Bangladeshi human rights organization JusticeMakers Bangladesh has expressed deep concern and aggrieved over the killing of the sexual minority transgender community people in Rangpur, northern part of Bangladesh.
At the same time, JusticeMakers Bangladesh has demanded that to give exemplary punishment to the criminal involved in the brutal murder of the transgender woman after quick and impartial investigation.
According to the news published on the online newspaper KTV.com on October 11, 2022, it is known that on the morning of October 9, Pirganj police station recovered the dead body of a transgender woman lying in the Patal field of Laldighi after receiving the information of killing.
It is known that Nahid alias Joyeey Akter Nagini (20) is a resident of Panchil village of Panchbibi Upazila of Joypurhat. She lives in Pirganj as she is a transgender woman (third gender). At one stage of living her in Pirganj, she introduced with Sajal Chandra Sarkar, the helper of Laguna car, son of Dilip Chandra Sarkar of Rampura village in Pirganj. Gradually they are fall in love each other and Sajal got verbally married to Nagini in 2 years ago and they kept their marriage in secret.
About 3-4 months ago, when Sajal asked her to forget him, Nagini stabbed herself in the stomach and tried to commit suicide. On the afternoon of October 7, Nagini came to Pirganj bus stand and took Sajal with her. That night they sat on a potl land at Laldighi and talked about their future. One time, Sajal asked her to forget him and an argument ensued. Suddenly, Sajal strangled Nagini's throat with his waist belt and left the body after killing her.
The police arrested Sajal for his alleged involvement in the murder and recovered the belt and mobile phone used by deceased. Later, Sajal initially confessed to the murder and he was produced to Rangpur court on Monday.
Deceased Nagini’s father Hafizul Islam filed a murder case against the unknown accused with the concerned police station on Sunday night. He said, Nahid alias Nagini used to read girls' clothes from childhood. Later she left home and came to Pirganj.
Founder Secretary General of JusticeMakers Bangladesh and prominent lawyer and human rights activist Advocate Shahanur Islam has protested the killing of sexual minority transgender woman by her husband in Rangpur and has strongly demanded to submit charge sheet with the learned court after quick and proper investigation of the Nagin murder case .
At the same time, Advocate Shahanur Islam has called for exemplary punishment to be given to the person involved in the murder of trans woman Nagini through a speedy, impartial and transparent trial.
Advocate Shahnur Islam believes that the aforesaid killing is not an isolated incident in Bangladesh, rather it is only a small part of the ongoing discrimination, murder, assault and human rights violations against people of the LGBT community, including transgenders in all around the country.
Advocate Shahanur Islam also feels that although the Bangladesh government has taken some social rehabilitation initiatives by recognizing transgender as the third gender, but those are not sufficient and effective at all.
Moreover, Advocate Shahanur Islam thinks that LGBT community people including transgenders are constantly subjected to various human rights violations including discrimination from family to society and from society to state. But most of them remain invisible to the public due to social unacceptability and intolerance.
রংপুরে যৌন সংখ্যালঘু হিজরা হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ।
রংপুরে যৌন সংখ্যালঘু হিজরা সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।
একই সাথে উক্ত হিজড়াকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িত অপরাধীকে বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে জাস্টিসমেকার্স বাংলাদেশ।
গত ১১ অক্টোবর ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে অনলাইন পত্রিকা কেটিভি ডট কম এ প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় 9 ৯ অক্টোবর রোববার সকালে পীরগঞ্জ থানা পুলিশ ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে লালদীঘির পটলের ক্ষেতে পড়ে থাকা এক হিজড়ার লাশ উদ্ধার করে।
জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচইল গ্রামের বাসিন্দা নাহিদ ওরফে জুই আক্তার নাগিনী (২০)। সে হিজড়া (তৃতীয় লিঙ্গ) হওয়ায় পীরগঞ্জে বসবাস করে। একপর্যায়ে পীরগঞ্জের রামপুরা গ্রামের দিলীপ চন্দ্র সরকারের ছেলে লেগুনা গাড়ির হেলপার সজল চন্দ্র সরকারের সঙ্গে তার পরিচয় হয়। ২ বছর আগে নাগিনীর সঙ্গে সজলের মৌখিকভাবে বিয়ে হয় এবং তারা তাদের বিয়ের কথা গোপন রাখে।
প্রায় ৩-৪ মাস আগে সজল তাকে ভুলে যেতে বললে নাগিনী নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করে। এরপর তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত ৭ অক্টোবর বিকালে নাগিনী পীরগঞ্জ বাসস্ট্যান্ডে এসে সজলকে সঙ্গে নেয়। ওই রাতে তারা লালদীঘি নামক স্থানে একটি পটলের জমিতে বসে গল্প করার সময় সজল তাকে ভুলে যেতে বললে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সজল তার কোমরের বেল্ট দিয়ে নাগিনীর গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।
পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সজলকে আটক করে এবং বেল্ট ও হিজড়ার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। পরে সজল প্রাথমিকভাবে হত্যা করার কথা স্বীকার করে। সোমবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রোববার রাতে ওই হিজড়ার বাবা হাফিজুল ইসলাম থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি বলেন, আমার চার ছেলেমেয়ের মধ্যে নাহিদ তৃতীয়। ছোটবেলা থেকেই সে মেয়েদের পোশাক পড়ত। পরে সে বাড়ি ছেড়ে পীরগঞ্জে আসে।
জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত রংপুরে স্বামীর হাতে হিজড়া হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং হিজড়া নাগীন হত্যাকাণ্ডের দ্রুত তদন্তপূর্বক অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দায়েরের জোড় দাবী জানিয়েছেন। একই সাথে দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারের মাধ্যমে হিজড়া নাগীন হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিকে বিচারপূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানিয়েছেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত।
অ্যাডভোকেট শাহনূর ইসলাম সৈকত মনে করেন উল্লেখিত হত্যার ঘটনা বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সারা বাংলাদেশে দেশে ট্রান্সজেন্ডার সহ এলজিবিটি সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাপকভাবে চলমান বৈষম্য, হত্যা, আঘাত ও মানবাধিকার লংঘন বিষয়ের একটি ক্ষুদ্র অংশ মাত্র।
অ্যাডভোকেট শাহানুর ইসলাম আরও মনে করেন যদিও বাংলাদেশ সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়ে সামাজিকভাবে পুনর্বাসনের কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু তা মোটেও যথেষ্ট ও কার্যকর নয়।
তাছাড়া, পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র সর্বত্র হিজড়া সহ এলজিবিটি সম্প্রদায়ের ব্যক্তি প্রতিনিয়ত বৈষম্যসহ বিভিন্ন ধরণের মানবাধিকার লঙ্ঘনের শিকার হলেও সেসবের অধিকাংশ সামাজিক অগ্রহণযোগ্যতা ও অসহিষ্ণুতার কারণে জনসম্মুখের অগোচরে রয়ে যাচ্ছে বলে অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত মনে করেন।
============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.
No comments:
Post a Comment