Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Thursday, September 21, 2023

Urgent Appeal: Take Immediate Action Against Police Officers Involved in Torture of Student Leader in Narayanganj

To
Mr. Asaduzzaman Khan, MP
Honorable Minister
Ministry of Home Affairs
Government of the People's Republic of Bangladesh
Bangladesh Secretariat
Dhaka-1000
Email: minister@mha.gov.bd, ps2min@mhapsd.gov.bd

Dear Honorable Minister,

Greetings from JusticeMakers Bangladesh in France (JMBF)

I hope this letter finds you in good health. I am writing to you on behalf of JusticeMakers Bangladesh in France (JMBF), a human rights organization deeply concerned about a recent incident of police brutality in Narayanganj, Bangladesh.

According to a news report published on August 25, 2023, on the online news portal www.narayanganjtimes.com, a student leader by the name of Ashraful Islam Babu was subjected to physical assault by a police team led by ASI Labu on August 16, 2023. The incident transpired at a checkpoint in Sonadanga, Narayanganj, where the police officers allegedly demanded a bribe of Tk. 2 lakh from Mr. Babu. When Mr. Babu refused to comply, the police officers resorted to violence, assaulting him with a rifle butt and a baton.

Such an incident represents a grave violation of human rights and undermines the principles of justice and the rule of law. We vehemently condemn this reprehensible act of brutality and urgently call for the perpetrators to be held accountable through due legal process.

We implore you to take immediate action to launch a comprehensive investigation into this distressing matter and to ensure that appropriate measures are taken to ensure the perpetrators face the consequences of their actions. Furthermore, we kindly request that you furnish us with a copy of the action taken report once the investigation has been concluded.

We appreciate your prompt attention to this matter, and we trust in your commitment to upholding justice, human rights, and the rule of law in Bangladesh.

Thank you for your consideration.

Yours sincerely,

Shahanur Islam 
Founder President 
JusticeMakers Bangladesh in France (JMBF)
Email:justicemakersbf@gmail.com
blog: www.shahanur.blogspot.com

Attachment: https://www.narayanganjtimes.com/outsite-city/news/20385

A copy of this letter has been sent to the following for information and necessary action:
  1. Chairman, National Human Rights Commission, Dhaka, Email:chairman@nhrc.org.bd
  2. Senior Secretary, Public Security Division, Ministry of Home Affairs, Bangladesh Secretariat, Dhaka, Email:secretary@mhapsd.gov.bd
  3. Secretary, Security Services Division, Ministry of Home Affairs, Bangladesh Secretariat, Dhaka, Email:secretary@ssd.gov.bd
  4. Bangladesh Embassy in France, Paris, France, Email: khondker.talha@mofa.gov.bd, mission.paris@mofa.gov.bd
  5. Inspector General of Police, Bangladesh Police, Police Headquarters, Dhaka, Email: ig@police.gov.bd, complain@police.gov.bd
  6. Deputy Inspector General of Police (Dhaka Range), Bangladesh Police, Dhaka, Email:digdhaka@police.gov.bd
  7. Superintendent of Police, Narayanganj District Police Office, Narayanganj, Email: spnarayangonj@police.gov.bd

বরাবর,
জনাব আসাদুজ্জামান খান, এম.পি
মাননীয় মন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়
ঢাকা-১০০০।
ইমেইলঃ minister@mha.gov.bd, ps2min@mhapsd.gov.bd


বিষয়ঃ নারায়নগঞ্জে উৎকোচ না পেয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশি নির্যাতনের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক!


জনাব,

মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন!

জাতিসংঘ মানবাধিকার সনদ (বিল অব রাইটস)এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)মানবাধিকার প্রতিষ্ঠার কাজে সর্বদা নিয়োজিত। বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

গত ২৫শে আগষ্ট ২০২৩ তারিখে অনলাইন পত্রিকা www.narayanganjtimes.com এ প্রকাশিত খবরে জানা যায় যে, নারায়নগনঞ্জ বন্দর থানার ২০নং ওয়ার্ডে চোরের উপদ্রুপ ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় গত ১৬ আগস্ট রাতে ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাবু সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় তাঁর নিজ ব্যবসায় প্রতিষ্ঠানের   সামনে যান। সেসময় মদনগঞ্জ ফাঁড়ি টহল ডিউটিরত এএসআই লাবুসহ সঙ্গীয় র্ফোস সেখান থেকে ভুক্তভোগী আশরাফুলকে সন্দেহ জনক আটক করে উৎকোচ হিসেবে ২ লাখ টাকা দাবি করে। সেসময় ভুকভোগী টাকা দিতে অপরগতা প্রকাশ করলে টহল ডিউটিরত এএসআই লাবুসহ সঙ্গীয় র্ফোস তাকে চাইনিজ রাইফেলের বাট ও লাঠিসোটা দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে।পরে স্থানীয় এলাকাবাসী তাকে জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে ৪/৫ দিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাকে ঢামেক হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ভুক্তভোগী আশ্রাফুলের নাখ মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরন হতে থাকলে তাকে সিদ্ধিরগঞ্জ প্রো-অ্যাক্টিভ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

বিষয়টি অত্যন্ত দুঃখজনক, বেআইনি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান ও মানবাধিকারের লংঘনজনিত ঘটনা। বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় উল্লেখিত বিষয়ে আপনার প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে যথাযথ তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন বলে মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স(জেএমবিএফ)বিশ্বাস করে।

আশা করি আপনার দ্রূত ও কার্যকর পদক্ষেপে নির্যাতিত ব্যক্তির পক্ষপাতহীন তদন্ত ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা দূরিভূত হবে।

এমতাবস্থায়, জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স(জেএমবিএফ) মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নকল্পে উল্লেখিত বিষয়ে আপনার জরুরী পদক্ষেপ কামনা করছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর ব্যবস্থাপত্রের একটি কপি জেএমবিএফ এর দপ্তরে প্রেরণের জন্য আপননাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) আপনার সার্বিক সাফল্য কামনা করছে।


গভীর আন্তরিকতার সাথে-


অ্যাডভোকেট শাহানূর ইসলাম
প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
মোবাইল/হোয়াটসআপঃ +৩৩৭৮৩৯৫২৩১৫
Email: justicemakersbf@gmail.com
blog: www.shahanur.blogspot.com


সংযুক্তিঃ https://www.narayanganjtimes.com/outsite-city/news/20385


অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরিত হলঃ

১। চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন, ঢাকা, ইমেইলঃ chairman@nhrc.org.bd
২। সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, ইমেইলঃ secretary@mhapsd.gov.bd
৩। সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, ইমেইলঃ secretary@ssd.gov.bd
৪। ফ্রান্সে বাংলাদেশের রাস্ট্রদ্রুত, প্যারিস, ফ্রান্স, ইমেইলঃ khondker.talha@mofa.gov.bd, mission.paris@mofa.gov.bd
৫।মহা পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, পুলিশ সদর দপ্তর, ঢাকা, ইমেইলঃ ig@police.gov.bd, complain@police.gov.bd
৬। উপমহাপুলিশ পরিদর্শক (ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা, ইমেইলঃ digdhaka@police.gov.bd
৭। পুলিশ সুপার, জেলা পুলিশের কার্যালয়, নারায়ণগঞ্জ, ইমেইলঃ spnarayangonj@police.gov.bd

============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger from Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment