Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***
Showing posts with label TRANSGENDER. Show all posts
Showing posts with label TRANSGENDER. Show all posts

Sunday, April 7, 2024

Statement: JMBF Strongly Condemns Conviction of Transgender Individuals in Dhaka, Demands Immediate Release

Paris, France; April 7, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) strongly condemns the recent conviction and imprisonment of five individuals from the transgender/third gender/hijra community on charges of extortion and public disturbance at Hazrat Shahjalal International Airport, Dhaka, on April 6, 2024.

France-based Rights Organization JMBF believes that this action, aimed at the sexual minority transgender/hijra/third gender community, will exacerbate the marginalization of an already vulnerable group in society and perpetuate harmful stereotypes, failing to address the root causes of their alleged behavior and activities.

Wednesday, April 3, 2024

Statement: JMBF Condemns Brutal Murder of Transgender Reshma Khatun, Calls for Swift Action and Legal Reforms

Paris, France; April 03, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses deep concern over the brutal murder of Reshma Khatun (25), a third-gender individual, whose decomposed body was discovered in March 2024 in the Kagajpukur graveyard of Benapole Port Police Station in Jessore, Bangladesh.

The France-based rights organization calls for the swift identification and apprehension of those responsible for this heinous act through a prompt, impartial, and transparent investigation, followed by exemplary punishment after a fair trial.

According to news published in various newspapers in Bangladesh, it has been learned that the police recovered the decomposed body of Reshma Khatun (25), a third gender individual, from the Kagajpukur graveyard of Benapole Port Police Station in Jessore.

Monday, February 26, 2024

STATEMENT: JMBF Condemns Discriminatory Actions Against LGBT Individuals by Major Political Parties in Bangladesh

Paris, France; February 26, 2024: The France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) expresses deep concern over recent discriminatory actions against transgender and homosexual individuals, as well as the propagation of hate speech against homosexuality in Bangladesh by major political parties, including the ruling party Bangladesh Awami League, the main opposition party Bangladesh Nationalist Party (BNP), Jatio Party, and the Islamic-religion-based political party Islami Andolon Bangladesh.

According to reports published in various Bangladeshi newspapers, on February 4th, the Opposition Chief Whip of the National Parliament in Bangladesh and Jatiya Party General Secretary, Mujibul Haque Chunnu, demanded the removal of two lines from a seventh-grade textbook, claiming they were controversial with Islam. He argued that the inclusion of transgenderism in the textbook was solely aimed at creating social chaos by undermining traditional social values. 

Wednesday, January 24, 2024

STATEMENT: JMBF Expresses Grave Concerns Over the Misinformation Campaign Against the Positive Inclusion of Third-Gender Portrayal in Textbooks.

Paris, France; January 24, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) vehemently condemns the recent actions and statements made by Mr. Asif Mahatab Utsho, a former teacher at BRAC University. The incident, which involves false propaganda against the positive portrayal of third gender issues and spreading misinformation about homosexuality in Bangladesh and Europe, along with the subsequent tearing up of Class Seven textbook pages, is highly concerning and goes against the principles of responsible academic discourse.

Tuesday, December 26, 2023

STATEMENT: JMBF Condemns Cancellation of Transgender Quota at Dhaka University and Attacks on Transgender Candidates in Rangpur

Paris, France; December 26, 2023: France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) expresses grave concern and protests over the announcement of the cancellation of the transgender quota set by Dhaka University authorities in undergraduate education, in response to the movement by reactionary Muslim students. JMBF also condemns the attack on Anwara Islam Rani, a transgender independent candidate in the Rangpur-3 constituency during the 12th national election.

JMBF believes that despite being part of the backward and neglected groups in society, the cancellation of the transgender quota by Dhaka University authorities, influenced by the reactionary Muslim students' movement, and the incident of the attack on Anwara Islam Rani, an independent candidate in Rangpur-3 constituency during the 12th National Assembly elections by the leaders and activists of the Jatiya Party, a self-proclaimed opposition party in the Jatiya Sangsad, is a clear violation of Bangladesh's supreme law, the Constitution, and the universal human rights declared by the United Nations.

প্রেস বিবৃতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষাক্রমে ট্রান্সজেণ্ডার কোটা বাতিল এবং রংপুরে জাতীয় সংসদ সদস্য পদপার্থী ট্রান্সজেণ্ডার নারীর উপর হামলার ঘটনায় জেএমবিএফ গভীরভাবে উদ্বিগ্ন!

