Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Saturday, October 3, 2015

র‍্যাবের বিরুদ্ধে হত্যা মামলা, এত সহজ?

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
আদালতে র‍্যাবের বিরুদ্ধে প্রথম হত্যা মামলা কোনটি তা হয়ত অনেকেই জানেন না।মামলাটি করেছিল শরিয়তপুর জেলার পালং থানা নিবাসী অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহমান খান তার একমাত্র পুত্র ফল ব্যবসায়ী আফজাল হোসেনকে নির্যাতন করে হত্যার অভিযোগে। শরিয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) অশোক কুমার অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি এজাহার হিসেবে নথিভুক্ত করতে

Friday, October 2, 2015

নারী অধিকার কি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে?

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
বাংলাদেশ সরকার নারী উন্নয়নে কিছু আইন প্রনয়নসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করলেও তা শুধু কাগজে কলমেই রয়ে গেছে, বাস্তবে তার প্রতিফলন আমরা খুব কমই দেখতে পাই। আইনে পতিতাবৃত্তি নিশিদ্ধ থাকলে ও বাস্তবে আমরা দেখতে পাই দেশের বিভিন্ন স্থানে সরকারের গোচরেই বেশ কিছু পতিতালয় রয়ে গেছে। আইন অনুযায়ী পতিতাদের সরকাররে পূনর্বাসন করার কথা কিন্তু সরকার এ বিষয়ে উদাসীন ভূমিকা পালন করছে।

Saturday, September 5, 2015

ডিজিটাল বিচার ব্যবস্থা সময়ের দাবি!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
ন্যায়বিচার পাওয়া অধিকার মানুষের সাংবিধানিক অধিকার। ন্যায়বিচার পেতে হলে নাগরিককে রাষ্ট্রের বিদ্যমান বিচার ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ন্যায়বিচার চাইতে হয়। রাষ্ট্র প্রচলিত বিচার প্রক্রিয়া অনুসরণ করে নাগরিককে ন্যায়বিচার প্রদান করে। সব দেশে ন্যায়বিচার পাওয়ার এটাই সাধারণ পদ্ধতি।আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু আমাদের আইন ও বিচার প্রক্রিয়া ঔপনিবেশিক বিচার ব্যবস্থার ধারাবাহিকতায় সৃষ্টি হয়েছে।

Saturday, August 1, 2015

মানব পাচারের শেষ কোথায়?

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
২০১৪ সালের শেষ দিকের কথা? সেসময় গণমাধ্যমের কল্যানে ইরাকে শ্রম পাচারের শিকার ১৮০ জন ব্যক্তির আর্তনাদ শুনেছিল এদেশের আপাময় জনতা । কতিপয় মানবাধিকার সংস্থার প্রচেষ্টায় শুধুমাত্র জীবন নিয়ে দেশে ফিরতে পারলেও ভিটে মাটিসহ সবকিছু হাড়িয়ে তাড়া নিঃস্ব হয়ে পড়েছিল। সেসময় কিছুদিন দেশীয় গণমাধ্যম বিষয়টি নিয়ে উচ্চ-বাচ্য করলেও সময়ের পরিক্রমায় সব কিছু স্থিমিত হয়ে যায়।

Friday, May 1, 2015

সমকামীতা সম্পর্কে সঠিক তথ্য জানুন: ভ্রান্ত ধারণা দূর করুন!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
আমদের দেশের অধিকাংশ জনগণ সমকামিতা সম্পর্কে সঠিক তথ্য জানে না। ফলে তারা একদিকে সমকামীতাকে যখন্য অপরাধ ও পাপ বলে মনে করে আবার অন্যদিকে সমকামি ব্যক্তির প্রতি বিভিন্নভাবে বৈষম্য ও অত্যাচার, নিপীড়ন করে। তাই সমকামী ব্যক্তির প্রতি বৈষম্য ও অত্যাচার, নিপীড়ন না করে সমকামীতা সম্পর্কে সঠিক তথ্য জানুন।

Wednesday, April 15, 2015

আসুন সমকামি ব্যক্তিকে মানুষ হিসেবে মর্যাদা দেই!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
সমকামিতার কথা শুনলেই কেন জানি আমাদের সমাজের অধিকাংশ মানুষই নাক সিটকায়। বিষয়টিকে যখন্য আপরাধ মনে করে সমকামী ব্যক্তিকে ঘৃনার চোখে দেখে। যদি কখনো কোনো পরিবারে সমকামী ব্যক্তি আছে বলে পরিবারের সদস্যরা জানতে পারে তবে তার প্রতি বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন নেমে আছে। অনেক সময় সমকামী ব্যক্তিকে জোড়পূর্বক বিপরীত লিঙ্গের সাথে বিবাহ দেওয়া হয়। যা তার মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটায়।

Saturday, February 28, 2015

সমকামি ব্যক্তির প্রতি কোন বৈষম্য নয়!

সমকামিতা হল একটা যৌন প্রকারভেদ।  প্রকৃতিতে নারী-পুরুষের যৌন কাঠামোর বাইরে ও ভিন্ন ধরনের যৌন কাঠামো আছে।  তার মধ্যে রয়েছে পুরুষ-পুরুষ সম্পর্ক, আর নারী-নারী সম্পর্ক, যারা নারী বা পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট এবং ট্রান্সজেন্ডার আমরা যাদের হিজড়া বলি। এসবই প্রাকৃতিক ব্যাপার তার জীনগত ভিত্তি আছে, প্রানী বৈচিত্র্যগত ভিত্তি আছে.

Sunday, February 15, 2015

বিচারপূর্ব আটক: দেশের সার্বিক উন্নয়নে অন্তরায়!

 অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: বর্তমান সময়ে দেশের রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির ফলে আইন শৃঙ্খলা বাহিনী কর্তীইক আটকের সংখ্যাও বৃদ্ধি পেয়ে চলেছে। প্রতিদিন খবরের কাগজে চোখ বুলালে সারা দেশে বিরোধী দলীয় শতশত নেতা, কর্মী ও সমর্থকদের আটক ও গ্রেফতারের খবর আমরা দেখি। যাদের মধ্যে অনেকেই দোষী আবার অনেকেই নির্দোষ। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে লাখ লাখ অভিযুক্ত ব্যক্তি বিচারপুর্ব কারাগারে অন্তরীন থেকে বিচারের আগেই কার্যত শাস্তি ভোগ করছে।

Sunday, February 1, 2015

আন্দোলনের নামে নাগরিক অধিকার খর্ব হতে পারে?

শাহানূর ইসলাম সৈকত
<a href='http://orangebd.com/ads/www/delivery/ck.php?n=ae54c20f&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://orangebd.com/ads/www/delivery/avw.php?zoneid=46&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=ae54c20f' border='0' alt='' /></a> বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জামায়াত জোটকে গত ৫ জানুয়ারি ২০১৫ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে না দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার দলীয় কার্যালয়ে অবরুদ্ধ রাখার প্রতিবাদে গত ৬ মার্চ থেকে বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে। সড়কপথ, রেলপথ, নৌপথে কোন প্রকার যানবাহন চলবে না বলে তারা ঘোষণা দিয়েছে। অবরোধের সমর্থনে তারা দেশের দণ্ডু একটি জায়গায় মিছিল-সমাবেশ করা ও যানবাহন চলাচলে বাধা দেয়ার চেষ্টা করেছে। কিন্তু সরকারের পুলিশি অ্যাকশনের ভয়ে (নাকি জনসর্থন না থাকায়) দলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে গিয়েছে। যদিও বা কাউকে কাউকে কদাচিৎ দেখা যাচ্ছে, কিন্তু তারা বাড়ির ড্রয়িংরমে বসে চানা-মুড়ি গলাধঃকরণ করছে আর টিভিতে অবরোধের চিত্র অবলোকন করছে। অপরদিকে সেসব নেতা আত্মগোপনে আছেন তারা মাঝে মাঝে তোরাবোরা পাহাড়ের গুহা থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে অবরোধ সফলতা কামনা করছে ।

তবে কি অবরোধের কারণে কোন যানবাহন চলাচল করছে না? ঢাকা শহরে যা যানজট তাতে তো মনে হয় না দেশে কোন অবরোধ আছে! আর দেশের অন্যান্য জায়গায়? এত বেশি যানজট না থাকলেও স্বাভাবিকের তুলনায় একটু কম যানবাহন চলাচল করছে। প্রভাব পড়েছে শুধু আন্তঃজেলা বাস চলাচলে, চলছে না বললে অত্ত্যক্তি হবে না। তবে কি আন্তঃজেলা বাস মালিকরা অবরোধকে সমর্থন করছে? তারা কি বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধের সমর্থনে বাস চলাচল বন্ধ রেখেছে? যদি তা ভাবি তবে আমি এখনও বোকার স্বর্গে বাস করছি।

গত কয়েকদিনের অবরোধে আমারা কি দেখতে পেয়েছি? বিএনপি-জামায়াত জোটের কিছু সন্ত্রাসী কর্মকা-! আন্দোলন নয়! আঁধার অথবা জনসমাগমের মধ্য থেকে হটাৎ উদয় হয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ বা কয়েকটি যানবাহন ভাঙচুর অথবা পেট্রল ঢেলে দিয়ে কয়েকটি গাড়ি পোড়ানো। সঙ্গে কিছু মানুষ (নারী ও শিশু) পুড়িয়ে কয়লা বানানো। এই হচ্ছে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকা- আন্দোলনের নমুনা। তারই ভয়ে বাস মালিকরা আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রেখেছে, অবরোধকে সমর্থন করে নয়।

অবরোধের নামে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকা- আন্দোলন কার বিরুদ্ধে? সরকারের? সরকার ত দিব্যি তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। দামি গাড়ি হাঁকিয়ে সরকারের এমপি-মন্ত্রীরা অফিস করছে। তবে কি আমার মতো আমজনতার বিরুদ্ধে? হ্যাঁ, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকা- আন্দোলন আমার মতো আমজনতার বিরুদ্ধে। যারা কিনা দিন আনি দিন খাই। যাদের কিনা একদিন অফিস না গেলে বেতন কাটা যায়। যাদের কিনা নুন আনতে পান্তা ফুরায়। তাইতো বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকা-ে জীবনকে হাতের মুঠোয় নিয়ে ৩ নাম্বার আর ৬ নাম্বার বাসে ঝুলতে ঝুলতে প্রতিদিন অফিসে যেতে হয়, কাজেকর্মে যেতে হয়। কখন যেন ককটেলের আঘাতে পঙ্গু হয়ে যাই বা দুচোখ অন্ধ হয়ে যাই অথবা পুড়ে কয়লা হয়ে যাই সেই শঙ্কায় প্রতিটি মুহূর্ত কাটে।

আমার চলাচলে বিঘ্ন ঘটানোর অধিকার বিএনপি-জামায়াত জোটকে কে দিয়েছে? আমি তো দেইনি! আমজনতা, আপনি কি দিয়েছেন? মনে তো হয় না আপনেও দিয়েছেন! তবে কেন বিএনপি-জামায়াত জোট আজ আমার নাগরিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে? ক্ষমতার লোভে?

আমার যেমন অধিকার আছে নির্বিঘ্নে আমার সব নাগরিক অধিকার ভোগ করার। তেমনি বিএনপি-জামায়াত জোটেরও অধিকার আছে আন্দোলন করার। যত খুশি পারুক তারা আন্দোলন করুক। কেউ কিছু বলবে না। তবে তা করতে হবে নাগরিক অধিকারের প্রতি সম্মান দেখিয়ে। আন্দোলনের কারণে যেন একজন মানুষেরও নাগরিক অধিকার খর্ব না হয়। কারণ নিজ অধিকার ভোগ করতে গিয়ে যদি অন্যের অধিকার খর্ব হয় তবে তা আর অধিকার থাকে না, তা অপরাধে পরিণত হয়। এটাই আইন, এটাই সভ্য সমাজের নিয়ম।

কিন্তু বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে যা করছে তা কোনভাবেই তারা তাদের অধিকার ভোগ করছে বলা যায় না। বরং তা সবই সন্ত্রাসী কর্মকা- অর্থাৎ অপরাধ বলেই মনে হচ্ছে। কারণ তাদের আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকা-ের ফলে আমার মতো আমজনতার নাগরিক অধিকার শুধু খর্ব নয় ভূলুণ্ঠিত হচ্ছে। তাই বিএনপি-জামায়াত জোট যদি নাগরিক অধিকারের প্রতি নূ্যনতম শ্রদ্ধাশীল হয় তবে দেশের মালিক আমজনতার সামান্য সমস্যা হয় এমন কাজ করা থেকে তারা এখনি বিরত হবে।
- See more at: http://www.sangbad.com.bd/index.php?ref=MjBfMDFfMjFfMTVfMl8yM18xXzE3MTkzNg%3D%3D#sthash.OdVNReoC.gDMXJi8p.dpuf
শাহানূর ইসলাম সৈকত
<a href='http://orangebd.com/ads/www/delivery/ck.php?n=ae54c20f&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://orangebd.com/ads/www/delivery/avw.php?zoneid=46&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=ae54c20f' border='0' alt='' /></a> বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জামায়াত জোটকে গত ৫ জানুয়ারি ২০১৫ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে না দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার দলীয় কার্যালয়ে অবরুদ্ধ রাখার প্রতিবাদে গত ৬ মার্চ থেকে বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে। সড়কপথ, রেলপথ, নৌপথে কোন প্রকার যানবাহন চলবে না বলে তারা ঘোষণা দিয়েছে। অবরোধের সমর্থনে তারা দেশের দণ্ডু একটি জায়গায় মিছিল-সমাবেশ করা ও যানবাহন চলাচলে বাধা দেয়ার চেষ্টা করেছে। কিন্তু সরকারের পুলিশি অ্যাকশনের ভয়ে (নাকি জনসর্থন না থাকায়) দলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে গিয়েছে। যদিও বা কাউকে কাউকে কদাচিৎ দেখা যাচ্ছে, কিন্তু তারা বাড়ির ড্রয়িংরমে বসে চানা-মুড়ি গলাধঃকরণ করছে আর টিভিতে অবরোধের চিত্র অবলোকন করছে। অপরদিকে সেসব নেতা আত্মগোপনে আছেন তারা মাঝে মাঝে তোরাবোরা পাহাড়ের গুহা থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে অবরোধ সফলতা কামনা করছে ।

তবে কি অবরোধের কারণে কোন যানবাহন চলাচল করছে না? ঢাকা শহরে যা যানজট তাতে তো মনে হয় না দেশে কোন অবরোধ আছে! আর দেশের অন্যান্য জায়গায়? এত বেশি যানজট না থাকলেও স্বাভাবিকের তুলনায় একটু কম যানবাহন চলাচল করছে। প্রভাব পড়েছে শুধু আন্তঃজেলা বাস চলাচলে, চলছে না বললে অত্ত্যক্তি হবে না। তবে কি আন্তঃজেলা বাস মালিকরা অবরোধকে সমর্থন করছে? তারা কি বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধের সমর্থনে বাস চলাচল বন্ধ রেখেছে? যদি তা ভাবি তবে আমি এখনও বোকার স্বর্গে বাস করছি।

গত কয়েকদিনের অবরোধে আমারা কি দেখতে পেয়েছি? বিএনপি-জামায়াত জোটের কিছু সন্ত্রাসী কর্মকা-! আন্দোলন নয়! আঁধার অথবা জনসমাগমের মধ্য থেকে হটাৎ উদয় হয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ বা কয়েকটি যানবাহন ভাঙচুর অথবা পেট্রল ঢেলে দিয়ে কয়েকটি গাড়ি পোড়ানো। সঙ্গে কিছু মানুষ (নারী ও শিশু) পুড়িয়ে কয়লা বানানো। এই হচ্ছে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকা- আন্দোলনের নমুনা। তারই ভয়ে বাস মালিকরা আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রেখেছে, অবরোধকে সমর্থন করে নয়।

অবরোধের নামে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকা- আন্দোলন কার বিরুদ্ধে? সরকারের? সরকার ত দিব্যি তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। দামি গাড়ি হাঁকিয়ে সরকারের এমপি-মন্ত্রীরা অফিস করছে। তবে কি আমার মতো আমজনতার বিরুদ্ধে? হ্যাঁ, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকা- আন্দোলন আমার মতো আমজনতার বিরুদ্ধে। যারা কিনা দিন আনি দিন খাই। যাদের কিনা একদিন অফিস না গেলে বেতন কাটা যায়। যাদের কিনা নুন আনতে পান্তা ফুরায়। তাইতো বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকা-ে জীবনকে হাতের মুঠোয় নিয়ে ৩ নাম্বার আর ৬ নাম্বার বাসে ঝুলতে ঝুলতে প্রতিদিন অফিসে যেতে হয়, কাজেকর্মে যেতে হয়। কখন যেন ককটেলের আঘাতে পঙ্গু হয়ে যাই বা দুচোখ অন্ধ হয়ে যাই অথবা পুড়ে কয়লা হয়ে যাই সেই শঙ্কায় প্রতিটি মুহূর্ত কাটে।

আমার চলাচলে বিঘ্ন ঘটানোর অধিকার বিএনপি-জামায়াত জোটকে কে দিয়েছে? আমি তো দেইনি! আমজনতা, আপনি কি দিয়েছেন? মনে তো হয় না আপনেও দিয়েছেন! তবে কেন বিএনপি-জামায়াত জোট আজ আমার নাগরিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে? ক্ষমতার লোভে?

আমার যেমন অধিকার আছে নির্বিঘ্নে আমার সব নাগরিক অধিকার ভোগ করার। তেমনি বিএনপি-জামায়াত জোটেরও অধিকার আছে আন্দোলন করার। যত খুশি পারুক তারা আন্দোলন করুক। কেউ কিছু বলবে না। তবে তা করতে হবে নাগরিক অধিকারের প্রতি সম্মান দেখিয়ে। আন্দোলনের কারণে যেন একজন মানুষেরও নাগরিক অধিকার খর্ব না হয়। কারণ নিজ অধিকার ভোগ করতে গিয়ে যদি অন্যের অধিকার খর্ব হয় তবে তা আর অধিকার থাকে না, তা অপরাধে পরিণত হয়। এটাই আইন, এটাই সভ্য সমাজের নিয়ম।

কিন্তু বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে যা করছে তা কোনভাবেই তারা তাদের অধিকার ভোগ করছে বলা যায় না। বরং তা সবই সন্ত্রাসী কর্মকা- অর্থাৎ অপরাধ বলেই মনে হচ্ছে। কারণ তাদের আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকা-ের ফলে আমার মতো আমজনতার নাগরিক অধিকার শুধু খর্ব নয় ভূলুণ্ঠিত হচ্ছে। তাই বিএনপি-জামায়াত জোট যদি নাগরিক অধিকারের প্রতি নূ্যনতম শ্রদ্ধাশীল হয় তবে দেশের মালিক আমজনতার সামান্য সমস্যা হয় এমন কাজ করা থেকে তারা এখনি বিরত হবে।
- See more at: http://www.sangbad.com.bd/index.php?ref=MjBfMDFfMjFfMTVfMl8yM18xXzE3MTkzNg%3D%3D#sthash.OdVNReoC.gDMXJi8p.dpuf
অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জামায়াত জোটকে গত জানুয়ারি ২০১৫ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে না দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার দলীয় কার্যালয়ে অবরুদ্ধ রাখার প্রতিবাদে গত মার্চ থেকে বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে। সড়কপথ, রেলপথ, নৌপথে কোন প্রকার যানবাহন চলবে না বলে তারা ঘোষণা দিয়েছে। অবরোধের সমর্থনে তারা দেশের দণ্ডু একটি জায়গায় মিছিল-সমাবেশ করা যানবাহন চলাচলে বাধা দেয়ার চেষ্টা করেছে।

Friday, January 16, 2015

বিচারপূর্ব আটক: সার্বিক আইনশৃংখলা রক্ষার স্বার্থে প্রয়োজন

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত:বর্তমান সময়ে দেশের রাজনৈতিক সন্ত্রাস বৃদ্ধির ফলে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটকের সংখ্যাও বৃদ্ধি পেয়ে চলেছে। প্রতিদিন গণমাধ্যমে চোখ রাখলেই সারা দেশে শতশত রাজনৈতিক সন্ত্রাসী আটক ও গ্রেফতারের খবর আমরা দেখি। যাদের অধিকাংশ আন্দোলনের নামে ককটেল বিষ্ফোরণ, যানবাহন ভাংচুর ও পেট্রোল বোমা মেরে যানবাহনসহ যাত্রী পুরে মারার মত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত।

Thursday, January 1, 2015

খাদ্যে ভেজাল বিরোধী প্রচলিত আইন ও শাস্তি

অ্যাডভোকট শাহানূর ইসলাম সৈকত :নিত্য প্রয়োজনীয় ভেজাল খাদ্যদ্রব্য সাধারণ মানুষের জন্য ভয়ংকর বিপদের কারণ হয়ে দাড়িয়েছে। বাজারে প্রায় সব ধরনের শাক-সব্জি, দুধ, ফল-মুল ও মাছ-মাংসে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায় । আম, কাঁঠাল, আনারস, লিচু, আপেল, আংগুর সহ সব ধরনের ফল পাকাতে এবং টাটকা দেখাতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইড, ইথানল ও ফরমালিন-যা মানবদেহের জন্য অতীব ক্ষতিকর ।স্থল, বিমান ও নৌ-বন্দরের সংশ্লিষ্ট বিভাগ থেকে আমদানী করা