম আব্দুল বারী দুলুকে গ্রেফতার করে বদলগাছী থানায় নিয়ে থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফাহফুজুল হক, বর্তমান সেকেন্ড অফিসার এস আই রফিকুল ইসলাম, এস আই তৌহিদুল আলম, এস আই কারিবুল হাসান ও সিপাহী আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা পুলিশ সদস্য রাতভর ইলেক্ট্রিক শক, লাথি, ঘুসি, লাঠি দিয়ে পায়ের পাতায় পেটানোসহ পা দিয়ে পাড়ায়ে ভিক্টিমকে নির্যাতন করে। এক পর্যায়ে ভিক্টিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শুধু খাবার স্যালাইন খাওয়ায়ে হাজতখানার মেঝেতে ফেলে রাখে। পরদিন ২১/১২/২০১১ ইং তারিখ সকালে মোবাইল ফোনে বাদীনি ভিক্টিমের অসুস্থাতার খবর পেয়ে থানায় উপস্থিত হলে আসামী এস আই কারিবুল হাসান তাকে থানার এক পার্শে ডেকে নিয়ে ভিক্টিমের চিকিত্সার জন্য ২০,০০০/- টাকা ঘুষ দাবী করেন। ভিক্টিম ঐ সময় তা প্রদানে অপারগ হওয়ায় দুজন সিপাহী ভিক্টিমকে পাঁজা কোলে করে প্রিজনভ্যানে তুলে বদলগাছি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগে চিকিত্সা শেষে নওগাঁ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট হাজতে ফেলে রাখে। পরর্বর্তীতে কোর্ট পুলিশ পাঁজা কোলে করে ভিক্টিমকে সংশ্লিষ্ট আদালতে উপস্থিত করলে বিজ্ঞ আদালত ভিক্টিমকে উন্নত চিকিত্সার মৌখিক নির্দেশসহ তাকে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেন।

নওগাঁ জেলা কারাগার কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে ভিক্টিমের উন্নত চিকিত্সা প্রদানের কোন ব্যবস্থা না করে কারা হাসপাতালে ভর্তি করেন এবং ২১/১২/১১ ইং তারিখ দিবাগত রাতে ভিক্টিমের শারীরিক অবস্থা চরম অবনতি ঘটলে তাকে কারা ফার্মাসিস্ট চিকিত্সা প্রদান করেন। কিন্তু তাতে ভিক্টিমের শারীরিক অবস্থার কোন উন্নতি না হলেও জেল কর্তৃপক্ষ সেদিন রাতে ভিক্টিমকে কারাগারের বাইরে অন্য কোথাও উন্নত চিকিত্সার ব্যবস্থা না করে পরদিন ২২/১২/১১ ইং তারিখ সকালে মুমূষু রোগীকে পায়ে ডান্ডা বেরী, হাতে হ্যান্ড কাফ ও মাজায় মোটা রশি বেঁধে নওগাঁ সদর হাসপতালে ভর্তি করেন। সেখানে চরম অস্বাস্থ্যকর পরিবেশে অচেতন ভিক্টিম তার পোশাকে প্রসাব-পায়খানা করলেও তা পরিস্কারের জন্য পাহাড়ারত জেল পুলিশের নিকট অনুনয় বিনয় করলেও বাদীনিকে তা করতে দেওয়া হয় নি। অবশেষে ২২/১২/১১ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় অসুস্থ ভিক্টিম পায়ে ডান্ডা বেরী, হাতে হ্যান্ড কাফ ও মাজায় মোটা রশি বাঁধা অবস্থায় চিকত্সা অবহেলায় মৃত্যু বরণ করেন।

ঘটনাটি মানবাধিকারের চরম লংঘন এবং ঘটনা সম্পর্কে পত্রিকায় খবর প্রকাশিত হলে মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্টাতা মহাসচিব এডভোকেট শাহানুর ইসলাম এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট্য একটি তথ্যানুসন্ধান দল বিষয়টি সম্পর্কে সরেজমিনে তথ্যানুসন্ধন করেন। এসময় ঘটনা সম্পর্কে অভিযুক্তদে বক্তব্য গ্রহনকালে বদলগাছী থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ রফিকুল ইসলাম ভিক্টিম ও বাদিনির নিকট থেকে ঘুষ গ্রহনের বিষয়টি অকপটে স্বীকার করে আসামীর নিকট থেকে চা, বিড়ি, সিগারেট ও মোটর সাইকেলের জালানী তেল ক্রয়ের জন্য টাকা নিলে দোষের কিছু নেই বলে প্রকাশ করেন এবং বর্নিত ঘটনা নিয়ে ভবিষ্যতে আর বাড়াবাড়ি না করার জন্য এডভোকেট শাহানুর ইসলামকে হুমকি প্রদান করেন।

বাদীনি মোছাম্মৎ আফরোজা বেগম একজন মহিলা, নিতান্ত গড়ীব, অসহায় ও অস্বচ্ছল হওয়ায় ঢাকা মহানগরীর কাকরাইলস্থ  মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর সার্বিক সহায়তার বাদীনি আজ অত্র মামলাটি দায়ের করেন।

নওগাঁ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-০৫ এর বিজ্ঞ হাকিম আবু বাছেদ মোঃ বুলু মিয়া বাদীনির বক্তব্য রেকর্ড করে ভিক্টিমের  মৃত্যু সংক্রান্তে অতীতে কোন ইউ ডি মামা দায়ের হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন প্রেরনের জন্য নওগাঁ সদর থানাকে আদেশ প্রদান করেন। একই সাথে আগামী ১৩ মে ২০১২ ইং তারিখে অত্র মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করবেন জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব এডভোকেট শাহানুর ইসলাম ও নওগাঁ বারের সদস্য মোঃ আশিক আল ইমরান হিল্লোল এবং মামলা দায়েরে সার্বিক সহযোগীতা করেন জাস্টিসমেকার্স বাংলাদেশ এর উপদেষ্ঠা মোহাম্মদ জাহাংগীর আলম ।

You are requested to visit the following links to read news published in difference English and Bengali news media regarding the case:









No comments:

Post a Comment