প্যারিস,ফ্রান্স;২৬ ডিসেম্বর ২০২৩: প্রতিক্রিয়াশীল মুসলিম ছাত্র ছাত্রীদের আন্দোলনের মূখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে নির্ধারিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের ঘোষণা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ট্রান্সজেন্ডার নারী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর উপর আক্রমণের ঘটনায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।

সমাজের পশ্চাদপদ অবহেলিত জনগোষ্ঠির অংশ হওয়া স্বত্তেও শুধুমাত্র যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হওয়ায় প্রতিক্রিয়াশীল মুসলিম ছাত্র ছাত্রীদের আন্দোলনের মূখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে নির্ধারিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের ঘোষণা এবং বর্তমান সরকারের সহযোগী ও জাতীয় সংসদের তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির নেতা কর্মীদের দ্বারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রান্সজেন্ডার নারী আনোয়ারা ইসলাম রানীর উপর আক্রমণের ঘটনা বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান ও জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকারের সুস্পষ্ট লংঘন বলে জেএমবিএফ মনে করে।

Sunday, November 26, 2023

Statement: JMBF expresses deep concern about the restriction of a transgender woman from participating in the Women's Career Carnival as a speaker at North South University.

Paris, France; November 26, 2023: The France-based human rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), has expressed profound concern and protest over the cancellation of the scheduled session featuring Bangladeshi transgender woman Ho Chi Minh Islam as a speaker at the Women's Career Carnival. The cancellation was reportedly influenced by pressure from conservative student groups at North South University. JMBF believes that the discriminatory treatment of Ho Chi Minh Islam, solely because she is a transgender woman, is a blatant violation of Bangladesh's Supreme Law Constitution and the universal human rights declared by the United Nations.

Based on various reliable sources, JMBF has learned that on November 24-25, 2023, two organizations, Heroes for All and ISOSHAL, organized the Women's Career Carnival at the North South University campus. The event aimed to empower women through networking, learning, and professional development. Transgender woman and rights activist Ho Chi Minh Islam was scheduled to participate as a speaker in a session on the afternoon of November 24. Her speech was intended to address the inclusion of marginalized communities in the workforce and the creation of an inclusive environment for their work.

Sunday, October 22, 2023

Statement: JMBF Demands Prompt Justice for Murder of Self-Identified Transgender Drummer in Bangladesh

Paris, France; October 22, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF), a France-based human rights organization, is deeply concerned about the brutal murder of Babul Mridha (60), a drummer in a transgender Hijra group, in Naria upazila under the Shariyatpur district in Bangladesh.

JMBF demands that the perpetrators be brought to justice under the law by identifying and apprehending those responsible for this heinous act through a prompt, impartial, and transparent investigation and trial.

Sunday, September 17, 2023

সলঙ্গায় শিক্ষক পুত্র কর্তৃক হিজড়াকে বিয়ে: ৭০ হাজার টাকায় রফা!

এনামুল হক: সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় শিক্ষক পুত্র অন্তর(১৭) কর্তৃক হিজড়াকে বিয়ে করার দীর্ঘ সময় পর পারিবারিক চাপের মুখে ৭০ হাজার টাকার বিনিময়ে রফাদফা পুর্বক তালাক দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়াগেছে।

 এদিকে হিজড়াকে বিয়ে ও পরবর্তী তালাক দেওয়ার ঘটনাটি এযাবতকাল চাপা থাকলেও তা এখন জনসম্মুখে ছড়িয়ে পড়েছে। অপরদিকে জনসম্মুখে ছড়িয়ে পড়া এঘটনাটি অতিগোপনীয়ভাবে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিসহ কতিপয় মাতব্বররা প্রায় ১৫দিন আগে সিরাজগঞ্জ রোডের পুর্ব-দক্ষিণ পাশে অবস্থিত দাদনপুর প্রিয় নীড়ে বসে সামাজিক শালিসের মাধ্যমে ৭০ হাজার টাকার বিনিময়ে রফাদফা পুর্বক নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে তালাক দিয়েছে।

Tuesday, August 15, 2023

STATEMENT: JMBF Condemns Harassment and Violence against Chapainawabganj Hijra Community

[Paris, France: August 15, 2023] - JusticeMakers Bangladesh in France (JMBF), a human rights organization based in France, expresses deep anguish and concern over the lack of criminal action against the accused individuals responsible for the harassment, demands for housing allowance, and attacks faced by the Hijra community in Chapainawabganj. Despite enduring these issues for two months, no substantial action has been taken against the perpetrators.

Sunday, August 13, 2023

STATEMENT:JMBF Demands Prompt Justice for Transgender Woman's Murder in Brahmanbaria

[Paris, France: August 13, 2023] JusticeMakers Bangladesh in France (JMBF), a France base non-profit organization dedicated to defending human rights and advocating for justice, expresses profound concern and sorrow over the tragic killing of Sohel Rana, a transgender woman known as Dustu, in Brahmanbaria, Bangladesh. This distressing incident underscores the pressing need for immediate action to combat discrimination and violence against the LGBTQ+ community, particularly transgender individuals, within the nation.

Sunday, March 5, 2023

JusticeMakers Bangladesh expresses concern over killing of transgender women in Gazipur

JusticeMakers Bangladesh, a renowned human rights organisation, has expressed grave concern over the recent stabbing of a transgender person in Gazipur on 19 February early morning.

In a statement released on 05 March 2023, the rights organisation condemned the brutal killing of Abdul Khalek and called for immediate action to bring the perpetrators to justice.

Thursday, January 19, 2023

STATEMENT: JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka

The Bangladeshi human rights organisation JusticeMakers Bangladesh has expressed its grave concern about the arrest of four transgender women from a wedding ceremony in Dhaka on 17 January 2023.

JusticeMakers Bangladesh has also urged the concerned authority to immediately release arrested transgenders as well as drop the charge brought against them.

Tuesday, January 10, 2023

JusticeMakers Bangladesh welcomes the decision of the learned Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka.

Human rights organization JusticeMakers Bangladesh has expressed its heartiest welcome for the recent decision of learned Metropolitan Magistrate Devdas Chandra Adhikari to acquit four transgender who were falsely accused of extortion.

Simultaneously, JusticeMakers Bangladesh demanded immediate and appropriate compensation for the arbitrary arrest and detention of those sexual minority transgender people in Bangladesh whose fundamental human rights were violated.

Monday, December 26, 2022

Statement: JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur.

Bangladeshi human rights organization JusticeMakers Bangladesh has expressed deep concern and protest over the abduction and torture of two sexual minority transgender women in Meherpur.

JusticeMakers Bangladesh strongly demanded to ensure exemplary punishment by bring the accused criminal before the book after a quick and impartial investigation.

Friday, November 11, 2022

তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা আসলে কত

হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের বিষয়ে পৃথিবীর অধিকাংশ সমাজই ভয়ানক কুসংস্কারে আচ্ছন্নছবি: প্রথম আলো

একটি অভূতপূর্ব প্রযুক্তি বিপ্লবের দ্বারপ্রান্তে উপনীত হয়েও মানুষের কাছে আজও তাঁর নিজ প্রজাতির লিঙ্গপরিচয় অস্পষ্ট। বিচিত্র লৈঙ্গিক বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের চিহ্নিত করতে পৃথিবীর প্রায় সব দেশেই কিছু আমব্রেলা টার্ম বা ‘ছাতা শব্দ’ ব্যবহৃত হয়।

দক্ষিণ এশিয়ার ‘হিজড়া’ আর পশ্চিমা দেশগুলোর ‘ট্রান্সজেন্ডার’ প্রকৃতপক্ষে এ ধরনের একেকটি ‘ছাতা শব্দ’। হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের বিষয়ে পৃথিবীর অধিকাংশ সমাজই ভয়ানক কুসংস্কারে আচ্ছন্ন। এর মূলে রয়েছে মানুষের লিঙ্গজ্ঞানের ঘাটতি।

Thursday, November 3, 2022

চট্টগ্রামে দিনের পিংকি হিজরা—রাতের মাদক সম্রাজ্ঞী

দিনের আলোয় তিনি সবার কাছে ‘হিজরা’। তবে রাত হলেই বদলে যায় তাঁর রূপ। তখন তিনি হয়ে যান ‘মাদক সম্রাজ্ঞী’। দীর্ঘদিন এভাবেই পুলিশের চোখে ধুলো দিয়ে ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি সেই ‘হিজরা পিংকি’র। ধরা পড়েছেন পুলিশের জালে। তাঁর ঘর থেকে ২ হাজার পিস ইয়াবাও উদ্ধার করেছে পুলিশ।

Sunday, October 23, 2022

স্কুলে গেলে সহপাঠীরা হাফ লেডিস বলত

তৃতীয় লিঙ্গের একজন মোসাম্মত মীরা। শিশু বয়সে তার মধ্যে যখন মেয়েলি ভাব দেখা দেয়, তখন আশপাশের লোকজন তার পরিবারের সদস্যদের কটু কথা বলত। প্রতিবেশীদের এমন কথায় মা রাতে নীরবে কাঁদতেন। মীরার ভাষায় ‘প্রথমে বুঝতাম না। যখন কিছুটা বুঝতে শিখেছি, তখন বুঝতে বাকি ছিল না যে, মা আমার জন্যই কাঁদছেন।

স্কুলে গেলে সহপাঠীরা হাফ লেডিস বলত। বাবার সঙ্গে বাজারে গেলে সবাই তাকিয়ে থাকত, খারাপ মন্তব্য করত। ভাই-বোনদের মধ্যে কিছু হলে আমাকেই দোষারোপ করত, তারাও মনে আঘাত দিয়ে কথা বলত। এক পর্যায়ে নিজেই বাড়ি থেকে বের হয়ে আসি। তখন আমার বয়স মাত্র ১৩ বছর। কোথায় যাব, কি করব- কিছুই বুঝতে পারছিলাম না। বাবার সঙ্গে যখন হাট-বাজারে যেতাম, তখন তৃতীয় লিঙ্গের মানুষ আমার সঙ্গে কথা বলতে চাইতো।

Saturday, October 15, 2022

সম্পত্তির ভাগ পাবেন হিজড়ারাও

রুপসা তৃতীয় লিঙ্গের একজন মানুষ। তার এক ভাই, দুই বোন। হিজড়া হওয়ায় অল্প বয়সেই বাড়ি থেকে বের হতে হয় তাকে। সম্প্রতি তার ভাই-বোনরা মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তির ভাগ পেয়েছেন। রুপসাও তার বাবার কাছে গিয়ে সম্পত্তির ভাগ চেয়েছেন। বাবা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেহেতু লিঙ্গ পরিচয় নেই তাই তাকে সম্পত্তি দেয়া সম্ভব নয়। ভাই-বোনরাও মারধর করে তাকে বের করে দিয়েছে। হিজড়া হওয়ার কারণে বাবা-মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন রুপসা। সম্পত্তির ভাগ চেয়ে আন্দোলনও করেছেন। লাভ হয়নি। মামলা করে কোন লাভ হবে না- এমন ধারণা থেকে তিনি আইনগত পদক্ষেপও নেননি। বাংলাদেশে হিজড়ারা তাদের বাবা-মায়ের সম্পত্তির ভাগ পাচ্ছেন না। বর্তমান সরকার হিজড়াদের তাদের বাবা-মায়ের সম্পত্তির ভাগ দেয়ার উদ্যোগ নিয়েছে। প্রথমে ডাক্তারী পরীক্ষার মাধ্যমে আসল ও নকল হিজড়া শনাক্ত করা হবে। এরপর প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করে একজন হিজড়ার শরীরে পুরুষ হরমোন রয়েছে, নাকি নারী হরমোন রয়েছে সেটি নিশ্চিত করা হবে। যদি জেনেটিক দিক দিয়ে ছেলে হয়, তাহলে তাকে মুসলিম শরিয়া আইন এবং সংবিধানের আলোকে ছেলে হিসেবে সম্পত্তির ভাগ দেয়া হবে। আর মেয়ে হলে সেই আলোকেই সম্পত্তির ভাগ দেয়া হবে।

Saturday, September 10, 2022

হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর প্রতি বৈষম্য রোধ এবং যৌন ও প্রজননস্বাস্থ্য সুরক্ষা

বর্তমান সময়ে একটা সংখ্যাগরিষ্ঠ হিজড়া কমিউনিটি তৈরি হয়েছে, যারা ভিক্ষাবৃত্তি করতে চায় না। এসব মানুষ কাজ বা চাকরি করতে চান। সমাজে বৈষম্য রোধ করতে চাইলে নারী-পুরুষের পাশাপাশি ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে আসতে হবে। এমন কর্মক্ষেত্র তৈরি করতে হবে, যেখানে আমরা ট্রান্সজেন্ডার মানুষেরা সহজে যুক্ত হতে পারব। কর্মক্ষেত্রে একটি সহনশীল পরিস্থিতি তৈরি হলে এ বৈষম্য এমনিতেই কমে যাবে। তখন শিক্ষা ও পারিবারিক সহায়তা বিষয়টি আসবে। মানুষের মানবিক গুণাবলি পরিবার থেকেই তৈরি হয়। সে জন্য বৈষম্য রোধে পরিবারের সমর্থন, শিক্ষা ও চাকরির ব্যবস্থা করা জরুরি। ট্রান্সজেন্ডার মানুষের যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন। দেশের বাইরে আমাদের জনগোষ্ঠীর অনেকে যৌন পেশার সঙ্গে জড়িত। অনিরাপদ যৌনকাজ করতে হচ্ছে তাঁদের। এইচআইভি/এইডসের ঝুঁকিতে আছেন তাঁরা। ওই ব্যক্তিরা যখন দেশে ফিরবেন, তখন তাঁরা দেশকেও ঝুঁকিতে ফেলবেন। সে জন্য বিমানবন্দরে তাঁদের জন্য এইচআইভি শনাক্তকরণ নিশ্চিত করা প্রয়োজন।

https://www.prothomalo.com/roundtable/ei1f8vpteg
============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.