Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***
Showing posts with label TRANSGENDER. Show all posts
Showing posts with label TRANSGENDER. Show all posts

Friday, September 2, 2022

হিজরা সদস্যরা পাবেন ওএমএসে অগ্রাধিকার

তৃতীয় লিঙ্গের (হিজরা) সদস্যরা ওএমএস কার্যক্রমে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অডিটোরিয়ামে তৃতীয় লিঙ্গের সাংস্কৃতিক সংগঠন ‘কন্নড়’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ‘কন্নড় সাংস্কৃতিক উৎসবে ২০২২’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Saturday, August 13, 2022

গাজীপুরে হিজড়া বানানোর সিন্ডিকেট!

গত ১০ বছর আগেও সমাজের সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতেন আসাদুল। তার মধ্যে ছিল মেয়েলি ভাব।

তখন তিনি আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। হঠাৎ হিজড়াদের প্রলোভনে সার্জারি করে ছেলে থেকে হিজড়া বানানো হয় আসাদুলকে। লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে আসাদুল হয়ে যান টাপুর (৩০)।
টাঙ্গাইলের মধুপুর থানা এলাকার আসাদুল ওরফে টাপুর এভাবেই তার হিজড়া হওয়ার গল্প বলেন। তিনি এখন স্বাভাবিক জীবনে ফিরতে চান।  

Monday, June 27, 2022

হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠীকে পরিবারেই পুনর্বাসন করতে হবে

হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠী জন্মের পর পরিবারেই প্রথম বৈষম্যের শিকার হন। সামাজিক নানান চাপে বাবা-মা তাঁদের পরিবার থেকে বের করে দিতে বাধ্য হন। এই জনগোষ্ঠী উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হন। বাবা-মা যাতে এই ধরনের সন্তানকে পরিবার থেকে বের করে না দেন এবং উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত না করেন সে জন্য আইন প্রণয়ন করতে হবে।

Wednesday, June 22, 2022

তৃতীয় লিঙ্গের জনগণের উন্নয়নের অন্তরায় হিজড়া গুরু

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও মুলস্্েরাতধারার সাথে যুক্ত করতে হলে একটি কাঠামো ও শৃংখলার মধ্যে নিয়ে আসতে হবে। সেইসাথে প্রথমে হিজড়া গুরু প্রথা বন্ধ করতে হবে। কারন গুরুরা সাধারণ তৃতীয় লিঙ্গের সদস্যদের মারাত্বকভাবে নির্যাতন করে। দিন শেষে গুরুর দেয়া নির্ধারিত টাকা না দিতে পারলে খাওয়া বন্ধসহ মানষিক ও শারীরিক নির্যাতন করে। এই পেশা থেকে বেরিয়ে আসতে চাইলে গুরুরা তা মেনে নেয় না। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক এসব কথা বলেছেন।

Monday, June 20, 2022

হিজড়া সেজে টাকা ওঠাতে গিয়ে আটক ৪ পুরুষ

নোয়াখালীর সুবর্ণচরে হিজড়া সেজে টাকা ওঠাতো ৪ পুরুষ অবশেষে ভুয়া হিজড়াদের আটক করেছে স্থানীয় জনতা৷ শনিবার (১৮জুন) রাতে তাদেরকে আটক করে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী থানার হাট বাজার থেকে।

আটককৃত হিজড়ারা সকলেই পুরুষ৷ এসময় থানার হাট বাজারে কালেকশন করার সময় একটি দোকানে স্থানীয় এক হিজড়ার তথ্য অনুযায়ী জনতা গণপিটুনি দিলে তারা দৌড়ে স্থানীয় ইউপি সদস্যের দোকানে আশ্রয় নেয়৷ পরে সেখানে তারা সবাই পুরুষ বলে স্বীকার করে৷ আটককৃতদের পুলিশে সোপর্দ করবে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ বাহার (পলাশ)৷

Tuesday, June 7, 2022

ভিন্ন পরিবেশে জীবনযুদ্ধ

শৈশব কাটে মায়ের কোলে। নির্মম পরিহাসে পরিবার থেকে বিচ্যুত হয় সেই আদরের সন্তান। অবজ্ঞা-অবহেলায় গন্তব্য হয় অজানার পথ। ভিন্ন পরিবেশে জীবন যুদ্ধের প্রসঙ্গটির নাম হিজড়া।

