Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Wednesday, February 15, 2012

জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক সংসদ সদস্য দ্বারা নারী সাংবাদিককে শারীরিক নির্যাতনের বিষয়টি তদন্তের আদেশ!!!!

গত ৩ জানুয়ারী ২০১২ ইং তারিখে মাননীয় সংসদ সদস্য ও মনিপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব কামাল আহমেদ মজুমদার কর্তৃক পেশাগত দ্বায়িত্ব পালনকালে বেসরকারী টেলিভিশন চ্যানেল আর টিভি'র সাংবাদিক অপর্না সিংহকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনাটি যথাযথভাবে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারী ২০১২ ইং তারিখের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য জাতীয় মানবাধিকার কমিশন শিক্ষা সচিব বরাবর আদেশ প্রদান করেছেন। 

Monday, February 13, 2012

Government security forces stand idle as indigenous communities attacked in Bangladesh

The Hague, June 9, 2011
Houses burnt to ashes in arson attack on Jumma minority communities in Rangamati and Khagrachari, Chittagong Hill Tracts, Bangladesh

Over one hundred houses and one school were  burnt to ashes in two different attacks against  indigenous minority communities in the Chittagong Hill Tracts, Bangladesh in February and April leaving hundreds of indigenous men

Sunday, February 12, 2012

তথ্যানুসন্ধান প্রতিবেদন: সম্পত্তি দখল ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতিকারী শিশু হত্যার প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদকে ষড়যন্ত্রমূলকভাবে জড়িত করে জেল হাজতে প্রেরন করেন।

শিশু হত্যার মিথ্যে অভিযোগে ষড়যন্ত্রমূলকভাবে গত ২4 আগস্ট ২০১১ ইং তারিখে দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। এসময় তিনি জেল হাজতে অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত ভিক্তিমের স্ত্রী মোছাঃ মালেকা বানু দ্রুত ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস্‌ (বিআইএইচআর), গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স (জিএইচআরডি) জাষ্টিসমেকার্স বাংলাদেশ নিকট গত ২৭ আগস্ট ২০১১ ইং তারিখে আবেদন করেন। 

বিষয়টির গুরুত্ত্ব অনুধাবন করে বিআইএইচআর, জিএইচআরডি ও জাষ্টিসমেকার্স বাংলাদেশ কর্তৃপক্ষ যৌথভাবে ঘটনাটি সরেজমিনে তথ্যানুসন্ধানের সিদ্ধান্ত গ্রহন করেন এবং এডভোকেট শাহানুর ইলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তথ্যানুসন্ধান দল গত তিন মাস যাবত ঘটনাটি অনুসন্ধান করেন। 

Tuesday, February 7, 2012

Congratulation Mr. Sradhanand Sital, Chairman of GHRD

JusticeMakers Bangladesh expresses its sincere congratulation to Mr. Sradhanand Sital, Chairman of Global Human Rights Defence (GHRD) for awarding the 2012 Suryadatta National Award for Global Public Service.

Friday, December 16, 2011

Minority Rights in South Asia in focus at Brussels conference

Shahanur Islam  and Taslima Nasrin 
The Netherlands based organisation Global Human Rights Defence (GHRD) held a conference entited ”Protecting Minority Rights in South Asia” at the EU Parliament in Brussels on Thursday 8 December 2011 – the international human rights day. It was organised in collaboration with Cecilia Wikström, Member of the European Parliament representing the Swedish Liberal Party, and the Alliance of Liberals and Democrats for Europe (ALDE) Committee of the European Parliament.

Thursday, December 15, 2011

জাস্টিসমেকার্স বাংলাদেশ এর মহাচিব ও নির্বাহী পরিচালকের দক্ষিণ এশিয়ার সংখ্যালঘু মানবাধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান


আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স(জিএইচআরডি), দি হেগ, নেদারল্যান্দডস এর আমন্ত্রণে বাংলাদেশের বিশিষ্ট্য মানবাধিকার আইনজীবী ও জাস্টিসমেকার্স বাংলাদেশ এর মহাচিব ও নির্বাহী পরিচালক এডভোকেট শাহানুর ইসলাম দক্ষিণ এশিয়ার সংখ্যালঘু মানবাধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেন গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স(জিএইচআরডি)এর আয়োজনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেল এ অবস্থিত ইউরোপিয়ান পার্লামেন্টে গত ৮ ডিসেম্বর সংখ্যালঘু বিষয়ক এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্টিত হয়