Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Sunday, February 10, 2013

Human rights advocate has physically been harassed at Mohammadpur police station

Dhaka: April 03, 2012
Shahanur Islam, founding secretary general of JusticeMakers Bangladesh and also advocate of Bangladesh Bar Council and member of distrcit Bar Association, Dhaka and Naogaon has tried to been arrest after physically harassment at Mohammadpur police station under Dhaka Metropolitan Police (DMP) by the then duty officer and sub inspector Mr. Yusuf on
April 03, 2012 while Mr. Islam went to the said police station for registering a general diary (GD) regarding threats received by him to withdraw the case filed with the learned judicial magistrate court in Naogaon district against nine prison and police officials alleging to take bribe and death due to negligence after torture at police custody.

On April 03, 2012 around at 7.30 pm Mr. Islam along advocate Mohammd Alamgir, founding vice chairman of JusticeMakers Bangladesh and also member of Bangladesh Bar Council and Dhaka Bar Association went to the said police station to file a general diary regarding the said matter. Then, Mr. Islam submited a written statement to the duty officer Mr. Yusuf for register a general diary describing about his current threats. But the duty office threw the paper opposite side of his table mentioning he would not register any general diary regarding taking bribe, torture and death due to negligence. Then, Mr. Islam requested him to again read the whole statement carefully. At this stage Mr. Yusuf calling to Mr. Islam “beyadop” became angry as fire again rejecting to register the general diary. Then Mr. Islam asked him to give written statement for rejection to register the GD. Suddenly Mr. Yusub being violent jumped one side of his table from his chair and grabbed the color of the shirt of Mr. Islam and tried to put him in too the lock up of the said police station. In this time Advocate Mohammad Alamgir managed the duty officer not not put Mr. Islam in to the lock up humbly requesting him. Then the duty officer register the general diary being Mohammadpur police station GD number 261 dated 03.04.12 and  assigned to Sub inspector Afjal Hossain to investigate the incident of general diary.


Later, Officer in Charge (OC) of Mohammadpur police station confessed about the involvement of such heinous incident by the duty officer and apologized on behalf of the alleged police officer in presence of Mohd Jahangir Alam, adviser of JusticeMakers Bangladesh and also chief of crime division, united news of Bangladesh (UNB).

JusticeMakers Bangladesh deeply concerned over physical harassment of Mr. Islam by the police official of Mohammadpur police station and demanded prompt action against the alleged perpetrators after a judicial enquiry as well as ensures the adequate physical integrity of Mr. Shahanur Islam and JusticeMakers team.

মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক মানবাধিকার আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্চনাপূর্বক গেফতারের চেষ্টা

ঘুষ গ্রহন, নির্যাতন ও নির্যাতন পরর্বর্তী অবহেলায় মৃর্ত্যুর অভিযোগে নওগাঁ জেল সুপারিনটেডেন্ট, জেলার  ও বদলগাছী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নয় কারা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি প্রদানকারী এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ এর মোহাম্মদপুর থানায় সাধারন ডায়েরী (জিডি) করতে গেলে উক্ত থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর ইউসুফ কর্তৃক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্টাতা মহাসচিব, বাংলাদেশ বার কাউন্সিল ও ঢাকা বার এসোশিয়েশনের সম্মানিত সদস্য এডভোকেট শাহানুর ইসলামকে শারীরিকভাবে লাঞ্চনাপুর্বক গ্রেফতাররের চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত জাস্টিসমেকার্স বাংলাদেশ এর সম্মানিত সহসভাপতি বাংলাদেশ বার কাউন্সিল ও ঢাকা বার এসোশিয়েশনের সম্মানিত সদস্য এডভোকেট মোহাম্মদ আলমগীর এর হস্তক্ষেপে তাঁকে ছেড়ে দেন এবং সাধারন ডায়েরী নথিভুক্ত করেন। পরবর্তীতে, জাস্টিসমেকার্স বাংলাদেশ এর সম্মানিত উপদেষ্টা ও নিউজ এজেন্সী ইউ এন বি এর প্রধান ক্রাইম রিপোর্টার মোহাম্মদ জাহাংগীর আলম এর উপস্থিতিতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে দায় এড়ানোর চেষ্টা করে।


ঘটনায় প্রকাশ, গতকাল ০৩ এপ্রিল ২০১২ ইং তারিখ আনুমানিক রাত ৭.৩০ ঘটিকার সময় এডভোকেট শাহানুর ইসলাম ও এডভোকেট মোহাম্মদ আলমগীর একটি সাধারন ডায়েরী (জি ডি) নথিভুক্ত করার জন্য ঢাকা মহানগর পুলিশ এর মোহাম্মদপুর থানায় যান। সেখানে কর্তব্যরত ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর ইউসুফকে লিখিতভাবে বিষয়টি প্রদান করে তা জিডি হিসেবে নথিভুক্ত করার অনুরোধ করলে তিনি সম্পুর্ন বিষয়টি না পড়ে পুলিশ কর্তৃক ঘুষ গ্রহন, নির্যাতন ও নির্যাতন পরবর্তী অবহেলায় মৃর্ত্যুর বিষয়ে কোন সাধারন ডায়েরী নথিভুক্ত করতে পারবেন না বলে লিখিত কাগজটি টেবিলে অপর পাশে ছুড়ে ফেলেন। এসময় এডভোকেট শাহানুর তাঁকে আবারো বিষয়টি ভালভাবে পড়ার অনুরোধ করলে তিনি রাগান্বিত হয়ে এডভোকেট শাহানুরকে বেয়াদপ বলে চলে যেতে বলেন। তখন এডভোকেট শাহানুর জিডি টি নথিভুক্ত করতে পারবেন না মর্মে লিখিত দিতে অনুরোধ করলে তিনি তার চেয়ার থেকে লাফিয়ে উঠে টেবিলের সাইডে এসে এডভোকেট শাহানুরের জামার কলার ধরে তাকে টানতে টানতে লকাপে ঢুকানোর চেষ্টা করেন। এসময় এসময় ঘটনাস্থলে উপস্থিত এডভোকেট মোহাম্মদ আলমগীর তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে কিছুক্ষন পর তাঁকে ছেড়ে দেন এবং পরবর্তীতে মোহাম্মদপুর থানার সাধারন ডায়েরী নং ২৬১ তাং- ০৩/০৪/২০১২ নথিভুক্ত করে এস আই আফজাল হোসেনকে তদন্তভার অর্পন করেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে এডভোকেট শাহানুর ইসলাম জাতীয় মানবাধিকার কমিশন ও ঢাকা বার এসোশিয়েশন বরাবর পৃথক দুটি আবেদন করেছেন।

বিষয়টি মানবাধিকারের লংঘন ও একজন আইনজীবী ও মানবাধিকার কর্মীর পেশাগত স্বাধীনতার প্রতি হুমকিস্বরুপ এবং অভিযুক্ত পুলিশ অফিসার কোনভাবে দায় এড়িয়ে যেতে পারে না বলে জাস্টিসমেকার্স বাংলাদেশ মনে করেন। জাস্টিসমেকার্স বাংলাদেশ ঘটনাটির নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার জোড় দাবী জানাচ্ছে।