শাকিলা ও মিম, জন্ম ছেলে সন্তান রূপে। পরে আবিস্কার হয় তৃতীয় লিঙ্গ বা হিজড়া হিসেবে। সমাজের বঞ্চনা অবহেলায় ছাড়তে হয় স্বাভাবিক জীবন। পরিজনের পর ছাড়তে হয় মাকে।

১২ বছর বয়সে শাকিলা আশ্রয় নেয় গুরু মা রবির কাছে। এই মা-ই তাঁকে আগলে রেখেছেন। বড় করেছেন সন্তান স্নেহে।

Wednesday, May 18, 2022

তৃতীয় লিঙ্গের দুগ্রুপের সংঘর্ষে ডালিয়াসহ আহত ৮

যশোরের শার্শায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সিনিয়র হিজরা ডালিয়া ও সোনিয়াসহ আট জন আহত হয়েছে। গত বুধবার (১৮ মে ) সকালে শার্শার গোগা ও দুপুরে বেনাপোল ভবারবেড় গ্রামে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে বর্তমানে হিজরা পাড়ায় অবস্থান করছেন।

Tuesday, March 22, 2022

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার কবি শোভার জীবনের হার না মানার গল্প

জীবন যুদ্ধে হার না মানা শোভা নিজেই হাতে করে বই এনে বইমেলায় আসা ক্রেতাদের কাছে বিক্রি করছেন। হাতেগোণা কয়েকজন পরিচিত ও বন্ধুরা বই কিনলেও মেলায় আসা বেশিরভাগ মানুষের থেকে মিলছে না তেমন সাড়া। ট্রান্সজেন্ডারদের নিয়ে নেতিবাচক ভাবনা আমাদের সমাজে প্রচলিত থাকায় অনেকে আবার তাচ্ছিল্যের ভঙ্গিতে এড়িয়ে যাচ্ছেন।

২১ শতকে এসে দেশ ও সমাজ অনেকদূর এগিয়ে গেলেও এগোতে পারেনি ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষেরা। শিক্ষা, চিকিৎসা, উন্নত জীবন এগুলো এখনো তাদের কাছে বইয়ে পড়া গল্পের মতো, যেগুলোর নেই কোন বাস্তব রূপ। সমাজে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর মধ্যে থেকে শোভা চৌধুরী আলোর শিখা হাতে নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার কবি ও লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইতোমধ্যে তার লেখা দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে।

Thursday, March 17, 2022

হিজড়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় চুমকি (২৬) নামে এক হিজড়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।শুক্রবার (১৮ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ নারীসহ তিনজনকে আটক করেছে।

Tuesday, February 15, 2022

গাইবান্ধায় গোপনাঙ্গ কেটে নিলো হিজড়া

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পদ্ম কুমারের (৩৫) সঙ্গে ভোলা মিয়া (৩০) নামের এক তৃতীয় লিঙ্গের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। এরই মধ্যে পদ্ম কুমার অন্যত্র বিয়ে করায় তার লিঙ্গ কর্তন করলো হিজড়া ভোলা মিয়া।

Sunday, February 13, 2022

সবাই গালি দেয়, ভিক্ষা না করলে খাব কী?

রাজধানীর বেশির ভাগ ট্রাফিক সিগন্যালে তৃতীয় লিঙ্গের কয়েক জনকে ভিক্ষা করতে দেখা গেছে। এ নিয়ে কথা হয় রাজধানীর বিজয় সরণি, বাংলামোটর, গুলিস্তান ও কাকরাইলের মোড়ে ভিক্ষা করতে আসা কয়েক জনের সঙ্গে। তারা বলেন, অন্য ১০ জন সাধারণ মানুষের মতোই আমাদের জন্ম। কিন্তু তারপরও সবাই গালি দেয়, লাথি মারাসহ নানাভাবে নির্যাতন করে। আমাদের মানুষই ভাবে না। ভিক্ষা না করলে আমরা খাব কী? বাধ্য হয়ে ভিক্ষা করেই জীবন চালাই। অপমান-বৈষম্য-লাঞ্ছনার তিক্ততার মধ্যেই যাপিত হচ্ছে জীবন।

Thursday, January 6, 2022

টাকা ভাগাভাগি নিয়ে ঢাবিতে হিজড়াদের দুপক্ষের মারামারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে হাতিরপুল এলাকার হিজড়া গ্রুপ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার হিজড়া গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারি থামাতে গিয়ে হিজড়াদের হামলায় সাদমান সাকিব নামের এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ছাড়া উভয় পক্ষের চারজন হিজড়া আহত হয়েছেন।

তাড়াশে ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কাজলী

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন বিজয়ী হয়েছেন।

৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালম ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে কাজলী খাতুন সংরক্ষিত সদস্য পদে বিজয়ী হয়েছেন।

Thursday, December 2, 2021

‘হিজড়া’ লৈঙ্গিক পরিচয় নয়, একটি অন্তর্ভুক্তিমূলক ধারণা

হিজড়া কিংবা ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর প্রতি বৈষম্য এবং তাঁদের বঞ্চনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা লেখাজোখা মাঝেমধ্যে আমরা পত্রিকায় দেখতে পাই। এ বিষয়ে আলোকপাত করে গত আগস্টের প্রথম ভাগে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন ছাপা হয়। এ ছাড়া ‘হিজড়া/ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠককেন্দ্রিক ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা: জবাবদিহি-ব্যবস্থার বিশ্লেষণ’ শীর্ষক এক গবেষণার ফলাফল প্রকাশ করে, যেখানে হিজড়ারাও রয়েছেন।

Friday, November 12, 2021

ব্যবসায়ীকে বিবস্ত্র করে ভিডিও : অবশেষে কারাগারে হিজড়া ‘রানী’

বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানা মিতু (৪৩)। নারী হয়েও হিজড়া সেজে রাজধানীর ১১ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সরকারি ভবন দখল করে খোলা এই ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ভয়ঙ্কর ফাঁদ পেতেছেন মিতু। 

Friday, October 22, 2021

হাতিরঝিলে দম্পতির ওপর হিজরা চক্রের হামলা

রাজধানীর হাতিরঝিলে ঘুরতে গিয়ে হিজরাদের একটি চক্রের মারধরের শিকার হয়েছেন এক দম্পতি। এতে ভুক্তভোগী যুবকের কান ও মাথায় গুরুতর জখম হয়েছে। তার পরনের কাপড়ও ছিঁড়ে ফেলে তারা। শুক্রবার, ২২ অক্টোবর সন্ধ্যার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

Saturday, September 11, 2021

শরীয়তপুরে চাঁদা দিতে বাঁধা দেয়ায় ব্যবসায়ীর ওপর হিজরা বাহিনীর হামলা

শরীয়তপুরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ওপর হিজরা বাহিনী হামলা করেছে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠছে।

Tuesday, September 7, 2021

থামছেই না হিজড়াদের দাপট, টাকা না দিলেই গালিগালাজ-মারধর

দিন দিন বাড়ছে হিজড়াদের দাপট। সড়ক ছেড়ে নানা অজুহাতে বাসাবাড়িতেও দাপট দেখাচ্ছেন তারা। অশ্রাব্য গালাগাল, নগ্ননৃত্য প্রদর্শন, ভাঙচুর চালানো, মারধরসহ নানা অপকর্মে মেতে উঠেছেন হিজড়ারা। নানা রকম ভয়ভীতি, সম্মানহানির হুমকি, বকাবাজি করে তুলছেন চাঁদা। টাকা দিতে না চাইলে সংঘবদ্ধ হয়ে মারধর করছেন। 

Tuesday, March 9, 2021

Hijra found dead on Comilla rail track

Police in Comilla have recovered a body of a transgender person from a pair of rail tracks on the Dhaka-Chittagong route.The deceased was identified as Munni, 35, police confirmed on Wednesday morning.

“After killing her, the assailants left the body on the rail tracks at Murapara area of Comilla Sadar upazila,” said Kotwali police station’s Officer-in-Charge (OC) Anwarul Haque.

Sunday, February 23, 2020

সাভারে হিজরাকে শ্বাসরোধ করে হত্যা

ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে লতিফ মোল্লা এলাইস আপন (৩০) নামের এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় হিজড়া সম্প্রদায়ের দুইজনকে আটক করেছে পুলিশ।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন।