Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Monday, December 26, 2022

Statement: JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur.

Bangladeshi human rights organization JusticeMakers Bangladesh has expressed deep concern and protest over the abduction and torture of two sexual minority transgender women in Meherpur.

JusticeMakers Bangladesh strongly demanded to ensure exemplary punishment by bring the accused criminal before the book after a quick and impartial investigation.

According to the news published in the online edition of Daily Manabzamin newspaper today on 26th December 2022 AD, it is known that two transgender women named Sandhya and Rubina were abducted from Shyampur under Meherpur Sadar Upazila and subjected to inhumane torture due to previous enmity of Hijra community. The police rescued them unconscious and admitted to Meherpur 250-bed general hospital.

The abduction took place in Shyampur village of Meherpur Sadar Upazila on Monday, December 18. A written complaint has been filed at Meherpur Sadar Police Station in this regard.

It is known that on Monday morning, three sexual minority transgender women Surbhi, Sandhya and Rubina went to Shyampur village of Meherpur Sadar Upazila. Soon after Surbhi, Sandhya and Rubina reach Shyampur village, they are ambushed by a group of 10/12 hijras including Rekha, Sohagi, Shimran, Subarna, Lata, Shipan. At that time the attackers beat Surbhi, Sandhya and Rubina and kidnapped Sandhya and Rubina.

On hearing the news of torture and abduction, Meherpur Hijra Guruma Seema Hijra led other Hijras went to Meherpur Sadar Police Station and lodged a complaint.

Meanwhile, at the request of the Meherpur Sadar police station, Chuadanga police rescued Sandhya and Rubina in an unconscious state from the Satgar area of ​​Chuadanga and sent them to Meherpur.

Founder Secretary General of JusticeMakers Bangladesh and prominent lawyer and human rights activist Advocate Shahanur Islam has strongly condemned and protested the kidnapping and torture of two sexual minority transgender women in Meherpur.

In addition, Advocate Shahanur Islam has demanded that criminal cases be immediately filed against the accused hijras involved in the incident and that they be quickly arrested and given exemplary punishment after prompt and transparent trial.

Advocate Shahanur Islam also appealed to the state to provide proper treatment and compensation to the victimized transgender women.

Advocate Shahanur Islam believes that the kidnapping and torture of two transgender women in Meherpur is not an isolated incident in Bangladesh. Rather, this is a small part of the discrimination, deprivation, murder, kidnapping, injuries and various basic human rights violations committed against transgender women and homosexual minorities across the country.

Advocate Shahanur Islam believes that the discrimination, deprivation, torture and other human rights violations that transgender people are constantly suffering from, from family to society, from society to workplace and the state and due to social unacceptability and intolerance, most of those incidents remain invisible to the public.

Finally, Advocate Shahanur Islam made a strong demand for the repeal of Section 377 of the Penal Code and the enactment of a Homosexual Protection Act after providing constitutional recognition to sexual minority homosexual’s people.

With Best Regards


Advocate Shahanur Islam
Founder Secretary General
JusticeMakers Bangladesh
Cell: 01720308080




বিজ্ঞপ্তিঃ মেহেরপুরে যৌন সংখ্যালঘু রুপান্তরকামী নারীকে অপহরণ ও নির্যাতন করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ।

মেহেরপুরে যৌন সংখ্যালঘু দুই রূপান্তরকামী নারীকে অপহরনপূর্বক নির্যাতনের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

উক্ত ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক অভিযুক্ত অপরাধীকে বিচারে সোপর্দ করে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

আজ ২৬ শে ডিসেম্বর ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে দৈনিক মানবজমিন পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, হিজড়া সম্প্রদায়ের পূর্ব শত্রুতা জের ধরে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর থেকে সন্ধ্যা ও রুবিনা নামের দুই রুপান্তরকামী নারীকে কে অপহরণ করে অমানবিক নির্যাতন করা হয়েছে। অচেতন অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

গত ১৮ ডিসেম্বর সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে এই অপহরনের ঘটনা ঘটে। এ ঘটনাই মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

জানা গেছে প্রতিদিনের ন্যায় সোমবার সকালের দিকে মেহেরপুর গোহাট পাড়ার বাসিন্দা রুপান্তরকামীনারী সুরভী, সন্ধ্যা ও রুবিনা মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে নিজেদের কাজে রওনা দেন।

সুরভী, সন্ধ্যা ও রুবিনা শ্যামপুর গ্রামে পৌছার পরপরই রেখা, সোহাগী, শিমরান, সুবর্ণা, লতা, শিপন সহ ১০/১২ জনের একটি হিজড়ার দল তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা সুরভী, সন্ধ্যা ও রুবিনাকে মারধর করে সন্ধ্যা ও রবিনাকে অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে মেহেরপুরের হিজরার গুরুমা সীমা হিজড়ার নেতৃত্বে অন্যান্য হিজড়ারা মেহেরপুর সদর থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন।

এদিকে বিকেলের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের অনুরোধে চুয়াডাঙ্গা পুলিশ চুয়াডাঙ্গার সাত গাড়ি এলাকা থেকে সন্ধ্যা ও রুবিনা কে অচেতন অবস্থায় উদ্ধার করে মেহেরপুরে পাঠিয়ে দেন।
 অচেতন অবস্থায় সন্ধ্যা এবং রুবিনা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত মেহেরপুরে দুইজন যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু রুপান্তরকামী নারীকে অপহরণপূর্বক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

পাশাপাশি উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্ত হিজড়াদের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা দায়ের করে তাদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত।

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত ভুক্তভোগী যৌন সংখ্যালঘু রুপান্তরকামী নারীদ্বয়ের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের জন্য রাষ্ট্রের প্রতি উদাত্ত্ব আহবান জানিয়েছেন।

অ্যাডভোকেট শাহনূর ইসলাম সৈকত মনে করেন মেহেরপুরে যৌন সংখ্যালঘু রূপান্তরকামী দুই নারীকে অপহরণপূর্বক নির্যাতনের ঘটনা কোন বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং সারাদেশে রুপান্তরকামী নারীসহ যৌন প্রবৃত্তিগত সমকামী সংখ্যালঘুর প্রতি সংঘটিত বৈষম্য, বঞ্চনা, হত্যা, অপহরণ, আঘাতসহ নানবিধ মৌলিক মানবাধিকার লংঘনের একটি ক্ষুদ্র অংশ মাত্র।

সমগ্র বাংলাদেশে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে কর্মস্থল ও রাষ্ট্র সর্বত্র রুপান্তরকামীসহ যৌন প্রবৃত্তিগত সমকামী সম্প্রদায়ের ব্যক্তিরা প্রতিনিয়ত যেসকল বৈষম্য, বঞ্চনা, নির্যাতনসহ বিভিন্ন ধরণের মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে, সামাজিক অগ্রহণযোগ্যতা ও অসহিষ্ণুতার কারণে সেসব ঘটনার অধিকাংশ জনসম্মুখের অগোচরে রয়ে যাচ্ছে বলে অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত মনে করেন।

পরিশেষে, অ্যাডভোকেট শাহানূর ইসলাম যৌন সংখ্যালঘু সমকামী ব্যক্তিদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে দন্ডবিদির ৩৭৭ ধারা বাতিল ও তাদের সুরক্ষা প্রদানের জন্য সমকামী সুরক্ষা আইন প্রণয়নের জোড় দাবী জানিয়েছেন।


ধন্যবাদান্তে-




অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
প্রতিষ্ঠাতা মহাসচিব
জাস্টিসমেকার্স বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭২০৩০৮০৮০
ইমেইলঃ justicemakersbd@gmail.com

============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment