Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Thursday, February 28, 2013

FACT FINDING REPORT: Death of a businessman in jail custody due to torture

Dhaka, January 07, 2012 
In December 2011, Advocate Sahanur Islam (Saikot), Founding Secretary General of JusticeMakers Bangladesh, Dhaka along with three members went to the spot to conduct a fact finding investigation mission on the incident of death of a businessman due to negligence of treatment: family member alleges of torture for bribe on the
December 22, 2011-taking victim’s family, eyewitness, perpetrators and concerned authorities statements. We are to date the only human rights organization to conduct a first hand investigation into the incident of death due to torture for bribe and negligence of treatment.

The events reported above were just one of the many cases of gross human rights violation in Bangladesh which cannot be tolerated. The right to life is an undeniable human right. The police torture, negligence of adequate treatment, keep the deteriorated conditioned patient in bar fatter and also taking bribe are a clear violation of universal human rights where Bangladesh’s commitments under international human rights treaties.

During the investigation, some civil dressed people (it is assumed by the fact finding team that they were security personnel dressed as civilians) were continuously following the investigation team.  When the fact finding team contacted the accused policeman Assistant Sub Inspector Rabiul Islam about his statement regarding taking bribe through cell phone, he handed over the phone to Sub Inspector Rafikul Islam and Mr. Islam threatened to Mr. Shahanur Islam, head of the fact finding team stating proudly that we are entitled to take money from accused person for our cost of fuel, tea and cigarette. So, you can not do anything against our activities, rather you will face trouble to  further continue your activities.” He also told that “We want to see your power, show us your power, if you have any power to stop our activities, you can exercise it, otherwise go to hell”. 



JusticeMakers Bangladesh demands that a full and impartial investigation into the misconduct of relevant official is required and that those responsible are punished. 

 Published by

JusticeMakers Bangladesh
16/29 Azam Road, Mohammad, Dhaka-1207


=============================================================



A Businessman Died in Jail Custody Due to Negligence of Proper Treatment: Family Member Alleges of Torture for Bribe

The news headlines read: “Under Trial Prisoner died at Naogaon” published on the daily Karotoa on December 24, 2011. As a result, a high level fact-finding mission was conducted by a team of JusticeMakers Bangladesh led by Advocate Shahanur Islam (Saikot), Founding Secretary General of JusticeMakers Bangladesh and also Country Observer of Global Human Rights Defence (GHRD) from December 25-29, 2011. During the mission, the fact finding team talked with the victim’s family members, other eyewitnesses and concerned authorities as well as collecting evidence of the incident.  This report documents the findings of the Investigation:


Country and Region                           : Bangladesh, South Asia

Type of Violation                               : Rights to life, rights to proper treatment, rights to justice, rights to physical integrity.

Type of Act                                         : Torture, electric shock, ill-treatment, negligence, corruption, impunity

Fact-Finding Team Members              : Advocate Shahanur Islam (Saikot), Founding Secretary General of JusticeMakers Bangladesh and also Country Observer of Global Human Rights Defence (GHRD), Mr. Shohel Ahmed and Mr. Uzzal Hossain, Fact finder officer of JusticeMakers Bangladesh.

Identity of the Victim:
Name of the victim                              : Abdul Barik Dulu (45)
 
Father name of the Victim                  : Late Lahor Uddin

Address of the victim                          : South Kanda (Mistri Para), Post: Mithapur, P/S: Badalgachhi, Dist: Naogaon.

Religion                                               : Islam

Educational qualification                     : Higher Secondary School Certificate (HSC)

Occupation                                         : Business

Marital status                                       : Married & father of two daughters

Date and Place of the Incident:

Date of Arrest                                      : December 20, 2011 around at 11.00 am

Date of proceed before court              : December 21, 2011, around at 2.00pm

Date of sending at jail                         : December 21, around at 4.30pm.

Date of Admission at hospital             : December 22, 2011 around at 8.00 am

Date of death                                      : December 22,2011 around at 7.15 pm

Place of Death                                    : Sodar Hospital, Naogaon

Name of the Perpetrators:

i)        Mr. Rabiul Islam, Assistant Sub Inspector, Badalgachhi Police Station, Naogaon

ii)       Mr. Touhidul Alam, Sub Inspector, Badalgachhi Police Station, Naogaon

iii)     Mr. Karibul Hasan, Sub Inspector, Badalgachhi Police Station, Naogaon

iv)     Mr. Rafikul Islam, Sub Inspector, Badalgachhi Police Station, Naogaon

v)      Mr. Abdul Razzak, Constable, Badalgachhi Police Station, Naogaon

vi)     Mr. Mahfujul Haque, Office in Charge, Badalgachhi Police Station, Naogaon

vii)   Mr. Md. Anowaruzzaman, Jail Superintend, Naogaon
Legal Status:

Case file against the victim                 : i) Shahbag Police Station, D.M.P case Number: 24(12)/2011, Section: 467, 468, 471/ 109 of Penal Code.

ii) CR case number: 362/ 2011, Chief Metropolitan Magistrate Court, Dhaka; Section: 466/465/471 of Penal code

iii) CR Case Number: 572/2011, Chief Metropolitan Magistrate Court, Dhaka; Section:420/465/461/471/475/488/481 of Penal code

iv) CR Case Number: 32/2011, Metropolitan Magistrate Court, Dhaka, Section: 420/465/466/471/475/181 of Penal Code

Case Summery: (based on testimony of victims family members & eyewitness):

A team of policemen led by Touhidul Alam, Sub Inspector of Badalgachhi police station under Naogaon district arrested Mr. Abdul Bari Dulu on December 20, 2011 around at 11.00 a. m from the Khadail bazaar under the Mithapur Union Parishad of above mentioned police station and district according to the warrant of arrest connecting the case file against him being number: Shahabag Police Station, D.M.P case Number: 24(12)/2011,  CR case number: 362/ 2011, Chief Metropolitan Magistrate Court, Dhaka;  CR Case Number: 572/2011, Chief Metropolitan Magistrate Court, Dhaka and CR Case Number: 32/2011, Metropolitan Magistrate Court, Dhaka, while he was waiting to meet with his wife to go his relative home. Then he was taken to the said police station. As soon as his wife informed about his arrest, she went to the police station and met with him when he was quite ok. On the following day, his wife informed by one police official through mobile phone that the victim was seriously ill. 

