Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***
Showing posts with label MINORITY RIGHTS. Show all posts
Showing posts with label MINORITY RIGHTS. Show all posts

Friday, July 1, 2022

JusticeMakers Bangladesh concerns over the arrest of lesbian girl in Meherpur

The human rights organization JusticeMakers Bangladesh has expressed deep concern and anger over the filling false and fabricated case of kidnapping against a sexual minority lesbian girl and sent to her to jail custody in Meherpur to prevent homosexuality.

At the same time, JusticeMakers Bangladesh has strongly demanded that the all culprits involved in the incident to be given exemplary punishment after investigated quickly and impartially.

Monday, June 27, 2022

হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠীকে পরিবারেই পুনর্বাসন করতে হবে

হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠী জন্মের পর পরিবারেই প্রথম বৈষম্যের শিকার হন। সামাজিক নানান চাপে বাবা-মা তাঁদের পরিবার থেকে বের করে দিতে বাধ্য হন। এই জনগোষ্ঠী উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হন। বাবা-মা যাতে এই ধরনের সন্তানকে পরিবার থেকে বের করে না দেন এবং উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত না করেন সে জন্য আইন প্রণয়ন করতে হবে।

Thursday, June 23, 2022

আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ট্রান্সজেন্ডারেরা

দেশের প্রচলিত আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ট্রান্সজেন্ডারেরা। তারা নানামুখী হয়রানির শিকার হচ্ছে। অথচ ন্যায্য নাগরিক অধিকারটুকুও পাচ্ছে না।

লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর আইনি সুরক্ষা ও অধিকার সংরক্ষণে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত মতবিনিময় সভায় আলোচকেরা এমন মন্তব্য করেন। এলইজিডি প্রকল্পের সহযোগিতায় এই সভার আয়োজন করে ‘সম্পর্কের নয়া সেতু’।

Wednesday, June 22, 2022

তৃতীয় লিঙ্গের জনগণের উন্নয়নের অন্তরায় হিজড়া গুরু

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও মুলস্্েরাতধারার সাথে যুক্ত করতে হলে একটি কাঠামো ও শৃংখলার মধ্যে নিয়ে আসতে হবে। সেইসাথে প্রথমে হিজড়া গুরু প্রথা বন্ধ করতে হবে। কারন গুরুরা সাধারণ তৃতীয় লিঙ্গের সদস্যদের মারাত্বকভাবে নির্যাতন করে। দিন শেষে গুরুর দেয়া নির্ধারিত টাকা না দিতে পারলে খাওয়া বন্ধসহ মানষিক ও শারীরিক নির্যাতন করে। এই পেশা থেকে বেরিয়ে আসতে চাইলে গুরুরা তা মেনে নেয় না। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক এসব কথা বলেছেন।

Friday, June 17, 2022

ঝালকাঠিতে সমকামী গৃহবধুর হাত থেকে প্রতিকার চেয়ে আদালতে নালিশী অভিযোগ

ঝালকাঠিতে সমকামী গৃহবধুর হাত থেকে প্রতিকার চেয়ে আদালতে নালিশী অভিযোগ পাওয়া গেছে। বাদী ও মামলা সূত্রে জানা যায়, ছদ্দবেশী এক যুবতীর সাথে বসবাস করে আসছিলো রাজাপুর সদরের ৩ সন্তানের জননী এক গৃহবধু। এই গৃহবধু ছদ্দবেশীর সঙ্গে চিরদিন জীবন সঙ্গী হয়ে থাকবেন বলে শপথ করিয়া বসবাস শুরু করেন। ছদ্দবেশীর বেশ ভুষায় পুরুষ মনে হলেও সে নিজেকে মেয়ে বলে দাবী করেন। ছদ্দ নাম তার রিপন হলেও নিজেকে মারুফা বলে দাবী করেন তিনি। কাউখালী উপজেলার আইরন এলাকার মানিক তালুকদারের মেয়ে বলে তিনি নিজেকে দাবী করেন। বাদী ও মামলা সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলার পশ্চিম রাজাপুর এলাকার মোঃ ছালাম সিকদারের মেয়ে সোহেলী আক্তার (৩৫)। অবশষে সেই গৃহবধুর হাত থেকে প্রতিকার চেয়ে আদালতে প্রতিকারের প্রার্থনা করেছেন রিপন ওরফে মারুফা আক্তার (২৮)।

Thursday, June 9, 2022

প্রতিবন্ধী-ট্রান্সজেন্ডারদের চাকরি দিলে কর ছাড়

প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর মানুষদের চাকরি দিলে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশেষ কর ছাড়ের প্রস্তাব দেয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সেই বাজেটেই এমন ঘোষণা দেন তিনি।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘যদি কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর ১০ শতাংশ বা ২৫ জনের অধিক প্রতিবন্ধী বা ট্রান্সজেন্ডার ব্যক্তিদের নিয়োগ দেয়, তবে ওই কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ, যেটি কম, তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে অনুমোদনের প্রয়োজনীয় বিধান সংযোজনের প্রস্তাব করছি।’

Wednesday, June 1, 2022

বগুরায় যৌন সংখ্যালঘু রপান্তরকামী হোচিমিন ইসলামের পরিবারকে একঘরে করে রাখায় জাস্টিসমেকার্স বাংলাদেশের উদ্বেগ ও প্রতিবাদ।

বগুরায় যৌন সংখ্যালঘু রুপান্তরকামী সম্প্রদায়ের ব্যক্তি হোচিমিন ইসলামের পরিবারকে গত দুইমাস যাবত একঘরে করে রাখার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।

একই সাথে উল্লেখিত মানবাধিকার লংঘনের মত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার করত দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী করেছে জাস্টিসমেকার্স বাংলাদেশ।

Friday, May 27, 2022

বরিশালে যৌন সংখ্যালঘু সমকামী শিক্ষককে বরখাস্ত করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ।

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ফার্সেসি বিভাগের যৌন সংখ্যালঘু সমকামী সম্প্রদায়ের এক শিক্ষককে ছাত্রদের সমকামিতার প্রস্তাব দেওয়‌ার মিথ্যা অভিযোগে সাময়িক অব‌্যাহতি দেওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

একই সাথে উক্ত ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িত অপরাধীকে বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

গত ২৬ মে ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে অনলাইন পত্রিকা বিডিনিউজ২৪ ডট কম এ প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ফার্সেসি বিভাগের চুক্তিভিত্তিক এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের সমকামিতার প্রস্তাব দেওয়‌ার অভিযোগ ওঠায় তাকে সাময়িক অব‌্যাহতি দেওয়া হয়েছে।

Friday, April 29, 2022

টাকা তোলা নিয়ে হিজড়া সাদিয়াকে মারধর

বাজারে টাকা উত্তোলনকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির হিজড়া সম্প্রদায়ের প্রধান সাদিয়া আক্তারকে মারধর করেছে অপরপক্ষের হিজড়া মোজাহার ওরফে সুমি। এ ঘটনায় সাদিয়া আক্তার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় চারজনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন।


এজাহার দেওয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন। 

Saturday, April 16, 2022

হিজড়াদের বাসায় যুবকের ঝুলন্ত মরদেহ

নোয়াখালীর মাইজদীতে হিজড়াদের বাসা থেকে তারেক হোসেন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ হিজড়ারা তারেককে পিটিয়ে হত্যা করেছে।

গতকাল শুক্রবার রাত ৮ টায় শহরের হাসপাতাল সড়কের পশ্চিম মাইজদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তারেক জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

Tuesday, April 12, 2022

ট্রান্সজেন্ডারদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলায় ট্রান্সজেন্ডারদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। উপজেলার বাংলাবাজার বটতলা এলাকায় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন স্বর্ণা, রিদিলা, জারা, সুমনা, সাগরিকা, পাপড়ি ও শারমিন। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Wednesday, April 6, 2022

কিশোরের যৌনাঙ্গ কর্তন: ট্রান্সজেন্ডার জুঁই কারাগারে

মাদারীপুরে মাদ্রাসাছাত্রের যৌনাঙ্গ কর্তনের ঘটনায় ট্রান্সজেন্ডার জুঁই আক্তারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সদর উপজেলার খোঁয়াজপুর এলাকা থেকে মঙ্গলবার জুঁইকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক ফয়সাল আল মামুন তাকে কারাগারে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক রমেশ চন্দ্র দাস।

Friday, March 18, 2022

পুলিশের উদ্যোগে ট্রান্সজেন্ডারদের জন্য পার্লার-ফুডকোর্ট

ঢাকার সাভারে ট্রান্সজেন্ডার নারীদের পুনর্বাসনের লক্ষ্যে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজির উদ্যোগে দুটি বিউটি পার্লার ও একটি ফুডকোর্ট চালু করা হয়েছে।

আশুলিয়ার নিরিবিলি ও ডেন্ডাবর এলাকায় শুক্রবার দুপুরে বিউটি পার্লার দুটি ও ফুড কোর্ট উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

Thursday, March 17, 2022

হিজড়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় চুমকি (২৬) নামে এক হিজড়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।শুক্রবার (১৮ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ নারীসহ তিনজনকে আটক করেছে।

Thursday, March 10, 2022

ট্রান্সজেন্ডারদের সুরক্ষায় হচ্ছে আইন

বৈষম্য ও লাঞ্ছনার শিকার ট্রান্সজেন্ডারদের সুরক্ষা ও অধিকার এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে আইন তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। ‘ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন’ নামের আইনটি পাস হলে বৈষম্য থেকে অনেকটাই মুক্তি মিলবে ট্রান্সজেন্ডারদের। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক রবিউল ইসলাম।  তিনি বলেছেন, ‘আইনটি পাস হলে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর বৈষম্য ও হয়রানির থেকে মুক্তি মিলবে।’

Wednesday, February 23, 2022

মা-বাবার সম্পত্তি পাবেন ট্রান্সজেন্ডার

মা-বাবার সম্পদে ট্রান্সজেন্ডার সন্তানের অধিকার নিশ্চিত করতে এ-সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমি ভবনে স্থাপিত মডেল শিশু দিবা যত্ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার তিনি এ তথ্য জানিয়েছেন।

Sunday, February 20, 2022

করোনায় চিকিৎসা নিতে বৈষম্যের শিকার ট্রান্সজেন্ডাররা

করোনা মহামারি মধ্যে চিকিৎসা সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি বৈষম্য ও লাঞ্চনার শিকার হয়েছেন ট্রান্সজেন্ডার গোষ্ঠীর সদস্যরা। লাঞ্চনার ভয়ে অনেকে নির্দিষ্ট কিছু সেবাকেন্দ্র ছাড়া অন্য কোথাও সেবা নিতে যাননি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

করোনা মহামারি পরিস্থিতিতে এ গোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য সংকট, বৈষম্য নিরসনে করণীয় শীর্ষক এক সংলাপে রোববার দুপুরে অংশ নিয়ে এমন অভিযোগ করেন ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর স্বাস্থ্য, সেবা ও আইনি অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার ‘সম্পর্কের নয়া সেতু’ সভাপতি জয়া সিকদার।

Thursday, February 17, 2022

ট্রান্সজেন্ডারের সঙ্গে শিশু, ফাঁড়িতে হট্টগোল

জামালপুর থেকে ঢাকার উদ্দেশে যাওয়া একটি বাসে ছিলেন মনিকা হিজড়া নামে এক ট্রান্সজেন্ডার। তার সঙ্গে ছিল ১০ বছরের একটি মেয়ে। ট্রান্সজেন্ডারের সঙ্গে শিশু দেখে বাসযাত্রীদের সন্দেহ হয়। তাদের একজন ৯৯৯-এ কলও দেন। পুলিশ গিয়ে শিশুসহ মনিকাকে আটক করে।

টাঙ্গাইল শহরের এলজিইডি মোড়ের সদর পুলিশ ফাঁড়িতে হট্টগোল। ট্রান্সজেন্ডারদের একটি দল লাঠিসোঁটা নিয়ে হাজির। কয়েকজন ইট-পাটকেলও ছুড়ে মারেন। এতে ভেঙে পড়ে জানালার কিছু কাচ। তাদের বাধা দিতে গেলে কিঞ্চিত আহতও হন উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ।

Monday, February 14, 2022

ভালোবাসা দিবসে টিকা নিয়ে খুশি ট্রান্সজেন্ডাররা

করোনাভাইরাস প্রতিরোধে নিজেদের সুরক্ষা নিশ্চিতে টিকার আওতায় এলেন ট্রান্সজেন্ডাররা।

ট্রান্সজেন্ডারদের দাবি, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের জটিলতায় এতোদিন টিকাবঞ্চিত ছিলেন তারা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ব্র্যাকের সহযোগিতায় ভাসমান জনগোষ্ঠীর টিকাদান কর্মসূচিতে ট্রান্সজেন্ডারদের এ টিকাদান করা হয়।

Sunday, February 13, 2022

সবাই গালি দেয়, ভিক্ষা না করলে খাব কী?

রাজধানীর বেশির ভাগ ট্রাফিক সিগন্যালে তৃতীয় লিঙ্গের কয়েক জনকে ভিক্ষা করতে দেখা গেছে। এ নিয়ে কথা হয় রাজধানীর বিজয় সরণি, বাংলামোটর, গুলিস্তান ও কাকরাইলের মোড়ে ভিক্ষা করতে আসা কয়েক জনের সঙ্গে। তারা বলেন, অন্য ১০ জন সাধারণ মানুষের মতোই আমাদের জন্ম। কিন্তু তারপরও সবাই গালি দেয়, লাথি মারাসহ নানাভাবে নির্যাতন করে। আমাদের মানুষই ভাবে না। ভিক্ষা না করলে আমরা খাব কী? বাধ্য হয়ে ভিক্ষা করেই জীবন চালাই। অপমান-বৈষম্য-লাঞ্ছনার তিক্ততার মধ্যেই যাপিত হচ্ছে জীবন।