Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Thursday, April 11, 2013

STATEMENT: Government failed to ensure the protection of Hindu Minority

Chittagong, February 26, 2012
JusticeMakers Bangladesh gravely concerned over this incident of communal arson attacked on Hindu religion community in Hathazari Upazila under Chittagong district and demands bring the perpetrators before the book urgently after an impartial judicial investigation formed by High court judge as
well as rehabilitate the victim of violence ASAP.  

A  fact finding team of five members formed by JusticeMakers Bangladesh comprising Advocate Mohammad Alamgir, Vice Chairman of JusticeMakers Bangladesh, Mr. Gonesh Rajbonshee, Volunteer fact finding officer of JusticeMakers Bangladesh, led by Advocate Shahanur Islam, Founding Secretary General and Chief Executive Officer of JusticeMakers Bangladesh has been conducted a fact finding investigation mission from February 23 to 25, 2012 regarding the incident of  communal arson attacked on Hindu religion minority community in Hathazari Upazila under Chittagong District perpetrated on February 09 and 10, 2012.

During the time of investigation, the fact finding team visited the all spots of incident, talked with the victim of arson attacked as well as physical assault, talked with the eyewitness, local civil society people and local administration as well as collected the all information and documented it with video and still picture format. Though the victim of violence knows most of the perpetrators, they did not willing to disclose their name scaring for imagining future trouble, they will face if they mention. In this time Justicemakers Bangladesh fact finding team documented al least 13 temples, 6 Hindu’s homes and 6 business shops was set fire to ashes, vandalized and looted the valuable properties and also physically assaulted at least one Hindu community minority people.



During investigation the JusticeMakers Bangladesh observed that the attacked was preplanned patronizing by some Islamic and non Islamic political party spreading own created communal rumor of destruction of a local mosque. The team also observed that the arson attacked, physical assault, looting and vandalizing activities has been perpetrated on the nose of local administration. As the victims inform the local administration more time to ensure their protection and the local administration primarily assured them to ensure their security, but unfortunately due to unknown reason they failed to protect them.


JusticeMakers Bangladesh also observed that during the agitation the police showed restraint and nothing to do to stop the vandalism. Moreover, though the police registered the five criminal cases with the Hathazari as well as arrested 21 perpetrators connecting the incident, there is no coordination with each others and failed to arrest the main perpetrators.

JusticeMakers Bangladesh gravely concerned over this incident of communal arson attacked on Hindu religion community in Hathazari Upazila under Chittagong district and demands bring the perpetrators before the book urgently after an impartial judicial investigation formed by High court judge as well as rehabilitate the victim of violence ASAP
 
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা : শারীরিক আক্রমন, অগ্নি সংযোগ ও লুটতরাজঃ ভিক্টিমদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনে প্রশাসন সম্পুর্নরূপে ব্যর্থ




চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় গত ৯ ও ১০ ফেব্রুয়ারী ২০১২ ইং তারিখে সংঘটিত  সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর মুসলমান দুষ্কৃতিকারীদের দ্বারা সাম্প্রদায়িক আক্রমনের বিষয়টি মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব এডভোকেট শাহানুর ইসলাম এর নেতৃত্বে এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ এর সহসভাপতি এডভোকেট মোহাম্মদ আলমগীর ও সেচ্ছাসেবী তথ্যানুসন্ধান কর্মকর্তা গনেশ রাজবংশী এর সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান দল গত ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারী ২০১২ ইং তারিখ পর্যন্ত ঘটনাটি সরেজমিনে অনুসন্ধান করেন।


তথ্যানুসন্ধানকালে জাস্টিসমেকার্স বাংলাদেশ এর তথ্যানুসন্ধান দলের সদস্যগন ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে অগ্নি সংযোগ, লুটতরাজ ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য, প্রত্যক্ষদর্শী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেন ও ঘটনা সম্পর্কিত সকল প্রকার তথ্য সংগ্রহ করেন এবং  পরবরতীতে ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপুরুন প্রদানের মাধ্যমে পুনর্বাসন ও অভিযুক্ত হামলা কারীদের বিচারের সম্মুখীন করার প্রয়াসে প্রশাসনের উচচ পর্যায়ে লবি করার উদ্দেশ্যে সেসব স্থির চিত্র, চলচিত্র ও নিপিবদ্ধ করনের মাধ্যমে সংরক্ষন করেন। তথ্যানুসন্ধানকালে নুন্যতম ১৩টি মন্দির, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ৬ টি হিন্দু বাড়ী, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ৬টি দোকান গান পাউডার ব্যাবহার করে অগ্নি সংযোগের মাধ্যমে সম্পুর্নরূপে ভষ্মিভুত ও লুটতরাজ করার বিষয়ে জাস্টিসমেকার্স বাংলাদেশ সম্পুর্নরূপে নিশ্চিত হয়।এছাড়া সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ১ জন ব্যক্তি মারাত্বকভাবে শারীরিক আক্রমনের শিকার হয়।


তথ্যানুসন্ধানকালে জাস্টিসমেকার্স বাংলাদেশ দেখে যে, ক্ষতিগ্রস্থগন যদিও আক্রমনকারীদের চিহিত করতে পেরেছে এবং আক্রমনকারীরা প্রকাশ্যে এলাকায় চলা ফেরা করছে কিন্ত তারা পরবর্তী সময়ের দুরদশার ভয়ে ভীত হয়ে এবং জীবনের নিরাপত্তার অভাবে তাদের নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করছে।
 
জাস্টিসমেকার্স বাংলাদেশ তাদের  সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষন করে মনে করেন যে, কিছু উগ্রপন্থী ইসলামিক ও নন ইসলামিক  রাজনৈতিক দল স্থানীয় হিন্দুদের শান্তিপুর্ন  ধর্মীয় সোভা যাত্রায় পুর্ব পরিকল্পিতভাবে ইট ছুরে অস্থির পরিস্থিতির সৃষ্টি করত পরবর্তীতে নিজেরা একটি স্থানীয় মসজিদের সামান্য অংশ ভেংগে তা হিন্দুরা ভেঙ্গছে বলে সাম্প্রদায়িক গুজব ছড়িয়ে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমন করে মন্দির, হিন্দুবাড়ী ও দোকানে লুটপাত ও অগ্নি সংযোগ করে। ক্ষতিগ্রস্থরা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষকে নিরমিত অবগত করে আসছিলেন এবং তাদের নিরাপত্তা প্রদানের জন্য  যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বারবার অনুরোধ করছিলেন কিন্ত অজ্ঞাতকারনে স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ সম্পুর্ন ঘটনাটি চোখের সম্মুখে সংঘটিত হলেও তা প্রতিরোধ বা ক্ষতিগ্রস্থদের নিরাপত্তা প্রদানে সম্পুর্নরূপে ব্যার্থ হয়েছে।


জাস্টিসমেকার্স বাংলাদেশ আরো জানতে পারে যে, ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তারা নিরব ভুমিকা পালন করেন এবং ধ্বংসাত্বক কার্যক্রম প্রতিরোধে কোন কার্যকর ব্যাবস্থা গ্রহন না করে নিরবে তা প্রত্যক্ষ করেন এবং একসময় তারা ঘটনা স্থল ত্যাগ করেন।

যদিও স্থানীয় পুলিশ থানা উক্ত ঘটনার বিষয়ে  স্থানীর হাট হাজারী মডেল থানায় পাঁচটি পৃথক মামলা রজু করেছেন এবং ঘটনার স্থাথে সংশ্লিষ্ঠতার অভিযোগে ২১ জন মুসলিম দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে কিন্তু মামলার তদন্তের বিষয়ে তদন্তকারী অফিসার ও তদন্ত কাজে সমন্বয়হীনতা আছে বলে জাস্টিসমেকার্স বাংলাদেশ এর নিকট প্রতীয়মান হয়েছে । অধিকন্তু ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রধান অভিযুক্তগন পুলিশের নাকের ডগার উপর দিয়ে প্রকাশ্যে চলাচল করলেও এখন পর্যন্ত পুলিশ তাদের গেফতার করতে পারেন নি। 


চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় গত ৯ ও ১০ ফেব্রুয়ারী ২০১২ ইং তারিখে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর মুসলমান দুষ্কৃতিকারীদের দ্বারা  সংঘটিত সাম্প্রদায়িক আক্রমনের বিষয়ে  জাস্টিসমেকার্স বাংলাদেশ  ভীষনভাবে উদ্বিগ্ন এবং মাহামান্য সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি সমন্বয়ে গঠিত  বিচারবিভাগীয় কমিটি দ্বারা বিষয়টি যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের সম্মুখীন করা ও ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপুরুন প্রদানের মাধ্যমে তাদের পুনর্বাসন করার জোড় দাবী জানাচ্ছে।

No comments:

Post a Comment