Mr. Shahanur Islam taking statement of wife of the victim
Being informed about his illness, the victim’s wife along with her younger sister went to the police station on December 21 morning and saw the victim lying down on the floor of the police station custody without treatment. Then, she was called to go one corner of the police station by the Sub Inspector (SI) Karibul Hasan, while she requested the police official for the treatment of the victim. At that stage she was demanded bribe by SI Karibul Hasan for his treatment. But she failed to pay as she was no enough money at that time.

Meanwhile, the sister of law of the victim asked one unidentified police official whether the victim was tortured or not. The policeman replied with smiling that he was not tortured, but If the victim were not ill, he would beaten hanging the tree.

Later, the victim was taken to the out door of Badalgachhi Upazila Health Complex morning on 21 December around at 11.00 a. m and the concerned doctor prescribed him some medicine. 

Mr. Shahanur Islam taking statement of sister in law of the victim

Thereafter, the victim was taken to the custody of Chief Judicial Magistrate Court, Naogaon. Meanwhile, the victim wife and his sister in law reached the court custody and trying to talk with the victim. But the court police denied to talk with him and demanded to pay some bribe for allowing to talk with him. Paying some small amount of bribe to the court police, the victim’s wife and sister in law met with the victim, where they saw that the victim was laid down on a bench as he was unable to sitting down or standing up and trying to sitting down on the bench seeing them. Then, the victims wife and sister in law help him to sitting down on the bench. At this stage the victim’s wife asked him in presence of court police, whether he was tortured or not? And the victim replied her requesting not to ask this kind of question further. In this moment they saw the mark spot like electric shock on both sides of his ribs. Please See the video Statement:


Then the victim was appeared before the Senior Judicial Magistrate Court, Naogaon and the learned magistrate issue an order to send the victim to the jail. The learned magistrate also asked the concerned authority to take immediate action to his proper treatment admitting him at the hospital.

Thereafter, on afternoon the victim was sent to the Naogaon jail and the jail authority admitted him at prison hospital on the same day. But in midnight physical condition of the victim was deteriorated and the pharmacist of the jail hospital referred him at Naogaon Sodar Hospital.   

Mr. Shahanur Islam, taking statement of the Chairman, local union parishad

On the following day December 22, 2011 morning, the victim was admitted at the Naogaon Sodar Hospital with police escort. At noon of the same day, being informed of deteriorate condition of the victim, the victim’s wife went the see him at hospital. But the police did not allow her to see him primarily. Finally, she was allowed to nursing her husband after requested repeatedly with crying, where she saw that the victim was kept in bar fetters (danda beri ) and hand cuff fastened with bed  by thick rope. She also saw that the victim suffered so much bad situation and the victim left stool and urine on his cloth and doing ardor for remove the bar fetter. Seeing fervidity of the victim, she requested the jail police to remove his bar fetter, but they denied and asked her to go to the jail for getting permission of removing bar fetter. Gradually, the victims condition was more deteriorating and on evening of the same day he was died around 7.15 PM. Then his far better and hand cuff was remove after half an hour letter of his death. Please See the video statement: 



Thereafter, an inquest report of the dead body was prepared by a police official, signed by an Executive Magistrate on the same evening. Finally, his dead body was handed over the relatives of the victim.

Background Information:

The victim Abdul Bari Dulu was implicated in four cases at Dhaka city in Bangladesh where he was doing a small business. Then he came to his permanent house leaving Dhaka city. Early of the year 2011, order of the warrant of arrest and attachment was issued against him by the Chief Metropolitan Magistrate Court, Dhaka. The Badalgachhi police station was responsible for execute this order of warrant of arrest as the local police station. But unfortunately the concerned police station denied to execute the order giving illegal facility to the victim taking a huge amount of bribe regularly.
Minor two daughter of the victim
Finally, Assistant Sub Inspector, Rabiul Islam and Constable Abdul Razzak went to the house of the victim to execute the order of Warrant of Arrest and attachment on December 16, 2011 and demanded  BDT 20, 000/= ( Twenty Thousand taka) to the wife of the victim as bribe for commitment of not to attach the goods of his house. He also demeaned BDT 50, 000/= (Fifty Thousand) as bribe committing not to arrest or attach his good for next two months. The victim’s wife agreed to give him BDT: 10,000 (Ten Thousand) by December 18, 2011 and BDT: 20,000/= (twenty Thousand) money by December 28, 2011. Then, the policeman returned without arrest or attached the goods. Wwife of the victim gave BDT: 10,000/= (ten Thousand) to ASI Rabiul Islam on said date through Abdul Jalil, member of Mithapur union Parishad under Badalgachhi police station of Naogaon district. Please See the video Statement.


Issue En-counted During Fact Finding Mission:

During the investigation, some civil dressed people (it is assumed by the fact finding team that they were security personnel dressed as civilians) were continuously following the investigation team.  When the fact finding team contacted the accused policeman ASI Rabiul Islam about his statement regarding taking bribe through cell phone, he handed over the phone to Sub Inspector Rafikul Islam and Mr. Islam threatened to Mr. Shahanur Islam, head of the fact finding team stating proudly that we are entitled to take money from accused person for our cost of fuel, tea and cigarette. So, you can not do anything against our activities, rather you will face trouble if you further continue your activities.” He also told that “We want to see your power, show us your power, if you have any power to stop our activities, you can exercise it, otherwise go to hell”.
Sub Inspector Rafiqul Islam, who threatened to fact finding team
 Observations of Fact-finding Team:

Report published on news paper, statement received from the victim family members of the victim and eyewitness and collected document from the different public office, it is clear that the death of Mr. Abdul Bari is result of torture at police custody as well as negligence of provide adequate treatment due to unable to pay illegal money as bribe which is violation of our fundamental, legal and human rights. The findings of the fact finding mission are followings:

*      Mrs. Yiasmin Akhter Bulbuli, Sister in law of the victim strongly apprehended that his brother in was given electric shock at police station as they was unable to pay more bribe to the police official according to their demand previously. She also mentioned that the victim requested not to ask question about torturing being afraid of the police as they were always in present. If he told about torture, the policeman might be not gave him treatment or create more trouble.


*      The police official denied to arrest the victim timely taking huge amount of bribe from the victim and his family.

*      In spite of being healthy and vigorous during arrest, mysteriously the victim was seriously ill like dead at the police station by one night.

*      In spite of being seriously ill in midnight at police station, the victim was not admitted the hospital for adequate treatment.

*      The police official at police station demanded bribe for treatment of the victim as well as the court police also demanded and taken bribe to allow his wife to talk at court premises.

*      In spite of issuing direction to provide proper treatment learned court, the jail authority failed to provide the victim adequate treatment. The victim’s physical condition was deteriorating in midnight, but the jail authority did not take step to admit him Sador hospital for his better treatment.

*      Though the victim was admitted in Hospital on following day morning, he was kept in bar fetters (danda beri ) and hand cuff fastened with bed  by thick rope.

*      Though the victim condition was being deteriorated, his family member was not allowed to nursing him in hospital.

*      Though the police official at Badalgachhi police station admitted that they took some money from the victim and his family illegally, but they proudly mentioned that they were entitled to take such kind of money from the accused as their cost of fuel, tea and cigarette.

*      As all member of Badalgachi police station from Officer in Charge to constable of Naogaon were involve with taking illegal money as bribe, the Officer in Charge (OC) and also the Superienten of Police (SP) of naogaon district did not take any initiative to take step against the allegation of taking bribe made by the victims family.

*      After the death of the victim, though the accused police man ASI Rabiul Islam assured Mr. Abdul Jalil, Member of Mithapur Union Parishad that he would back the money to the victim family by December 25, 2011 evening, he did not back it. When Mr. Jalil asked the accused policeman about his promises through mobile phone in presence of fact finding team, he told that already he backed it to the Chairman of Mithapur Union parishad. But Al Haz Mohiuddin alamgir, Chairman of the said union parishad told the fact finding team that he has no contact with the policeman about this matter of money. Please See the video statement:  



*      The inquet report of the deadbody was prepared by a poice official, signed by an Executive Magistrate on the same evening and the inquest Report claimed that there was no sign of injury on the body of the deceased. The inquest report attempted to establish that victim died naturally without torture or negligence of treatment.  The civil, prison, hospital and police administration jointly suppressed the facts regarding the custodial torture and negligence of adequate treatment

*      Finally, the environment of Naogaon jail is so unhygienic. There is remaining accommodation problem, sanitation problem, lack adequate food & water as well as lack of proper treatment. Even there is no doctor in Jail hospital.

Legal FrameWork:

The practice of torture is considered one of the most serious human rights crimes and as such it is part of jus cogens. No person, regardless whether he is a criminal or not, should be subjected to torture by law enforcement officers in any circumstances.

The Constitution of Bangladesh Article 35 (5) prohibits torture. Bangladesh is also a state party to the UN Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment (CAT), since October 1998. However, by refusing to implement Article 14 of CAT, an integral part of the convention which guarantees victims the legally-enforceable right of redress, rehabilitation and compensation, the government has effectively negated its commitment to the entire treaty.

In sum, despite joining
CAT and having a constitutional provision prohibiting torture, the Government of Bangladesh has taken no steps to criminalise torture, passed no treaty enabling legislation or amended domestic laws to give access to remedies, rehabilitation or compensation for victims. Finally, individuals who have suffered torture only have recourse to national remedies.

Recommendations:

JusticeMakers Bangladesh urges the government of Bangladesh to:

  1. To institute an independent commission headed by a High Court Judge with a view to enquire into the matter to ascertain the cause of death of Mr. Abdul Bari Dulu, taking illegal money as bribe by police both in police station and court as well as kept him in bar fetter at hospital bed  and publish the report at the earliest;

  1. To ensure exemplary punishment of the perpetrators who were directly and indirectly involved in this gross violation of human rights;

  1. To provide adequate financial compensation to the victim’s family; as well as  guarantee the physical and psychological integrity of victims family

  1. To ratify the Optional protocol to the Convention Against torture and other inhuman, cruel or degrading punishment or treatment (OPCAT);

  1. To ensure the adequate accommodation, food, water, sanitation and proper treatment facility in jail custody;

  1. To reform the jail code and prison centre for better service in jail custody;

  1. To ensure the respect of human rights and fundamental freedoms throughout the country in accordance with national laws and international human rights standards;

  1. To provide human rights education and training to the concerned personnel related to the police station, court, hospital and prison centre;

  1. To remove reservation from Art.14 of Convention against Torture.
   THE END
 =====================================================
 JusticeMakers Bangladesh
(A human rights organization for legal aid, rehabilitation & awareness)


The JusticeMakers Bangladesh has been initiated on 2010 by a group of young, energetic and experienced lawyer & social activist in the field of human rights in Bangladesh with a promise to human rights, justice and rehabilitation among community level for the protection and promotion of human rights and ensuring the respect and realization of the Universal Declaration of Human Rights and the fundamental provisions of the Constitution of Bangladesh as well as providing humanitarian assistance to the victim of violation and discrimination in the country. Since the inauguration of JusticeMakers Bangladesh is devoted to serve mankind specially who are victim of torture and organized violence as well as other form of human rights violation and discrimination. JusticeMakers Bangladesh was born and brought up to remain beside the victim of torture, mal treatment and organized violation as well as other form of violation indifferent to race or religion, sex or age.

Vision:  A country without any form of human rights violation and discrimination. The main spirit covers three main thematic areas- justice, rehabilitation and awareness.

Mission:
§          To insure human rights throughout the country through maintaining the legal and financial rights of the all Bangladesh people;

§          To serve mankind especially who are victim of torture, mal treatment and organized violence as well as other human rights violation indifferent to race or religion, sex or age;

§          Enable the government and the non-government organizations to observe, learn and understand closely and concretely the impacts of different legislations on the life and livelihood of common people.

Objective:
§          To provide legal aid and legal counselling to community members through their respective organizations as well as in centre;
§          To organize seminars, workshops, symposiums, rallies, human chains and view exchange meetings on various human rights related issues and attending such programmes organized by others;
§          To provide training especially on paralegal and human rights aspect to community organizers as well as conduct a summer course on human rights for university graduates and law enforcing agencies;
§          To promote legal & human rights literacy, which includes translating and publishing handbooks of law in layman`s language and a training manual on human rights;
§          To establish a human rights documentation and information centre to ensure exchange and dissemination of human rights violation;
§          To publish a weekly "Law Corner" in a popular magazine, with cartoons to simplify legal problems and to respond to inquiries about legal problems for those who need legal advice and cannot receive it;
§          To conduct lobbying, campaign and advocacy activity to protect and promote human rights in national and international level;
§          To conduct research on legal and human rights aspect as well as conduct fact finding and issue urgent appeal/action regarding violation of human rights;
  • To build up institution as well as human rights defender in community level.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

তথ্যানুসন্ধান প্রতিবেদন:ঘুষের দাবীতে থানা হেফাজতে নির্যাতিত এক হাজতীর চিকিৎসা অবহেলায় মৃত্যু

ভিক্টিমের আত্বীয়
 ঢাকা, জানুয়ারী ১৩, ২০১২


নওগাঁয় হাজতীর মৃত্যু শীর্ষক খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টির গুরুত্ত্ব অনুধাবন করে মানবাধিকার প্রতিষ্টান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্টাতা মহাসচিব, গ্লোবাল হিঊম্যান রাইটস ডিফেন্স, নেদারল্যান্ডস এর কান্ট্রি অবজারভার ও মাসিক দোয়েল এর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাহানুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তথ্যানুসন্ধান দল গত ২৫ থেকে ২৯ শে ডিসেম্বর ২০১১ ইং তারিখ পর্যন্ত ঘট্নাটি সরেজমিন তথ্যানুসন্ধান করেন। এসময় তথ্যানুসন্ধানদল ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার প্রত্যক্ষদর্শী, ভিক্টিমের স্ত্রী, স্থানীয় জনতা, চিকিৎসক, স্থানীয় প্রশাসন, অভিযুক্ত ব্যাক্তিসহ ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ এবং ঘট্নাসংক্রান্ত যাবতীয় কাগজপত্র, পত্রিকায় প্রকাশিত খবর ও বিশেষজ্ঞ মতামত সংগ্রহপূর্বক বিশ্লেষন করেন।


জাস্টিসমেকার্স বাংলাদেশ প্রথম মানবাধিকার সংগঠন যারা ঘটনাটি সরেজমিনে তথ্যানুসন্ধান করে সুপারিশসহ প্রতিবেদন প্রকাশ করেন । তথ্যানুসন্ধান কালে সাদা পোশাকের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা তথ্যানুসন্ধান দলকে অনুসরন করতে থাকে এবং  তথ্যানুসন্ধান দলের প্রধান এডভোকেট শাহানুর ইসলাম (সৈকত) কে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন  প্রশ্ন করে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। তথ্যানুসন্ধানকালে ঘুষ গ্রহনে অভিযুক্ত নওগাঁ জেলাধীন বদলগাছি থানা পুলিশের উপসহকারী পরিদর্শক রবিউল ইলামের সহযোগী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম মটর সাইকেলের তেল, চা ও সিগারেট কেনার জন্য আসামীর কাছ থেকে পুলিশ অফিসারের টাকা নেওয়ার অধিকার আছে ও দোষের কিছু নেই বলে তথ্যানুসন্ধান দলকে উদ্ধতভাবে জানান। এসময় তিনি তথ্যানুসন্ধান দলের প্রধান এডভোকেট শাহানুর ইসলামকে এই ঘটনা নিয়ে বাড়া-বাড়ি না করার জন্য হুশিয়ারী প্রদান করেন এবং বাড়া-বাড়ি করলে ভবিষ্যতে বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হবে বলে তাঁকে হুমকি প্রদান করেন।

ভিক্টিমের পরিচয়ঃ

ভিক্টিমের নামঃ                   মোঃ আব্দুল বারিক দুলু (৪৫)
ভিক্টিমের পিতার নামঃ          মৃত লাহর উদ্দিন
ভিক্টিমের ঠিকানাঃ               গ্রামঃ দক্ষিন কান্দা (মিস্ত্রী পাড়া), ডাকঃ মিঠাপুর, থানাঃ বদলগাছি,
জেলাঃ নওগাঁ।
ভিক্টিমের ধর্মঃ                    ইসলাম (সুন্নী)
ভিক্টিমের শিক্ষাগত যোগ্যতাঃ এইচ এস সি
ভিক্টিমের পেশাঃ                 ব্যবসায়
ভিক্টিমের বৈবাহিক অবস্থাঃ     বিবাহিত, দুই শিশু কন্যার জনক

ঘটনার তারিখ ও স্থানঃ

গ্রেফতারের তারিখঃ             ২০ ডিসেম্বর ২০১১, আনুমানিক বেলা ১১ টা;
গ্রেফতারের স্থানঃ                খাদাইল বাজার, বদলগাছি, নওগাঁ;
হাসপাতালে ভর্তির তারিখঃ    ২২ শে ডিসেম্বর, ২০১১, আনুমানিক সকাল ৮টা;
মৃত্যুর তারিখঃ                               ২২ শে ডিসেম্বর, ২০১১, আনুমানিক সন্ধ্যা ৭টা ১৫ মিনিট;
অভিযুক্তদের পরিচয়ঃ
১। মিঃ রবিউল ইসলাম, উপ-সহকারী পরিদর্শক (এএসআই), বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
২। মিঃ তৌহিদুল আলম, উপ-পরিদর্শক(এসআই), বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
৩। মিঃ কারিবুল হাসান, উপ-পরিদর্শক(এসআই), বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
৪। মিঃ রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক(এসআই), বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
৫। মিঃ আব্দুল রাজ্জাক, সিপাহী, বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
৬। মিঃ মাহফুজুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বদলগাছি থানা পুলিশ, নওগাঁ।
৭। মিঃ আনোয়ারুজ্জামান, জেল সুপারিন্টেন্ড, নওগাঁ কারাগার, নওগাঁ।


ঘটনার বিবরনঃ

তথ্যানুসন্ধান দলের প্রাপ্ত তথ্যে জানা যায় যে, ২০১১ সালের প্রথম দিকে ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানায় দায়েরকৃত প্রতারনা মামলায় বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম ঢাকা নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মিঠাপুর ইউনিয়নের দক্ষিন কান্দা (মিস্ত্রি পাড়া) গ্রামের মৃত লাহর উদ্দীনের ছেলে আব্দুল বারিক দুলুর বিরুদ্ধে গ্রেফতারী ও মালামাল ক্রোক পরোয়ানা আদেশ জারী করে । স্থানীয় থানা হিসেবে নওগাঁ জেলার বদলগাছী থানা পুলিশ এই আদেশ পালন করার দায়িত্ব পান । কিন্তু থানা পুলিশ তাঁকে গ্রেফতার ও তাঁর বাড়ীর মালামাল ক্রোকের পরিবর্তে ভিক্টিম দুলুকে অবৈধ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ঘুষ দাবী করেন।

ভিক্টিম আব্দুল বারিক দুলু অনোন্যপায় হয়ে বদলগাছী থানা পুলিশকে ঘুষ প্রদান করে সে যাত্রা গ্রেফতার ও তাঁর বাড়ীর মালামাল ক্রোকের হাত থেকে রেহায় পান। এভাবে প্রায় একবছর ধরে তাঁর কাছ থেকে নিয়মি্ত প্রচুর পরিমানে ঘুষ গ্রহনের মাধ্যমে থানা পুলিশ তাদের উপর ন্যাস্ত পবিত্র দ্বায়িত্ব পালন থেকে বিরত থাকে। থানা পুলিশকে ঘুষ প্রদান করতে করতে ভিক্টিম পু্নরায় ঘুষ প্রদানে অনিহা প্রদর্শন করলে অবশেষে গত ১৬ ডিসেম্বর ২০১১ ইং তারিখে  বদলগাছি থানা পুলিশের উপসহকারী পরিদর্শক রবিউল ইলাম ও সিপাহী আব্দুর রাজ্জাক ভিক্টিমের বাড়ী্তে যান এবং সেদিন ভিক্টিমকে না গ্রেফতার করা ও বাড়ীর মালামাল ক্রোক না করার শর্তে ভিক্টিমের স্ত্রী মোছাঃ আফরোজা বেগমের নিকট থেকে ২০,০০০/= (কুড়ি হাজার) টাকা ঘুষ দাবী করেন। কিন্তু ভিক্টিমের স্ত্রীর নিকট সে মুহুর্তে টাকা না থাকায় তা দিতে অপারগ হলে পুলিশদ্বয় স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের উপস্থিতিতে তাঁর বাড়ীর যাবতীয় মালামালের তালিকা তৈরি করেন।

এসময় অনোন্যপায় হয়ে গ্রেফতার এড়াতে ও বাড়ীর মালামাল ক্রোকের হাত থেকে রেহায় পেতে ভিক্টিম দুলু ব্যাক্তিগতভাবে মোবাইল ফোনের মাধ্যমে এএসআই রবিউল ইসলাম ও স্থানীয় মেম্বার মোঃ আব্দুল জলিলের সাথে কথা বলে ১৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখে ১০,০০০/= (দশ হাজার) টাকা ঘুষ দেবার অঙ্গীকার করেন। তাছাড়া একইসময় এএসআই রবিউল ইসলাম আগামী দুই মাসের মধ্যে তাঁকে গ্রেফতার ও মালামাল ক্রোক না করার  শর্তে  আরও ৫০০০০/= (পঞ্চাশ হাজার) টাকা ঘুষ দাবী করেন এবং ২৮ শে ডিসেম্বর ২০১১ ইং তারিখের মধ্যে ভিক্টিম ২০,০০০/= (কুড়ি) হাজার টাকা ঘুষ হিসেবে প্রদান করবেন বলে মৌখিক সিদ্ধান্ত হলে পুলিশদ্বয় তাকে গ্রেফ্তার বা তাঁর বাড়ীর মালামাল না ক্রোক করে ফিরে যান। পরবর্তীতে ১৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখে স্থানীয় মেম্বার মোঃ আব্দুল জলিল থানা চত্তরে উপস্থিত হয়ে এএসআই রবিউল ইসলামকে ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা ঘুষ প্রদান করেন।

ইতোমধ্যে এস আই তৌহিদুল আলমের নেতৃত্বে বদলগাছি থানা পুলিশের একটি দল গত ২০ ডিসেম্বর ২০১১ ইং তারিখ আনুমানিক বেলা ১১ ঘটিকার সময় উক্ত থানাধীন খাদাইল বাজার থেকে ভিক্টিমকে গ্রেফতার করেন। ভিক্টিমের স্ত্রী মোছাঃ আফরোজা বেগম তাঁর গ্রেফতারের খবর পেয়ে বদলগছী থানায় গিয়ে তাঁকে সুস্থ আবস্থায় রেখে আসেন।

পরদিন ২১ ডিসেম্বর ২০১১ ইং তারিখ সকালে ভিক্টিম গুরুত্বর অসুস্থ বলে থানা পুলিশ মোবাইল ফোনে তাঁর স্ত্রীকে জানালে তিনি তাঁর ছোট বোন ইয়াসমিন আখতার বুলবুলিকে সাথে নিয়ে বদলগাছি থানায় যান। সেকখানে তিনি তাঁর স্বামীকে গুরুত্বর অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় থানা হাজতের মেঝেতে শায়িত অবস্থায় দেখতে পান। এসময় তিনি এক পুলিশ সদস্যকে তাঁর স্বামীর জরুরী চিকিৎসা করার অনুরোধ করলে কারিবু্ল হাসান নামক পুলিশের এক সাব ইন্সপেক্টর তাকে থানা চত্ত্বরের এক পাশে ডেকে চিকৎসা করার জন্য ঘুষ দাবী করেন। সে সময় ভিক্টিমের স্ত্রীর নিকট যতেষ্ট টাকা না থাকায় উক্ত পুলিশ অফিসারকে পরবরর্তীতে ঘুষ দিবেন বলে অঙ্গীকার করেন। ইতোমধ্যে, ভিক্টিমের শালী ইয়াসমিন আখতার বুলবুলি তাঁর দুলাভাইকে নির্যাতন করা হয়েছে কিনা সে সম্পর্কে উপস্থিত পুলিশের এক সদস্যের কাছে জানতে চাইলে তাঁর দুলাভাইকে নির্যাতন করা হয় নি, তবে ভিক্টিম অসু্স্থ হয়ে না পড়লে তাঁকে গাছে টাঙ্গিয়ে পেটানো হত বলে তিনি মুচকি হেসে জবাব দেন।

অতঃপর বেলা আনুমানিক ১১ টার সময় বদগাছি থানা পুলিশের সিপাহী ইয়াসিন আলী ও তৌহিদুল ইসলাম ভিক্টিমকে নিয়ে বদলগাছি থানা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে বহিঃ বিভাবে দায়সারা চিকিৎসা করে নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের উদ্দেশ্যে রওনা দেয়।

অতঃপর, ভিক্টিমের স্ত্রীও শালী নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পৌছলে সেখানে তারা ভিক্টিমকে আদালত হেফাজতের একটি ব্রেঞ্চ এর উপর শায়িত  অবস্থায় দেখেন। সে সময় ভিক্টিম তাদেরকে দেখে উঠার চেষ্টা করলেও ব্যর্থ হন। এসময় ভিক্টিমের স্ত্রীও শালী তাঁর সাথে দেখা করে কথা বলার অনুমতি দেওয়ার  জন্য আদালত পুলিশকে অনুরোধ করলে প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীতে অনুমতি দেওয়ার বিনিময়ে ঘুষ দাবী করেন। ভিক্টিমের স্ত্রীও শালী তাদেরকে ঘুষ প্রদান করে  ভিক্টিমের সাথে দেখা করেন। এসময় তারা তাঁকে নির্যাতন করা হয়ছে কিনা জিজ্ঞেস করলে ভিক্টিম কাদতে কাদতে এ প্রশ্ন আর জিজ্ঞেসা করতে বারন করেন। অতঃপর্, ভিক্টিমের স্ত্রীও শালী তাঁকে সহযোগীতা করে ব্রেঞ্চ এর উপর বসানোর চেষ্টা করে এবং তখন তারা ভিক্টিমের  মাজায় কোন শক্তি নেই এবং মাজার দুই পাশে ইলেক্ট্রিক শক দেওয়ার মত চিহ্ন দেখতে পান।
ভিক্টিমের স্ত্রী
অতঃপর, ভিক্টিমকে পুলিশের সহযোগীতায় বিজ্ঞ আদালতের সামনে হাজির করা হলে, আদালত তাঁকে উপযূক্ত চিকৎসা প্রদানের নির্দেশসহ জেল হাজতে প্রেরন করেন। নওগাঁ জেল কর্তৃপক্ষ তাঁ শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে তাঁকে সেদিন কারা হাসপাতালে ভর্তি করেন।  ২১ শে ডিসেম্বর দিবাগত রাতে ভিক্টিমের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে কারা ফার্মাসিষ্ট তাঁকে উন্নত চিকৎসার জন্য কারা-হাসপাতালের বাহিরে রেফার্ড করেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাঁকে তাৎক্ষনিকভাবে নওগাঁ সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা না করে পরদিন ২২ শে ডিসম্বর ২০১১ ইং তারিখ সকালে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ইউ পি চেয়ারম্যান
এদিন দুপুরে ভিক্টিমের স্ত্রী তাঁর স্বামীর শারীরিক অবস্থা জানার জন্য নওগাঁ জেলা কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করলে প্রথমে তারা তা জানাতে তালবাহনা করলেও পরবর্তীতে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান। তখন তিনি হাসপাতালে গিয়ে দেখেন যে ভিক্টিমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটা রশি দিয়ে হাসপাতাল বেডের সাথে বেধে রাখা আছে। এছাড়া তিনি আরো দেখেন যে অসুস্থ ভিক্টিমের দু পায়ে ডান্ডা বেরী পরিয়ে মাজার সাথে আটকানো আছে। আর ভিক্টিম কষ্টে ছট-ফট ও তা খুলে দেওয়ার জন্য অনুনয় বিনয় করছে। ভিক্টিমের এহেন অবস্থা দেখে তাঁর স্ত্রী তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলে দায়িত্ত্বরত কারা পুলিশ তাকে যেতে বাধা দেয়। অনেক অনুনয় বিনয় করার পর দায়িত্ত্বরত কারা পুলিশ তাকে ভিক্টমের কাছে খুব অল্প সময়ের জন্য যাওয়ার অনুমতি দেন।
তথ্যানুসন্ধান দলকে হুমকি প্রদানকারী পুলিশ এস আই রফিকুল ইসলাম
 এসময় ভিক্টিমের স্ত্রী দেখেন যে তাঁর স্বামী কষ্টে পরনের কাপরে প্রসাব-পায়খানা করে মাখা মাখি করে ফেলেছে এবং ডান্ডা বেরী খু্লে দেওয়ার জন্য অনুনয় করছে। ভিক্টিমের পরনের কাপর পরিবর্তন করে ভিক্টিমের স্ত্রী দায়িত্ত্বরত কারা পুলিশদের ডান্ডা বেরী খু্লে দেওয়ার জন্য অনুনয় করলে তারা পারবে না বলে সাফ জানিয়ে দেয় এবং জেল গেট থেকে ডান্ডা বেরী খুলে দেওয়ার অনুমতি আনার পরামর্শ দেয়। এসময় ভিক্টিমের স্ত্রী আবারও তাঁকে নির্যাতন করা হয়েছে কিনা তা জিজ্ঞেস করলে তিনি তাঁর স্ত্রীকে তখন সেসব নিয়ে না ভেবে তাঁর  ভালো চিকৎসা করানোর পরামর্শ দেন এবং বলেন যে, সেসব নিয়ে পড়ে কথা বলা যাবে। ইতোমধ্যে ভিক্টিমের শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাঁর স্ত্রী কান্না কাটি শুরু করে এবং তখন একদল চিকিত্সক এসে ভিক্টিমকে সালাইন দেওয়ার চেষ্টা করতে  থাকে। কিন্তু স্যালাইন দেওয়ার আগেই সন্ধ্যা আনুমানি্ক ৭ টা ১৫ মিনিটের সময় ডান্ডা বেরী পরা অবস্থায় ভিক্টিম মৃত্যু বরন করন।
ভিক্টিমের দুই শিশু কন্যা
 অতঃপর, মৃত্যুর আনমানিক আধাঘন্টা পরে ভিক্টিমের হ্যান্ড কাফ ও ডান্ডা বেরী খুলে  দেওয়া হয়। পরবর্তীতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ  ভিক্টিমের  মৃত দেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়না তদন্ত শেষে ভিক্টিমের মৃতদেহ তাঁর আত্বীয় স্বজনের হাতে  হস্তান্তর করেন। 

তথ্যানুসন্ধান দলের পর্যবেক্ষনসূমহ:        

তথ্যানুসন্ধানদল ঘটনার প্রত্যক্ষদর্শী, ভিক্টিমের স্ত্রী, আত্বীয়, স্থানীয় জনতা, চিকিৎসক, স্থানীয় প্রশাসন ও পুলিশসহ ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করেন এবং মামলা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র, পত্রিকায় প্রকাশিত ঘটনা সম্পর্কিত বিভিন্ন খবর ও বিশেষজ্ঞ মতামত বিশ্লেষন করে পর্যবেক্ষনমূলক সিদ্ধান্তে উপনিত হন যে-

*      বাংলাদেশ জাতীয় সংসদে তথ্য অধিকার আইন গৃহীত হলেও ঘটনার সাথে সংশ্লিষ্ট সিভি্ল ও পুলিশ প্রশাসন বিনা কারনে খোড়া অজুহাতে তথ্যানুসন্ধানদলকে ঘটনা সংশ্লিষ্ট তথ্য প্রদান করতে অনীহা প্রকাশ, বিলম্ব ও হয়রানী করে।

*      গুরুত্বর অসুস্থ অবস্থায়  থানা ও জেল কর্তৃপক্ষ যথাসময়ে ভিক্টিমকে উন্নত চিকিৎসা প্রদান না করে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যার্থ হয়েছে।

*      ভিক্টিমের বিরুদ্ধে একাধিক মামালায় গ্রেফতারী পরোয়ানাসহ তাঁর বাড়ীর মালামাল ক্রোকের আদেশ থাকলেও থানা পুলিশ প্রচুর পরিমানে ঘুষ গ্রহনের মাধ্যমে ভিক্টিমকে অবৈধ সুবিধা প্রদান করে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যার্থ হয়েছে।

*      গুরত্ত্বর অসুস্থ রোগীকে হাসপাতাল বেডে হ্যান্ড কাফ পরিয়ে মোটা রশি দিয়ে বেঁধে রাখা ও অমানবিকভাবে ডান্ডা বেরী পরিয়ে রেখে কারা কর্তৃপক্ষ চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

*      আরো বিপদের আশংকায় ভিক্টিম পুলিশের উপস্থি্তিতে তাঁর উপর নির্যাতনের বিষয়ে তাঁর পরিবারের নিকট সরাসরি কিছু বলতে চায় নি। বরং আগে চিকিৎসা করার পরে সেসব নিয়ে ভাবা যাবে বলে ভিক্টিম মৃত্যুর কিছু আগে তাঁর স্ত্রীর নিকট উল্লেখ করেছেন।

*      একজন পুলিশ অফিসারের মাধ্যমে ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর স্বাক্ষরে প্রস্তুতকৃত মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে নির্যাতন ও চিকিৎসা অবহেলার বিষয়টি সুকৌশলে এড়িয়ে গেছে। এ ক্ষেত্রে পুলিশ ও সিভিল  প্রশাসন  বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করে ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে।

*      ঘ্টনা পরবর্তী্তে অভিযুক্ত এএসআই রবিউল ইসলাম মেম্বার আব্দুল জলিলের মাধ্যমে গৃহী্ত ঘুষের টাকা ২৫ ডিসেম্বর ২০১১ ইং তারিখে ভিক্টিমের পরিবারকে ফেরত প্রদানের অঙ্গীকার করেন। কিন্তু ২৫ ডিসেম্বর ২০১১ ইং তারিখ বিকেলেও তিনি টাকা ফেরত প্রদান না করলে তথ্যানুসদ্ধান দলের উপস্থিতিতে মেম্বার তাঁকে ফোন করেন এবং এএসআই রবিউল ইসলাম ঘুষের টাকাটি মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ফেরত দিয়েছেন বলে জানান। কিন্তু উক্ত চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যপারে কিছুই জানেন না বলে তথ্যানুসন্ধান দলকে জানান।

*      ঘুষ গ্রহনের অভিযোগের বিষয়টি এবং তথ্যানুসন্ধান দলের সাথে এস আই রফিকুল ইসলামের দাম্ভিক, উদ্ধতপুর্ন আচরন এবং হুশিয়ারী ও হুমকি প্রদানের বিষয়টি তাত্ক্ষনিকভাবে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নওগাঁ জেলার পুলিশ সুপারকে মৌখিকভাবে অবগত করা হলে ত্বরিত ব্যাবস্থা নেওয়া হবে বলে উভয়ে  তথ্যানুসন্ধান দলকে আস্বস্ত করলেও এই রিপোর্ট প্রস্তুত করা পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করা হয় নি।

*      নওগাঁ জেলা কারাগারে কয়েদী ও হাজতীর সংখ্যা অনুযায়ী থাকার জায়গা, খাদ্য, বিনোদন ও চিকিৎসার অভাব প্রকটভাবে বিদ্যান। কয়েদী ও হাজতীদের চিকিৎসার জন্য এখানে কোন পুর্নাঙ্গ কারা হাসপাতাল নেই। এমন কি এ কারাগারে কয়েদী ও হাজতীদের চিকিৎসার জন্য সার্বক্ষিক কোন ডাক্তার নেই। একজন ফার্মাসিস্ট দিয়ে এ কারাগারের কয়েদী ও হাজতীদের জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।   

*      সর্বোপরি, ভিক্টিম আব্দুল বারী দুলু থানা হেফাজতে ঘুষের দাবীতে নির্যাতনপূর্বক চিকৎসা অবহেলা এবং নওগাঁ জেলা কারা কর্তৃপক্ষ কর্তৃক পূনঃচিকৎসা অবহেলায় মৃত্যুবরন করেন।
     
জাস্টিসমেকার্স বাংলাদেশ এর সুপারিশসুমূহ:

ঘটনাটি মানবাধিকারের লঙ্ঘন এবং এই লজ্জাকর মানবাধিকার লঙ্ঘন বিনা প্রতিকারে মেনে নেওয়া যায় না। বেঁচে থাকার অধিকার একটি অনস্বীকার্য মৌলিক মানবাধিকা। তাছাড়া, সকল মানুষের সঠিক চিকিৎসা পাওয়া ও নির্যাতনের হাত থেকে রেহায় পাওয়া অধিকার রয়েছে। পুলিশ কর্তৃক ঘুষের দাবীতে উল্লেখিত নির্যাতন ও  সঠিক চিকিৎসায় অবহেলা করা বাংলাদেশ সংবিধান ও বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিসমূহের সুস্পষ্ট লঙ্ঘন। কারন, বাংলাদেশ সংবিধানের ৩২ নং অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। তাছাড়া, সর্বজনীন মানবাধিকার ঘোষনা পত্রের ০৩ নং ধারা এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ০৫ নং ধারায় প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকার স্বীকার করা হয়েছে।

এমনিভাবে, বাংলাদেশ সংবিধানের ৩৫ (৫) নং অনুচ্ছেদে নির্যাতনকে সম্পূর্নভাবে নিশিদ্ধ করা হয়েছে। তাছাড়া সর্বজনীন মানবাধিকার ঘোষনা পত্রের ০৫ নং ধারা এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ০৬ নং ধারা সকল প্রকার নির্যতনকে নিষিদ্ধ ঘোষনা করেছে। এছাড়া নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি-১৯৮৪ তে নির্যাতনকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে।

আবার বাংলাদেশ সংবিধানের ১ (৫) নং অনুচ্ছেদে অন্ন, বস্ত্র, শিক্ষা, আশ্রয় ও চিকিৎসাসহ জীবন ধারনের মৌলিক উপকরনের ব্যাবস্থা’র আধিকার নিশ্চিত করা হয়েছে। তাছাড়া, সর্বজনীন মানবাধিকার ঘোষনা পত্রের ২৫ নং ধারা ও সামাজিক,অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ১২ নং ধারা প্রত্যেক নাগরিকের সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে এবং উল্লেখিত চুক্তিগুলোর সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ চুক্তিগুলো মানতে বাধ্য অর্থাৎ প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যাক্তি স্বাধীনতা প্রদান, সঠিক চিকিৎসা প্রদানের ব্যাবস্থা করা ও নির্যাতন প্রতিরোদধে  কার্যকর ব্যবস্থা গ্রহন করতে বাধ্য

জাস্টিসমেকার্স বাংলাদেশ উপরোল্লিখিত মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার দ্রুত সম্পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যাক্তিদের বিরদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ভিক্টিমের পরিবারকে উপযুক্ত শারীরিক ও মানষিক চিকিৎসা সেবা প্রদান ও উপর্যুক্ত ক্ষতিপুরনসহ তাদের পুনর্বাসনের জোর দাবীসহ নিম্বলিখিত সুনির্দিষ্ট দাবী জানাচ্ছেঃ

*      হাইকোটের বিচারক সমন্বয়ে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনপূর্বক ঘুষের দাবীতে থানা হেফাজতে নির্যাতিত ব্যবসায়ী মোঃ আব্দুল বারিক দুলু’র চিকিৎসা অবহেলায় মৃত্যুর ঘটনাটি দ্রুত সম্পূর্ণ তদন্ত করে তাঁর মৃত্যুর সঠিক কারন উদ্ঘাটনপূর্বক তদন্ত রিপোর্ট জনসম্মূখে প্রকাশ করা হক;

*      ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রকৃত দায়ী ব্যাক্তিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি প্রদান করা হক;

*      ভিক্টিমের পরিবারকে উপযুক্ত শারীরিক ও মানষিক চিকিৎসা সেবা প্রদান করা হোক;

*      ভিক্টিমের পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হক;

*      ভিক্টিমের পরিবারকে উপর্যূক্ত ক্ষতিপূরন প্রদানসহ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

*      সর্বোপরি তথ্যানুসন্ধানদলের সাথে উদ্ধত আচরনকারী, হুশিয়ার উচ্চারনকারী ও হুমকিদাতা পুলিশ অফিসারের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হোক;

*      আইন প্রয়োগকারী সংস্থার সকল সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরো সচেতন করার পদক্ষেপ গ্রহণ করা হোক;

*      ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লংঘনজনিত কাজ থেকে বিরত রাখার লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থার সকল সদস্যদের সংবিধানের মৌলিক অধিকার ও মানবাধিকার সম্পর্কে উপযুক্ত প্রশিক্ষন দেওয়া হোক;

*      নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের ১৪ নং ধারা থেকে রিজার্ভেশন প্রত্যাহার করা হোক;

*      নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের ঐচ্ছিক প্রটোকল অনুস্বাক্ষর করা হোক।





এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক, জাষ্টিসমেকার্স বাংলাদেশ, ঢাকা
কান্ট্রি অবজারভার-বাংলাদেশ, গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স, নেদারল্যান্ডস    
মোবাইল ফোনঃ ০১৭২০৩০৮০৮০, ০১৫৫৪৬০৪১৬০