Update

***French President Hosts Reception for Human Rights Defenders at Élysée Palace***Human Rights Lawyer Shahanur Islam Joins Hands with ARDHIS for Bangladeshi LGBTQI Asylum Seekers in France***New Platform to Fight Discrimination Against LGBTQI+ Community in Bangladesh***Human Rights Advocates Meet with French Ambassador to the Council of Europe ***Bangladesh Needs to Make Further Progress Towards Gender Equality***JusticeMakers Bangladesh calls for justice and protection for religious minorities in Bangladesh***French Human Rights Ambassador Honours HR Defenders at Paris***JusticeMakers Bangladesh is deeply concerned over the harassment against student of Islamic University in Bangladesh***JusticeMakers Bangladesh urges to withdraw the ban of Prity's book "Jonmo O Jonir Itihas" immediately***JusticeMakers Bangladesh expresses deep concern, condemnation and protest over the vandalism 14 Hindu temples in Thakurgaon***JusticeMakers Bangladesh deeply concern over the threat of crossfire to the lawyer Aminul Gani Tito in Dhaka***JusticeMakers Bangladesh gravely concerns over the attacked on CEO of BELA***JusticeMakers Bangladesh gravely concerns over the disappearance of lawyer in Dhaka***JusticeMakers Bangladesh Urges Immidiate Release of Arrested Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh concerns over viciously attacked on lawyer Abdur Rashid Mollah at Dhaka***JusticeMakers Bangladesh gravely concerned over attacked on indigenous people at Bogura***JusticeMakers Bangladesh welcomes the decision of Metropolitan Magistrate to acquit four Transgenders in Dhaka***JusticeMakers Bangladesh Protests and concerns Over the Abduction and Torture of Two Trans-women in Meherpur***Shahanur Islam attended the 21st World Summit on Participatory Democracy at Grenoble, France***

Wednesday, February 15, 2023

Statement: JusticeMakers Bangladesh is deeply concerned over the banning of Prity's book, "Jonmo O Jonir Itihas".

JusticeMakers Bangladesh has expressed grave concern over the banning of Jannatun Nayeem Prity's autobiography 'Jonmo O Jonir Itihas' at the Ekushey Book Fair, Dhaka.

The rights organization has also demanded that authorities immediately lift the ban and allow the book to be available to readers.

According to news publish on different newspaper and information received from reliable source that the Amar Ekushey Boi Mela taskforce has banned Jannatun Nayeem Prity's autobiography Jonmo o Jonir Itihash from the ongoing book fair showed causing various controversial issues, including personal attacks and objectionable comments on judges written in the book, which are against the rules of the book fair.

Prity, who is writer in exile living in Paris now and has written around a dozen books. The flap of ‘Jonmo O Jonir Itihas’ says the book is a breath-taking narrative of a woman challenging the so-called state and religious laws in a world full of feminism and extremism to barbed wire fences and divisions.

Prity shed light on her life in the book and made explosive statements about the personal life of some celebrities, triggering a debate.

Founder secretary general of Justicemakers Bangladesh and eminent human rights lawyer in Bangladesh advocate Shahanur Islam has expressed strong condemn and protest for recent banning the Prety’s book 'Jonmo O Jonir Itihas' at national book fair at Dhaka.

Besides, Advocate Shahanur Islam tthinkst that the incident banning book at book fair is a clear violation and attack on fundamental human rights-freedom of expression stated in constitution of the People Republic of Bangladesh as well as United National Declaration of Human Rights (UDHR) and other international conventions including International Covenant on Civil and Political Rights (ICCPR).

Finally Advocate Shahanur Islam urged to withdraw the ban of the said book immediately as the censorship is not acceptable in light national and international standard as well as asked to put an end all kind of harassment on writer in exile Ms. Janntul Nayeem Prity.


বিবৃতি

ফ্রান্স প্রবাসী নারী লেখিকা প্রীতির আত্বজীবনী "জন্ম ও জনির ইতিহাস" অমর একুশে বইমেলায় নিষিদ্ধ করায় জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

ঢাকায় অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় জান্নাতুন নাঈম প্রীতির আত্মজীবনী 'জন্ম ও জনির ইতিহাস' নিষিদ্ধ করায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে ।

একইসাথে উল্লেখিত বইয়ের উপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বইটি পাঠকদের জন্য উপলব্ধ করার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্সবাংলাদেশ। জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও বিশিষ্ট মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে এ আহবান জানানো হয়।

বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়যে, অমর একুশে বৈমেলা টাস্কফোর্স বিচারকদের ওপর ব্যক্তিগত আক্রমণ ও আপত্তিকর মন্তব্যসহ বিভিন্ন বিতর্কিত বিষয় তুলে ধরায় বইমেলার নিয়ম বিরোধী বলে গত ইংরেজী ১৪ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে জান্নাতুন নাঈম প্রীতির আত্মজীবনী জনম ও জনির ইতিহাসকে চলমান বইমেলা থেকে নিষিদ্ধ করেছে।

প্রীতি বর্তমানে ইন্টারন্যাশনাল সিটিস অন রাইটার ইন এক্সাইল এর গেস্ট রাইটার হিসেবে বর্তমানে প্যারিসে নির্বাসিত জীবনযাপন করছেন এবং তিনি প্রায় এক ডজন বই লিখেছেন। 'জন্ম ও জনির ইতিহাস'-বইটি কাঁটাতারের বেড়া এবং বিভাজনে নারীবাদ এবং চরমপন্থায় পূর্ণ বিশ্বে তথাকথিত রাষ্ট্র এবং ধর্মীয় আইনকে চ্যালেঞ্জ করার এক নারীর শ্বাসরুদ্ধকর বর্ণনা।

প্রীতি বইটিতে তার জীবনের উপর আলোকপাত করেছেন এবং কিছু সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্ফোরক বিবৃতি দিয়েছেন, যা বিতর্কের সূত্রপাত করেছে।

জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানুর ইসলাম সম্প্রতি ঢাকায় অনুষ্টিত অমর একুশে জাতীয় বইমেলায় প্রীতির আত্বজীবনী 'জন্ম ও জনির ইতিহাস' নিষিদ্ধ করার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অ্যাডভোকেট শাহানুর ইসলাম মনে করেন, বইমেলায় বইটি নিষিদ্ধ করার ঘটনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, জাতিসংঘ মানবাধিকার সনদ (ইউডিএইচআর) এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) সহ বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে বর্ণিত মৌলিক মানবাধিকার-বাকস্বাধীনতার ওপর সরাসরি ও আক্রমণ ও সুস্পষ্ট লঙ্ঘন ।

পরিশেষে অ্যাডভোকেট শাহানুর ইসলাম জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডে মতপ্রকাশ/বাক স্বাধীনতায় হস্তক্ষেপ কখনো কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় বলে অবিলম্বে উক্ত বইটির উপর হতে সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।একই সাথে প্রবাসে অবস্থানরত লেখিকা জান্নাতুল নাঈম প্রীতির প্রতি সব ধরনের হয়রানি বন্ধ করার আহ্বান জানান অ্যাডভোকেট শাহানুর ইসলাম ।


============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment