Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Wednesday, March 23, 2022

BIHR and JusticeMakers Bangladesh are deeply concerned over media exposure of the identity of homosexual lesbian girls.

Bangladeshi Human rights organizations Bangladesh Institute of Human Rights (BIHR) and JusticeMakers Bangladesh have expressed deep concern over the media exposure the identity of homosexual lesbian girls who has come from Noakhali to meet her girlfrind at Tangail.

At the same time, BIHR and JusticeMakers Bangladesh have demanded to respect the love of homosexual lesbian teenagers and esure their adiquet and proper security and protection.

According to the news published in different media, it is known that love relationship developed between two teenager girls through Facebook. These two girls have come together after crossing a long distance due to the affection of love. 

This incident took place on 21 March 2022 ( Monday ) in Basail Upazila of Tangail. A teenage girl of Noakhali Sadar Upazila came to another ninth grade r teenage girl student of Basail Upazila of Tangail district due to the affection of love.

Locals said that they met on Facebook about two years ago. Since then, there is regular communication through Facebook Messenger. As a result of this, a love relationship develops between them. They spent the night at a relative's house in Savar, Dhaka about two months ago due to love.

After that, they went to Chauhali in Sirajganj with a man named Anwar and spent the night. As the locals were suspicious of the behavior of these two girls, the matter was made known in the area. At one point they were returned to the two families in the presence of locals.

Last on March 20, 2022 (Sunday ) evening, the girl from Noakhali came to Tangail town and another girl took her to her house. That very night, when the matter of their unreasonable decision became known in the area, there was a commotion. People flocked to the house to see them. These two girls have decided to get married.

A renowned human rights lawyer and gay rights activist as well as Secretary General of JusticeMakers Bangladesh and BIHR Advocate Shahanur Islam urged to government of Bangladesh to respect and recognise their same-sex love and decision to get marry as a fundamental human right as well as ensure adequet saftey and secuirity to those homosexual minority lesbian girls.

Besides, Advocate Shahanur Islam has strongly demanded the administration to take necessary measures to ensure that the homosexual lesbian teenagers do not suffer any kind of discrimination or violence from the family, society or the state due to their sexual orientation.

যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীর পরিচয় সংবাদ মাধ্যমে প্রকাশ করায় বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

সমকামী ভালবাসার টানে নোয়াখালীর এক কিশোরী তার প্রেমিকার সহিত টাংগাইলে মিলিত হওয়ার ঘটনায় সংবাদ মাধ্যমে যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু লেসবিয়ান কিশোরীদ্বয়ের পরিচয় প্রকাশ করায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে

 একই সাথে যৌনসংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীদ্বয়ের ভালবাসার প্রতি সম্মান জানিয়ে তাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবী জানিয়েছে  বিআইএইচআর  এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ। 

 বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, ফেসবুকের মাধ্যমে দুই কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই বছর ধরে চলে এই প্রেম। প্রেমের টানে দূরপথ পেরিয়ে আবারো একত্র হয়েছে এই দুই কিশোরী। গত ২১ মার্চ ২০২২ (সোমবার) টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এ ঘটনা ঘটে। প্রেমের টানে নোয়াখালী সদর উপজেলার এক কিশোরী মেয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া আর এক কিশোরী  মেয়ের কাছে ছুটে আসে

 

স্থানীয়রা জানান, তাদের মধ্যে প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। সেই থেকেই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ হয়। এরই ধারাবাহিকতায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে তারা প্রায় দুই মাস আগে ঢাকার সাভারে এক আত্মীয়ের বাসায় রাত্রীযাপন করে।

 

এরপর সেখান থেকে আনোয়ার নামের এক ব্যক্তির সাথে তারা সিরাজগঞ্জের চৌহালী গিয়ে রাত কাটায়। সেখানে স্থানীয়দের এই দুই কিশোরীর আচরণ সন্দেহজনক হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে দুই পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেয়া হয়।

 

সর্বশেষ ২০ মার্চ ২০২২ (রবিবার) সন্ধ্যায় নোয়াখালীর কিশোরী টাঙ্গাইল শহরে আসলে অপর কিশোরী তাকে তার বাড়িতে নিয়ে যায়। ওই রাতেই তাদের অযৌক্তিক সিদ্ধান্তের বিষয়টি এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। তাদের দেখতে দলে দলে লোকজন গিয়ে ওই বাড়িতে ভিড় জমায়। এই দুই কিশোরী সংসার করার সিদ্ধান্তও নিয়েছে।

 

জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বিআইএইচআর এর মহাসচিব প্রখ্যাত মানবাধিকার আইনজীবী ও সমকামী অধিকার কর্মী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত উক্ত যৌন সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীদ্বয়ের সমকামী ভালবাসা ও একসাথে থাকার সিদ্ধান্তকে মানবাধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করে তাদের পূর্ণ নিরাপত্তা প্রদানের আহবান জানিয়েছে।

 

পাশাপাশি সমকামিতার কারণে কিশোরীদ্বয় যেন পরিবার, সমাজ বা রাষ্ট্রের তরফ থেকে কোন প্রকার বৈষম্য বা সহিংসতার শিকার না হোন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবী জানিয়েছেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম।


============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment