Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Saturday, March 25, 2023

JusticeMakers Bangladesh Expresses Concern Over Forced Video Confession of Gay Couple in Jessore Circulated on Facebook

The human rights organization, JusticeMakers Bangladesh, is deeply concerned about the forced confession video of a gay couple in Jessore that was circulated on Facebook on March 20, 2023, by a Facebook page called "Motion by Hannan."

JusticeMakers Bangladesh calls upon the concerned authorities to swiftly identify the accused persons in this incident, file criminal cases against them, and provide exemplary punishment in a fair trial.

The video shows a man forcing two gay men to confess against their will. Additionally, it shows a garment worker, a sexual minority gay named Hridoy from Comilla, who came to Jessore to marry a rickshaw puller named Jibon for love. The accused video holder defamed them by creating an intimidating atmosphere. Furthermore, the accused video holder threatened to inform the teenagers' parents about the incident via mobile phone. During this, the accused video holder molested a gay teenager by dressing him up, especially his hair, and putting lipstick on his lips. Moreover, the accused video holder threatened to take action against the gay teenage couple to stop the marriage and expel them from Jessore by calling the police administration and local chairman and members.

Shahanur Islam, the Founder Secretary General of JusticeMakers Bangladesh and a prominent human rights lawyer, strongly condemned and protested the forced recording and publication of the video confession of the homosexual minority gay couple on the Facebook page.

Shahanur Islam believes that the incident is a clear violation of a citizen's right to personal privacy and freedom to form a family, as stated in the Universal Declaration of Human Rights and the Bangladesh Constitution. At the same time, Shahanur Islam thinks that due to the publicity of the incident, the teenagers' normal life will be threatened, and their lives will be at risk from radical groups.

Shahanur Islam also opined that "Whom a person loves or spends their life with is entirely their personal matter, and their family, society, or state cannot interfere in that matter. The incident mentioned is not an isolated incident in Bangladesh; rather, it is a small part of incidents like discrimination, torture, and killing of homosexuals across the country. Most of the human rights violations committed against homosexuals go unnoticed because of the intolerance and unacceptability of families, society, and the state."

JusticeMakers Bangladesh strongly demands constitutional recognition for sexual minority homosexuals, an end to human rights violations, the repeal of Article 377 of the Penal Code, which considers homosexuality a criminal offense, and the enactment of the Sexual Minority Protection Act.

Best regards,


Shahanur Islam
Founder Secretary General
JusticeMakers Bangladesh
www.justicemakersbt.blogspot.com

প্রেস বিবৃতিঃ

যশোরে জোরপূর্বক গে জুটির ভিডিও স্বীকারোক্তি ধারণকরে ফেইসবুকে ছড়িয়ে দেয়ায় জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদবিগ্ন।

 ত ২০ মার্ছ ২০২৩ সোমবারে যশোরে যৌন সংখ্যালঘু সমকামী গে-জুটির দুই কিশোরকে ভয়ভীতি দেখিয়ে তাদের যৌন প্রবৃত্তি বিষয়ে ভিডিও স্বীকারোক্তি জোড়পূর্বক ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

জাস্টিসমেকার্স বাংলাদেশ এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত খুজে বের করে তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে স্বচ্ছ বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

গত ২০ মার্চ ২০২৩ তারিখ বিকেল ৪:২৮ মিনিটে মোশন বাই হান্নান নামক একটি ফেইসবুক পাতায় প্রচারিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জোরপূর্বক অনিচ্ছার বিরুদ্ধে দুইজন সমকামী ব্যক্তির যৌনপ্রবৃত্তি বিষয়ে স্বীকারোক্তি গ্রহণ করছে। ভিডিওতে আরো দেখা যায়, কুমিল্লা থেকে হৃদয় নামক এক গার্মেন্টসকর্মী কিশোর যশোরে জীবন নামক এক রিকসা চালক কিশোরের কাছে ভালবাসার টানে বিয়ে করতে আসে। বিষয়টি সমপর্কে অবগত হয়ে অভিযুক্ত ভিডিও ধারক একটি ভীতিকর পরিবেশ সৃষ্টির মধ্যমে তাদের অপদস্ত করে। তাছাড়া, অভিযুক্ত ভিডিও ধারক ঘটনার বিষয়ে সমাকামী গে-জুটি কিশোরদের বাবা-মাকে মোবাইল ফোনে অবগত করার হুমকি দেয়। এসময় অভিযুক্ত ভিডিও ধারক এক গে কিশোরের সাজ গোজ, বিশেষ করে তার মাথার চুলের সাজ ও ঠোটে লিপিস্টিক দেয়ায় অপদস্ত করে। তাছাড়া, অভিযুক্ত ভিডিও ধারক গে-জুটির কিশোরদ্বয় যদি বিয়েতে আটল থাকে তাহলে পুলিশ প্রশাসন ও মেম্বার চেয়ারম্যানদের সহায়তায় বিয়ে বন্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহন ও তাদের যশোর থেকে বিতাড়িত করার হুমকি প্রদান করে।

জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বিশিষ্ট মানবাধিকার আইনজীবী শাহানুর ইসলাম যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘ্য সমকামী গে-জুটির একান্ত নিজস্ব যৌণ প্রবৃত্তি বিয়য়ে জোড়পূর্বক ভিডিও স্বীকারোক্তি ধারণ করে তা ফেইজবুক পাতায় প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উক্ত ঘটনা সার্বজনীন মানবাধিকার ঘোষনাপত্র এবং বাংলাদেশ সংবিধানে উল্লেখিত একজন নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীনভাবে পরিবার গঠনের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে অ্যাডভোকেট শাহানূর ইসলাম মনে করে। একইসাথে উক্ত ঘটনা প্রচারের ফলে কিশোরদ্বয়ের স্বাভাবিক জীবন জাপন হুমকির মূখে এবং মৌলবাদী গোষ্টী কর্তৃক তাদের জীবণ সংকটের মূখে পড়বে বলে শাহানূর ইসলাম মনে করেন।

অ্যাডভোকেট ইসলাম আরো মনে করেন যে, একজন ব্যক্তি কাকে ভালবাসবে বা কাকে নিয়ে জীবন কাটাবে তা তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত বিষয় এবং সে বিষয়ে তার পরিবার, সমাজ বা রাষ্ট্র কোনভাবে হস্তক্ষেপ করতে পারে না। উল্লেখিত ঘটনা বাংলাদেশ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সারাদেশে সমকামী ব্যক্তিদের প্রতি সংঘঠিত বৈষম্য, নির্যাতন, হত্যার মত ঘটনার খুবই খুদ্র একটা অংশ। কারণ পরিবার, সমাজ ও রাষ্ট্রের অসহনশীলতা ও অগ্রহণযোগ্যতার কারনে সমকামীদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনার অধিকাংশ অগোচরে থেকে যায়

জাস্টিসমেকার্স বাংলাদেশ যৌন সংখ্যা লঘু সমকামীদের মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনা বন্ধে তাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমকামীতাকে ফৌজদারী অপরাধ হিসেবে গন্যকারী দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলসহ যৌনসংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের জোর দাবী জানিয়েছে।

শুভকামনার সাথে

Signature

 

অ্যাডভোকেট শাহানুর ইসলাম

প্রতিষ্ঠাতা মহাসচিব

জাস্টিসমেকার্স বাংলাদেশ

WhatsuUp# 01720308080

ইমেইল: Justicemakersbd@gmail.com

www.justicemakersbt.blogspot.com

============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment