Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Saturday, December 20, 2014

কল্যাণমূলক নয়, অধিকার ভিত্তিক আইন চাই!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়টি আমাদের রাষ্ট্র ও সমাজের প্রেক্ষাপটে খুবই গৌণ হিসেবে বিবেচনা করা হয়। এমনকি অধিকাংশ ক্ষেত্রে তাদের অধিকারসমূহকে অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান না করে অনুগ্রহ প্রদানের দৃষ্টিতে দেখা হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে মোট জনসংখ্যার ১০ শতাংশ অর্থাৎ প্রায় ১৮ মিলিয়ন প্রতিবন্ধী ব্যক্তির বসবাস। প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষত অধিকাংশ প্রতিবন্ধী নারী ও কিশোরীরা সমাজের নিকট থেকে

Friday, December 5, 2014

কুটনৈতিক কর্মকর্তাকে কি গ্রেফতার করা যায়?

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: জাল ভিসার সাহায্যে পরিচারিকাকে আমেরিকায় নিয়ে নির্ধারিত পারিশ্রমিকের থেকে কম টাকা দেয়ার অভিযোগে ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়ে গ্রেফতারের ঘটনায় ভারত-আমেরিকা কুটনৈতিক সম্পর্কের মধ্যে একধরনের  টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। দেবযানী খোবরাগাড়ের গ্রেফতারের তীব্র

Saturday, November 22, 2014

নারীর প্রতি সহিংসতা: আইনের কার্যকর প্রয়োগ হতে পারে অন্যতম সমাধান

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের অন্যতম লংঘন এবং একটি দেশের উন্নয়নে বড় বাঁধা। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার ব্যাপকতা ও ভয়াবহতা খুবই উদ্বেকজনক এবং তা দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। খুন, ধর্ষন, শ্লীনতাহানী, অপহরণ, এসিড নিক্ষেপ, যৌন হয়রানী, বাল্য বিবাহ, হিল্লা বিবাহ, ফতোয়ার

Saturday, November 8, 2014

মামলা জট নিরসনে প্রয়োজন নিয়মতান্ত্রিক সমন্বয় সাধন


অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: বর্তমানে বাংলাদেশে বিদ্যমান ফৌজদারি বিচার ব্যবস্থায় দেশের বেশীভাগ জনগণের সহজে প্রবেশগম্যতা নেই বললেই চলে। নৃতাত্ত্বিক সংখ্যালঘু, প্রতিবন্ধি সহ দরিদ্র নারী ও শিশুরাই বিশেষত সময়মত ন্যায় বিচার প্রাপ্তিতে বেশীরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে। বিচার নিষ্পত্তির ধীরগতি

Friday, October 24, 2014

জাত, পাত, পেশা ভিত্তিক বৈষম্য রুখো: সবার জন্য সমসুযোগ প্রতিষ্ঠা কর

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকতঃ আমাদের সমাজে দলিত সম্প্রদায়ের মানুষের প্রতি অবিরত অজস্র বৈষম্যমূলক নিষ্পেষণের ঘটনা ঘটে চলেছে, যা পত্র পত্রিকায় প্রকাশিত হয় না বলে আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। মহান মুক্তি যুদ্ধের ৪০ বছর পরও আমরা এ সমাজ থেকে জাত-পাত ও পেশা ভিত্তিক বৈশম্য দুর করতে পারিনি। দেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর

Friday, October 10, 2014

কারা ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান !

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকতঃবিচার ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক হিসেবে আদালতের দ্বারা ঘোষিত শাস্তি কার্যকর করার জন্য সরকার কর্তৃক পরিচালিত ব্যবস্থাপনায় কারা ব্যবস্থাপনা। অপরাধী ব্যক্তিকে সমাজে পুন:প্রতিষ্ঠিত করাই কারা ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্য। কিন্তু কারাগারের অব্যবস্থাপনার কারণে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে এই উদ্দেশ্য ব্যহত

Saturday, September 27, 2014

জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থায় সর্বজনিন পর্যায়বৃত্ত পুনরীক্ষণ কর্মপদ্ধতি

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: সর্বজনিন পর্যায়বৃত্ত পুনরীক্ষণ বা ইউপিআর জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থায় অন্তর্ভূক্ত একটি নব গঠিত কর্মপদ্ধতি। জাতিসংঘ সাধারন পরিষদ কর্তৃক ১৫ মার্চ ২০০৬ ইং তারিখের ৬০/২৫১ প্রস্তাবনার মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থায় নবগঠিত এই পদ্ধতি

Friday, September 12, 2014

নারী কারাবন্দী: মানবাধিকার বিহীন মানবেতর জীবন

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত:পারুল আক্তার (ছদ্দনাম), দেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স কমপ্লিট করে একটি বিভাগীয় সদরের নিম্ন আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে প্রাকটিস করছেন। একদিন রাতে হটাৎ করে কিছু থানা পুলিশ তাঁর বাড়ীতে এসে তাকে ওয়ারেন্টমুলে

Friday, August 29, 2014

কন্যা শিশুর বৈষম্যহীন সমঅধিকার ও সমসূযোগ নিশ্চিত কর

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: বরগুনা সদর উপজেলার এক প্রত্যন্ত গ্রামের দরিদ্র কৃষকের মেয়ে লতিফা বেগম (ছদ্দনাম)। দশ বছর আগে মাত্র তের বছর বয়সে বিয়ে হয়েছিল একই গ্রামের দিনমজুর কালামের সাথে। বিয়ের দুই বছর পর লতিফা বেগমের এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু পরিবারের

Saturday, August 16, 2014

মানবাধিকারকর্মীর অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা !

এডভোকেট শাহানূর ইসলাম সৈকত:মামলা প্রত্যাহারে মানবাধিকারকর্মীকে হুমকির অভিযোগ”; “ঢাকা আইনজীবী বারের সদস্য অ্যাডভোকেট শাহানূর ইসলামকে হত্যার হুমকি”; “মানবাধিকারকর্মীকে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে”; “মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক থানায় মানবাধিকারকর্মী

Saturday, August 2, 2014

গৃহশ্রমিকের অধিকারঃ আইন ও বাস্তবতা

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকতঃগৃহশ্রমিক, যার দিন শুরু হয় ভোরের পাখি ডাকার সাথে সাথে আর দিন শেষ হয় পৃথিবীর সব কোলাহল স্তব্ধ হলে। বাড়ীর সবার আগে ঘুম থেকে ওঠে যাদের ঘুমাতে যেতে হয় সবার পরে। সবার জন্য খাবার ব্যবস্থা করা সত্বেও যাদের সবার খাওয়া শেষে অবশিষ্ট খেয়ে ক্ষুধা

Saturday, July 19, 2014

সমকামী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় ইয়োগিয়াকার্টা প্রিন্সিপলস

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকতঃশুধুমাত্র যৌন প্রবৃত্তি ও লিঙ্গ পরিচয়ের কারণে মানবাধিকার লংঘনের ঘটনা সারা বিশ্বে আজ গুরুত্বর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যৌন প্রবৃত্তি ও লিঙ্গ পরিচয়ের কারণে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও দুর্ব্যবহার, যৌন নির্যাতন ও ধর্ষন, গোপনীয়তায় হস্তক্ষেপ,

Saturday, July 5, 2014

নির্যাতন প্রতিরোধে আইন কতটা কার্যকর?

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকতঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৩৫ (৫) অনুচ্ছেদে নির্যাতনকে সম্পূর্নভাবে নিষিদ্ধ করা সত্বেও আইনশৃখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্যাতন এখন নিত্যদিনের ব্যপার হয়ে দাড়িয়েছে। বাংলাদেশ সংবিধান ছাড়াও সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ধারা ৫ এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ধারা ৭ সকল প্রকার নির্যাতনকে নিষিদ্ধ ঘোষণা করেছে । এছাড়া নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি-১৯৮৪ তে নির্যাতনকে

Saturday, June 21, 2014

শিশুশ্রম কি নিষিদ্ধ?

অ্যাডভোকেট শাহানূর  ইসলাম সৈকত: অর্থনৈতিক কাঠামো ও সামজিক উন্নয়ন স্তরের উপর ভিত্তি করে বিশ্বের সকল সমাজ ও রাষ্ট্রে শিশুদের কিছু কিছু উৎপাদনমূলক কর্মে যুক্ত থাকাটা যদিও সাধারণ হিসেবে বিবেচনা করা হয়, তারপরও শিশুশ্রম সমগ্র বিশ্বে আজ বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। অর্থনৈতিক বাস্তবতা ও পারিবারিক প্রয়োজনে বাংলাদেশে ব্যাপকভাবে শিশুশ্রম দেখা যায় এবং বিষয়টিকে খুব সাধারণ বলে মনে করা হয়।

Saturday, June 7, 2014

কন্যাশিশুর প্রতি সহিংসতা: প্রতিরোধে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: বাংলাদেশ সরকারের আন্তরিকতা ও নাগরিক সমাজের অক্লান্ত প্রচেষ্ঠায় মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ছেলেদের সাথে সাথে কন্যাশিশুদের উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে লক্ষনীয়। এতে করে কন্যা শিশুদের বাড়ীর চার দেয়ালের গন্ডি ছেড়ে সর্বসাধারণের মাঝে বিচরণ বৃদ্ধি পেয়েছে। কন্যাশিশুদের সর্ব সাধারণের মাঝে বিচরণের সুযোগে তাদের প্রতি যৌন হয়রানির ঘটনাও আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।

Saturday, May 31, 2014

তবে কি সরকার জামায়াতে ইসলামীর সাথে গোপন আতাঁত করতে যাচ্ছে?

৭১ এর স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামাত শিবিরের বিচার করে জাতিকে দায়মুক্ত করার দাবী বাঙ্গালী জাতি দীর্ঘদিন থেকেই করে আসছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছার অভাবে তা হয়ে উঠছিল না। অবশেষে ৯ম সংসদ নির্বাচনের প্রাক্কালে মহান স্বাধীনতায় নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ যখন মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রতিজ্ঞা করেছিল তখন বাংঙ্গালি জাতি খুশিই হয়েছিল।ভেবেছিল যে রাজনৈতিক দল নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করতে পারে, সে রাজনৈতিক দল নিশ্চয় তাদের কথা রেখে মানবতাবিরোধী অপরাধীদের বিচারও করতে পারবে। তাইত বাঙ্গালী জাতির প্রানের চাওয়াকে বাস্তবে রূপ দিতে ভূমিধ্বস সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠন করেছিল।

Saturday, May 24, 2014

পুলিশ চাইলেই কি পরিচয় প্রদানে বাধ্য করতে পারে?

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকতঃ অপরাধমূলক কাজের অভিযোগে অভিযুক্ত আসামীর অধিকার সংরক্ষণে আইনের শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমন ল’ভুক্ত দেশসমূহে এসব অধিকারের মধ্যে অনেকগুলো বহু দশক ধরে বিভিন্ন মামলার নজীর থেকে উদ্ভুত হয়ে চুড়ান্ত রূপ লাভ করে। ফলে অধিকারগুলো অনেক সময় জটিল আকার ধারণ করে। ফৌজদারী মামলায় অভিযুক্ত আসামীর অধিকার ফৌজদারী কার্যবিধি এবং সাক্ষ্য আইন দ্বারা  বিভিন্নভাবে সংরক্ষিত হয়। ফৌজদারী মামলার

Tuesday, May 20, 2014

সংবাদ মাধ্যম কি আইন সম্পর্কে অবগত নয়, নাকি মানতে চায় না!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় জামিন পেয়েছে নিহত পুলিশ দম্পতির বাসার শিশু গৃহকর্মী। আজ দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালত তাকে জামিন দেন। দেশের অধিকাংশ সংবাদ মাধ্যম খবরটি গুরুত্বের সাথে প্রকাশ ও প্রচার করেছে।

Saturday, May 10, 2014

ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত :ফৌজদারি বিচার ব্যবস্থা বিচারক, সরকার পক্ষের আইনজীবী ও অভিযুক্ত পক্ষের আইনজীবীর সমন্বয়ে গঠিত এবং প্রতিটি পক্ষের কিছু নির্দিষ্ট ভুমিকা রয়েছে। বিচারকের ভুমিকা অভিযুক্ত অপরাধ সম্পর্কে উত্থাপিত প্রমাণের ভিত্তিতে প্রযোজ্য আইনের আলোকে নিরপেক্ষ সিদ্ধান্ত প্রদান করা। নিরপেক্ষ সিদ্ধান্ত প্রদানের জন্য বিচারককে সরকার পক্ষ ও অভিযুক্ত পক্ষের আইনজীবীর যুক্তি-তর্ক মনযোগ সহকারে শ্রবণ করতে হয়। সরকার পক্ষের আইনজীবী অভিযুক্ত

Monday, April 28, 2014

জেলায় জেলায় শিশু-আদালত গঠন: জনগণ সুফল পাবে তো!!!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
জেলায় জেলায় শিশু আদালত গঠন করে প্রজ্ঞাপন জারী করে এক যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অভিনন্দন বর্তমান আওয়ামী সরকার অভিনন্দন পাওয়ারই যোগ্য। চারিদিকে যখন প্রতিনিয়ত একের পর এক মানবাধিকার লংঘনজনিত ঘটনা ঘটেই চলেছে, আর সরকারের প্রতি দেশ বিদেশের প্রতিনিয়ত অনুরোধেও সরকারের টনক নড়ছে না,

আইনগত সহায়তা: জনগণের দোরগোড়ায় পৌঁছবে কি?

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত:প্রত্যেক বিচারপ্রার্থীর নিজে অথবা পছন্দমত আইনজীবী নিয়োগের মাধ্যমে চাপমুক্ত পরিবেশে ভয়ভীতির উর্দ্ধে থেকে বিচার প্রক্রিয়ায় অংশ গ্রহনের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সংবিধান, মানবাধিকার ঘোষণাপত্রসহ নাগরিক ও রাজনোইতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী স্বীকৃত এসব মানবাধিকার অনস্বীকার্য।

Saturday, April 12, 2014

Rise up Voice to End Violence against Women

Advocate Shahanur Islam: Bangladesh is one of the highest rated countries in the world where women face violence and discrimination in different form both in public and private space. Violence against women is wide spread and common phenomena as well as one of the major problems in the society. Most of the women in Bangladesh face rape, acid

Saturday, March 29, 2014

পারিবারিক সহিংসতা: আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্টদের ভূমিকা

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: সারাবিশ্বে পারিবারিক সহিংসতামূলক ঘটনা দীর্ঘকাল ধরে চলে আসলেও একবিংশ শতাব্দীর শেষ পর্যায়ে বিষয়টি বৈশ্বিক পর্যায়ে বিশেষ করে দক্ষিণ এশিয়ার সমাজ বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনসমূহের বিবেচনায় আসে। এ ক্ষেত্রে দেখা যায়, বাংলাদেশে যত রকম সহিংসতার ঘটনা ঘটে তার বেশীরভাগই পারিবারিক সহিংসতা। এর প্রত্যক্ষ শিকার নারী এবং পরোক্ষ শিকার শিশু ও পরিবারের অন্যান্য সদস্যগণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে শহরাঞ্চলের ৫৩% নারী

Friday, March 14, 2014

বাল্য বিবাহ প্রতিরোধ: আইন থাকলেও প্রয়োগ নেই

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত : একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা, বলেছিলেন প্রখ্যাত মনিষী ও দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট। অথচ আজ এই একুশ শতকে এসেও বাংলাদেশের ৬৬% মেয়ে এখনো শিক্ষা থেকে বঞ্চিত, যার প্রধান কারণ বাল্যবিবাহ। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্য বিবাহ একটি বড় বাঁধা। নারীর ক্ষমতায়নে প্রধানতম বাঁধা হিসেবেও বাল্যবিবাহকে চিহ্নিত করা যায়। বাল্য বিবাহের শিকার ছেলে বা মেয়ে সে

Saturday, March 1, 2014

প্রতিবন্ধীর স্বপ্ন: হুইল চেয়ারে বাংলাদেশ ভ্রমণ!!!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: প্রতিবন্ধী ব্যক্তির সার্বিক পরিস্থিতি উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক পদক্ষেপ গ্রহণের কথা প্রায়শই শোনা গেলেও  দেশের বর্তমান সামগ্রিক অবস্থায় তাদের প্রতি অবহেলা, অযত্ন, অজ্ঞতা, ভয় ও কুসংস্কারের ফলে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণ তেমন চোখে পড়ে না। যদিও দেশের জাতীয় উন্নয়ন, ক্ষমতায়নসহ সকল কর্মকাণ্ডে অংশগ্রহণে প্রতিবন্ধী ব্যক্তির

Saturday, February 15, 2014

আন্তর্জাতিক অপরাধ আদালত সংবিধি ও যুদ্ধাপরাধের বিচার

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: বিগত কয়েক শতকে সংঘটিত হয়েছে মানব ইতিহাসের জঘন্যতম ঘটনাসমূহগত কয়েক দশকে পৃথিবীর বিভিন্ন দেশে ২৫০টিরও বেশী যুদ্ধ সংঘটিত হয়েছেএতে ০৬ মিলিয়নেরও বেশী মানুষ মৃত্যুবরণ করেছেযার অধিকাংশ নারী ও শিশু ১৭০ মিলিয়নের ও বেশী মানুষ তাদের সহায় সম্পত্তি ও মান সম্মান হারিয়েছেযুদ্ধের ভয়াবহতার বেশিভাগ কথা আমরা ভুলে গেছিযদিও গুটি কয়েক যুদ্ধাপরাধীকে আমরা বিচারের সম্মুখীন করতে পেরেছি, তবে অধিকাংশ

Saturday, February 1, 2014

Women Have to Build their Own Fortune

Advocate Shahanur Islam: In the traditional societies, dignity and respect of women did not receive any significant value. Along the course of social revolutions and creations, the system of the society walked up to modernism, hence they were recognized a valuable role both in the family and society

Saturday, January 18, 2014

শ্রমিকের নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণের বিধান

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকতসাম্প্রতিককালে সাভার, আশুলিয়ায় পোশাক কারখানার ভবন ধস ও অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সমগ্র জাতি আজ সংকিত এবং উদ্বিগ্ন। যে শ্রমিকদের ঘামঝরা পরিশ্রমে উৎপাদিত পণ্য রপ্তানি করে দেশ সবচেয়ে বেশী বিদেশী মুদ্রা অর্জন করে অর্থনৈতিক চাকা সচল রেখেছে পোশাক

Friday, January 10, 2014

বন্ধ হোক ফাঁসির এই মহোৎসব!!!

আবুল কালাম আযাদ, জামাতে ইসলামী বাংলাদেশ দলের বিশিষ্ট নেতা। তবে সবকিছু ছাড়িয়ে যার বড় পরিচয় একাত্তরে হত্যা, লুণ্ঠন, ধর্ষন করার খ্যাতি সম্পন্ন বাচ্চু রাজাকার। একাত্তরে মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ তার ফাঁসির রায় ঘোষনা করেছে। দেশের সকল ইলেক্ট্রনিক আর প্রিন্ট মিডিয়া এই ফাঁসির রায়ের খবরসহ একাত্তরে তার কর্মকাণ্ডের বিশদ বিবরণ প্রকাশ ও প্রচার করে নিজেদের ধন্য করেছে। আরো একধাপ এগিয়ে আওয়ামীলীগ ও বাম দলসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলসমূহ এবং একই ঘরনার বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এবং জাতীয়সহ বেসরকারী মানবাধিকার ও উন্নয়ন সংগঠনসমূহ আজ আনন্দে আত্মহারা। দেশের মানুষের বহুদিনের প্রতিক্ষিত যুদ্ধাপরাধীদের মধ্যে অন্তত একজন রাজাকারের বিচার প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। ফাঁসির আদেশ হয়েছে। জাতি কলঙ্কমুক্ত হতে চলেছে। অচিরেই তার ফাঁসির রায় কার্যকর করে জাতি কলঙ্ক মুক্ত হবে।

Saturday, January 4, 2014

তথ্য অধিকার: আইনের প্রয়োগ ও জনসচেতনতা জরুরি!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকতঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭(১) অনুচ্ছেদে জনগণকে দেশের মালিক হিসেবে ঘোষণা করে মৌলিক অধিকার সংক্রান্ত তৃতীয় অধ্যায়ের ৩৯ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। তাছাড়া, জাতিসংঘ মানবাধিকার ঘোষণা পত্রের ১৯ ধারা